1. Question:আমরা কী কী কাজে পানি ব্যবহার করি? 

    Answer
    আমরা নিচের বিভিন্ন কাজে পানি ব্যবহার করি। যেমন-
    ১. পিপাসা মিটাতে, ২. রান্নার কাজে, ৩. গোসল করতে, পরিচ্ছন্নতা ও ধোয়া-মোছার কাজে, ৪. ফসল ফলাতে ৫. মৎস্য খামারে এবং কলকারখানায়ও প্রচুর পানি ব্যবহার করি।






    1. Report
  2. Question:পানি দূষণের তিনটি কারণ লেখ। 

    Answer
    পানি দূষণের তিনটি কারণ হলো-
    ১. বিভিন্ন কারখানার দূষিত পদার্থ পানিতে মিশলে
    ২. পানিতে বিভিন্ন গবাদিপশু গোসল করালে
    ৩. ময়লা কাপড়-চোপড় পানিতে ধৌত করলে।






    1. Report
  3. Question:আমরা কীভাবে পানি দূষণ রোধ করতে পারি? 

    Answer
    আমরা যেভাবে পানি দূষণ রোধ করতে পারি-
    ১. কারখানার দূষিত বর্জ্য নদীর পানিতে মিশতে না দিয়ে 
    ২. পানিতে গবাদিপশু গোসল না করিয়ে
    ৩. পুকুরের পানিতে কাপড় ধোয়ার কাজ না করে
    ৪. পানিতে ময়লা আবর্জনা না ফেলে।






    1. Report
  4. Question:আমরা কীভাবে পানির অপচয় রোধ করতে পারি? 

    Answer
    আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি। যেমন- ১. কাপড় ধোয়ার সময় পানির কল অনবরত চালু না রেখে, ২. পানির কল শুধুমাত্র প্রয়োজনের সময় খোলা রেখে, ৩.বেসিনে দাঁত ব্রাশ করার সময় কল অনবরত খুলে না রেখে, ৪. হাত-পা ধোয়ারি সময় অতিরিক্ত পানি ব্যবহার না করে।






    1. Report
  5. Question:পানির উৎস কাকে বলে? 

    Answer
    আমরা পানি পাই যেসব উৎস থেকে তাই পানির উৎস।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd