অংশীদারি ব্যবসায়ের হিসাব
 
  1. Question: অংশীদারি কারবার গঠন কালে তাদের প্রিাথমিক সম্পত্তি বিনিয়োগ লিপিবদ্ধ হবে-

    A
    বইতে লিখিত মূল্যে

    B
    বাজার মূল্যে

    C
    ক্রয়মূল্য বাদ অবচয় ‍মূল্য

    D
    বাজার মূল্যে ও ক্রয় সমূহের গড় অংকে

    Note: অংশীদারি কারবার গঠন করার সময় তাদের প্রাথমিক সম্পত্তির বিনিয়োগ সাধারণত বইতে বাজার মূল্যে লিপিবদ্ধ করা হয়ে থাকে।
    1. Report
  2. Question: পরিবর্তনশীল মূলধনের ক্ষেত্রে স্বচ্ছল অংশীদারগণ দেউলিয়া অংশীদারদের ঘাটতি বহন করবে-

    A
    স্থির মূলধন হারে

    B
    লাভ-ক্ষতি বণ্টন হারে

    C
    পরিবর্তনশীল মূলধন হারে

    D
    মূলধনের সাথে সঞ্চিতি ও লাভ-ক্ষতি সমন্বয়ের পর মূলধন উদ্ধৃত্ত হারে

    E
    আনুপাতিক হারে

    Note: অংশীদারি ব্যবসায়ে কোন অংশীদার দেউলিয়া হলে তার ঘাটতি বহন করতে হয়। সচ্ছল অংশীদারদের। আর এ ঘাটতি তাদেরকে অনুপাতিক হারে বহন করতে হয়।
    1. Report
  3. Question: অংশীদারি কারবারে চুক্তির গুরুত্ব কীরূপ?

    A
    আংশিক প্রয়োজন

    B
    মূল ভিত্তি

    C
    প্রয়োজন নেই

    D
    রাজস্ব হিসাব

    Note: অংশীদারি কারবারের মূল ভিত্তি হলো চুক্তি
    1. Report
  4. Question: বছরের মাঝামাঝি সময়ে কোন অংশীদারী ব্যবসায়ে ৫০,০০০ টাকা ঋণ প্রদান করলে, ঋণের সুদের পরিমাণ কত হবে?

    A
    ১,৫০০০ টাকা

    B
    ৩,০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: অংশিদারি ব্যবসায়ে ঋণের উপর সুদের হার উল্লেখ না থাকলে ৬% হারে সুদ ধরতে হয়। এখানে বছরের মাঝামাঝি ঋণ প্রদান করায় ৬% হারে ৬ মাসের সুদ ধরতে হবে। সুদ=৫০,০০০x ৬%x৬/১২=১,৫০০ টাকা।
    1. Report
  5. Question: অংশীদারী কারবারে অংশীদারদের মধ্যে প্রধানতঃ কিসের ভিত্তিতে লাভ বণ্টিত হয়?

    A
    ঋণের পরিমাণ

    B
    মূলধন

    C
    মালিকানা

    D
    সম্পদের পরিমাণ

    Note: অংশীদারি কারবার অংশীদারদের মধ্যে প্রধানত মূলধন অনুপাতে লাভ-লোকসান বণ্টিত হয়্
    1. Report
  6. Question: রহিম ও করিম একটি অংশীদারী কারবারের অংশীদার। তাদের লাভ লোকসানের অনুপাত ৩ঃ ২। তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে টাকা ৮,০০,০০০ ও টাকা ৪,০০,০০০। তাদের উত্তোলন ছিল যথাক্রমে টাকা ৩৬,০০০ এবং ২৪,০০০। মূলধনের উপর ৫% হারে ও উত্তোলনের উপর ২% হারে সুদ ধরার পূর্বে লাভ টাকা ১০,৮০,০০০ হলে, রহিমের মুনাফার পরিমাণ কত?

    A
    টাকা ৬,১২,০০০

    B
    টাকা ৬৫,৪৮,০০০

    C
    টাকা ৬,১২,০০০

    D
    ৪,০৮,০০০

    Note: এখানে, মূলধনের সুদ (৮,০০,০০০+৪,০০,০০০)x5%=৬০,০০০ টাকা উত্তোলনের সুদ =(৩৬,০০০+২৪,০০০)x২%=১২,০০০ টাকা সুতরাং উত্তোলনের সুদ ও মূলধনের সুদ পরবর্তী মুনাফা =১০,৮০,০০০+১,২০০-৬০,০০০=১০,২০০০ টাকা অতএব, রহিমের মুনাফার অংশ =১০,২১২০০ টাকাx৩/৫=৬,১২,৭২০ টাকা
    1. Report
  7. Question: চুক্তির অবর্তমানে অংশীদারি কারবারে ঋনের উপর কত হারে সুদ ধার্য করতে হবে?

    A
    ৪%

    B
    ৫%

    C
    ৬%

    D
    ৭%

    Note: Not available
    1. Report
  8. Question: ক ও খ একটি ব্যবসায়ের অংশীদার। ক প্রতি মাসের ১৫ তারিখে ব্যবসা হতে ২৫০০ টাকা উত্তোলন করে। তার উত্তোলনের উপর ১১২৫ টাকা সুদ হলে, সুদের হাত কত?

    A
    ৫.৫%

    B
    ৮.৫%

    C
    ৭.৫%

    D
    ৬.৫%

    Note: Not available
    1. Report
  9. Question: কমিশন বাদ দেওয়ার পর A ও B এর ফার্মের নীট মুনাফা হয় ৩৫,০০০ টাকা। ‍উক্ত মুনাফার উপর ২% হারে কমিশন পাবে। কমিশন কত?

    A
    ৭৮৬ টাকা

    B
    ৬৮৬ টাকা

    C
    ৬৮৫ টাকা

    D
    ৬৮৮ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: অংশীদারদের উত্তোলনের উপর সুদের হার কত?

    A
    ৫%

    B
    ৭%

    C
    ৬%

    D
    শূন্য

    Note: অংশীদারি চুক্তিপত্রে অংশীদারি উত্তোলনের উপর সুদের হার বলা থাকলে সে অনুসারে সুদ ধার্য করতে হয়। অন্যথায় কোন সুদ ধরা হয় না।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd