1. Question:খাদ্য তৈরিতে কে বায়ু ব্যবহার করে? বায়ুর চারটি ব্যবহার লেখ। 

    Answer
    উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। বায়ুর চারটি ব্যবহার নিম্নরূপ:
    ১. সাইকেল ও গাড়ির চাকায়।
    ২. নৌকার পাল-এ।
    ৩. শরীর ঠান্ডা করার কাজে।
    ৪. উইন্ডমিলের চাকা ঘুরাতে।






    1. Report
  2. Question:অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য কোন গ্যাসটি প্রয়োজন? উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে প্রয়োজনীয় গ্যাসটির নাম ও ২টি ব্যবহার লেখ। আলুর চিপসের প্যাকেটে কোন গ্যাসটি উপস্থিত থাকে। 

    Answer
    অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদের নিজের খাদ্য তৈরিতে প্রয়োজহনীয় গ্যাসটি হলো কার্বন-ডাই-অক্সাইড। 
    কার্বন-ডাই-অক্সাইড গ্যাসটির ২টি ব্যবহার:
    ১. আগুন নেভানোর যন্ত্রে।
    ২. সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে।
    আলুর চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাসটি উপস্থিত থাকে।






    1. Report
  3. Question:বিভিন্ন উৎস থেকে ক্ষতিকর জিনিস বায়ুতে মিশলে কী ঘটে? বায়ুতে ক্ষতিকর পদার্থ মিশে এমন ২টি উৎসের নাম লেখ। এমন ২টি উপায় লেখ যাতে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। 

    Answer
    বিভিন্ন উৎস থেকে ক্ষতিকর জিনিস বায়ুতে মিশলে বায়ু দূষণ ঘটে। বায়ুতে ক্ষতিকর পদার্থ মিশে এমন ২টি উৎসের নাম হলো:
    ১২. মোটর গাড়ির ধোঁয়া
    ২. আগুনের ধোঁয়া
    বায়ু দূষণ প্রতিরোধ করা যায় এমন ২টি উপায়:
    ১. ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে
    ২. গাড়ির কালো ধোঁয়া রোধ করে।






    1. Report
  4. Question:বেঁচে থাকার জন্য তোমার বায়ুর উপাদান অক্সিজেন প্রয়োজন। বায়ুতে এটি ছেড়ে দেয় কে? এর দুটি ব্যবহার লেখ। এর অন্য দুইটি উপাদানের নাম লেখ। 

    Answer
    যউদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়।
    এর দুটি ব্যবহার হলো-
    ১. জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন।
    ২. অক্সিজেন আগুন জ্বলতে সাহায্য করে।
    বায়ুর অন্য দুটি উপাদান হলো- কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন।






    1. Report
  5. Question:আমরা বায়ু কীভাবে ব্যবহার করি? 

    Answer
    আমাদের জীবনে বায়ুর ব্যবহার-
    অক্সিজেন : জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন মাস্কের সাহায্যে রোগী শ্বাস গ্রহণ করে। অক্সিজেন ছাড়া রান্না করা যায় না।
    কার্বন ডাইঅক্সাইড: উদ্ভিদের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন। এই গ্যাস, আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার করা হয়। সোডা জাতীয় কোমল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত করা হয়।
    নাইট্রোজেন : উদ্ভিদের বৃদ্ধির জন্য, ব্যবহৃত সারে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়।






    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd