Question: অংশীদারি কারবারের চুক্তিতে লাভ-লোকসানের অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বণ্টন হয়-
A
সমানভাবে
B
মতামতের উপর
C
অগ্রাধিকার ভিত্তিতে
D
মূলধন অনুযায়ী
Note: অংশীদারি কারবারের মূল ভিত্তি হল চুক্তি। আর চুক্তিপত্রে ব্যবসায় পরিচালনার যাবতীয় বিষয় লিপিবদ্ধ থাকে। কিন্তু চুক্তিপত্রে লাভ-ক্ষতির অনুপাত উল্লেখ না থাকলে সাধারণত সমান হারে/ভাবে লাভ-ক্ষতি বণ্টন করা হয়ে থাকে।
Question: ক ও খ সমান অংশীদার হিসাবে গ্রহণ করল। গ ১/৫ অংশের মুনাফার অংশীদার। কিন্তু তাকে ২,০০০ টাকার মুনাফার প্রতিশ্রুতি দেওয়অ হল। পুরাতন অংশীদারগণ সমান অংশীদার রইল। বছর শেষে নীট মুনাফা দাঁড়ায় ৫৫,০০০ টাকা। এক্ষেত্রে বছর শেষে ক এর মুনাফার পরিমাণ কত টাকা?
Question: ক, খ ও গ তিনজন অংশীদার। প্রত্যেক মাসের প্রথম দিনে যথাক্রমে ৬০০, ৩০০ ও ২০০ টাকা করে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ১০% হলে ক, খ ও গ এর বচরে মোট প্রদেয় সুদ কত হবে কত টাকা?
Question: A, B ও C তিনজন অংশীদার প্রতিমাসের শেষ দিনে প্রত্যেক ৩০০ টাকা করে ব্যবসা হতে উত্তোলন করলে বার্ষিক ৫% হার সুদে প্রত্যেকে মোট উত্তোলিত টাকার উপর এক বছরে কত টাকার সুদ দিতে হবে?
A
৯০ টাকা
B
৯৭.৫ টাকা
C
৮২.৫ টাকা
D
১৮০ টাকা
Note: প্রতিমাসের শেষ দিনে উত্তোলন করলে উত্তোলনের সুদ নির্ণয়ের সূত্র হল-
উত্তোলনের সুদ= মাসিক উত্তোলন x৫%x৫.৫
= ৩০০x৫%x৫.৫=৮২.৫
Question: অনিক, অনু কাব্যের মুনাফা বন্টনের অনুপাত ৩ঃ২ঃ১ এবং তাদের মুনাফার পরিমাণ ১২,০০০ টাকা। অনুকি অনুকে নূন্যতম ৩০০০ টাকা মুনাফা প্রদানের আশ্বাস দিয়েছিল। অনুর মুনাফার পরিমাণ
A
৫,০০০ টাকা
B
৪,০০০ টাকা
C
৪,৫০০ টাকা
D
৩,০০০ টাকা
Note: দেয়া আছে,
অনিক, অনু, ও কাব্যের মুনাফা বণ্টনের অনুপাত=৩ঃ২ঃ১ এবং মুনাফার পরিমাণ ১২,০০০ টাকা।
সুতরাং অনুপাতগুলো যোগফল=৩+২+১=৬
সুতরাং অনুর মুনাফার পরিমাণ=১২০০০ এর ২/৬=৪,০০০ টাকা।
Question: বছর শেষে অংশীদার ‘গ’ এর মূলধন ছিল ৳২৮,০০০। সে ঐ বছর উত্তোলন করে ৳ ১০,০০০। লভ্যাংশ বাবদ ৳ ৫,০০০ এবং মূলধনের সুদ ৳৩,০০০ পায়। তার প্রারিম্ভক মূলধন ছিল