Question:১. ক. সম্পূরক উদ্ভিদ কী? খ. বিটপ বলতে কী বোঝায়? গ. A ও B অংশের মধ্যে পার্থক্যগুলো উল্লেখ কর। ঘ. A ও B অংশের গুরুত্ব আলোচনা কর।
Answer
ক. যেসব উদ্ভিদের মূল, কান্ড ও পাতা থাকে এবং ফুল ফল ও বীজ হয় তাদেরকে 
    সপুষ্পক উদ্ভিদ বলে। 
 খ. উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কান্ড,
     পাতা, ফুল ও ফল থাকে। কান্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষমুকুল থাকে। ফুলগুলো পাতার 
     কক্ষে উৎপন্ন হয়। ফলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। আর এসব কিছুকে
     একত্রে বিটপ বলে।
 গ. চিত্রের চিহিৃত অংশ হলো কান্ড এবং চিহিৃত অংশ হলো মূল। নিচে এদের মধ্যকার পার্থক্য
     দেওয়া হলো-
     i. এটি শাখা-প্রশাখা ফুল,               i. এটি শুধুমাত্র শাখা-প্রশাখা বহন করে
        ফল, পাতা বহন করে।
     ii. এটি সাধারণত উধ্বগামী।            ii.  এটি সাাধারণত নিম্নগামী।
     iii. এতে পর্ব ও পর্বমধ্য থাকে।         iii. এতে পর্ব ও পর্বমধ্য থাকে না।
     iv. এটি সাধারণত সবুজ বর্ণের।        iv.  এটি সাধারণত বর্ণহীন।
     v. এর অগ্রভাগে শীর্ষমকুল থাকে।      v.  এর অগ্রভাগে শীর্ষমকুল থাকে না।
 
 ঘ. চিত্রে A হলো উদ্ভিদের কান্ড এবং B হলো মূল। উদ্ভিদের কান্ড ও মূলে গুরুত্ব 
     নিচে আলোচনা করা হলো-
     কান্ডের গুরুত্ব:
     i. কান্ড পাতা ফুল ও ফল এবং শাখা প্রশাখার ভার বহন করে। উদ্ভিদকে সোজা হয়ে
        থাকতে সাহায্য করে।
     ii. কান্ড শাখা-প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে হাতে সূর্যের আলোর দিকে
        তুলে ধরে যাতে সূর্যের আলো যথাযথভাবে পেতে সাহায্য করে।
     iii. পাতায় তৈরি খাদ্য কান্ডের মাধম্যে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে।
     iv. মাটি থেকে শোষিত পানি ও খনিজ লবন কান্ডের মাধ্যমে শাখা-প্রশাখা পাতা ফুল ফল
        এবং ফলে পেীছায়।
     v. শাল সেগুণ মেহগনি উত্যাদি উদ্ভিদের কান্ড থেকে মূল্যবান কাঠ পাওয়া যায়। যা দিয়ে
        আসবাবপত্র তৈরি করা হয়।
     vi. অনেক কান্ড আমাদের রান্নার কাজে মসলা হিসেবে ব্যবহৃত হয়। যেমন- আদা, হলুদ।
      মূলের গুরুত্ব:
     i. মূল উদ্ভিদকে মাটির সাথে শক্ত করে আটকে রাখে ফলে ঝড়ের বাতাসে সহজে পড়ে যায় না।
     ii. মূল মাটি থেকে পানি ও খনিজ লবন শোষণে সাহায্য করে।
     iii. খাদ্য হিসেবে আমরা বিভিন্ন ধরণের মূল খেয়ে থাকি। যেমন- মূলা শালগম গাজর ইত্যাদি।