উৎপাদন ব্যয় হিসাব
 
  1. Question: একটি হিসাবকালে নীট বিক্রয়ের পরিমাণ ৭,৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০% নীট লাভের ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালন খরচ -

    A
    ৩,১২,০০০ টাকা

    B
    ১,১৭,০০০ টাকা

    C
    ১,৯৫,০০০ টাকা

    D
    ৫,০৭,০০০ টাকা

    E
    ৪,২৯,০০০ টাকা

    Note: দেয়া আছে, নীট বিক্রয়=৭,৮০,০০০ টাকা মোট লাভের হার=৪০% এবং নীট লাভের ২৫% সুতরাং মোট লাভ=৭,৮০,০০০x৪০%=৩,১২,০০০ টাকা নীট লাভ=৭,৮০,০০০x২৫%=১,৯৫০০০ টাকা সুতরাং পরিচালণ খরচ= মোট লাভ-নীট লাভ =(৩,১২,০০০-১,৯৫,০০০)=১,১৭,০০০ টাকা অন্য কোন খরচ এবং আয় না থকার কারণে, মোট লাভ থেকে পরিচালন খরচ বিয়োগ করে নীট লাভ পাওয়া যায়। এখানে, তাই মোট লাভ থেকে নীট লাভ বিয়োগ করে পরিচালন ব্যয় বের করা হয়েছে।
    1. Report
  2. Question: একটি পণ্য প্রস্তুকারী কোম্পানির একটি হিসাবকালে ৬,০০,০০০টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যার মধ্যে ৪,০০,০০০ টাকা মাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ মালামাল হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন ও বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবিচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পানিটি কারখানা উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদনে চার্জ করেছে?

    A
    ৩,৫০,০০০ টাকা

    B
    ৩,১০,০০০ টাকা

    C
    ৩,৭০,০০০ টাকা

    D
    ২,৮০,০০০ টাকা

    E
    ৩,৩০,০০০ টাকা

    Note: জানা আছে, কারখানা উপরি ব্যয় =পরোক্ষ কাঁচামাল+পরোক্ষ শ্রম+অন্যান্য পরোক্ষ খরচ। এখানে, কারখানা উপরি ব্যয=পরোক্ষ মালামাল+কারখানা ব্যবস্থপকের বেতন+অন্যান্য কারখানা খরচ (অবচিহিসহ) (৫০,০০০+৫০,০০০+২৫০,০০০) টাকা=৩,৫০,০০০ টাকা।
    1. Report
  3. Question: কোনটি মুনাফার শতকরা হার বাড়ায়?

    A
    ক্রয়ের পরিমাণ বৃদ্ধি

    B
    খরচের হ্রাস

    C
    গ্রাহকের দীর্ঘকালীণ ধার প্রদান

    D
    বিক্রয়মূল্য বৃদ্ধিকরণ

    E
    পণ্যের ক্রয়মূল্য বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  4. Question: একটি হিসাবকালে নীট বিক্রয়ের পরিমাণ ৭,৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০% নীট লাভের ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালন খরচ -

    A
    ৩,১২,০০০ টাকা

    B
    ১,১৭,০০০ টাকা

    C
    ১,৯৫,০০০ টাকা

    D
    ৫,০৭,০০০ টাকা

    E
    ৪,২৯,০০০ টাকা

    Note: দেয়া আছে, নীট বিক্রয়=৭,৮০,০০০ টাকা মোট লাভের হার=৪০% এবং নীট লাভের ২৫% সুতরাং মোট লাভ=৭,৮০,০০০x৪০%=৩,১২,০০০ টাকা নীট লাভ=৭,৮০,০০০x২৫%=১,৯৫০০০ টাকা সুতরাং পরিচালণ খরচ= মোট লাভ-নীট লাভ =(৩,১২,০০০-১,৯৫,০০০)=১,১৭,০০০ টাকা অন্য কোন খরচ এবং আয় না থকার কারণে, মোট লাভ থেকে পরিচালন খরচ বিয়োগ করে নীট লাভ পাওয়া যায়। এখানে, তাই মোট লাভ থেকে নীট লাভ বিয়োগ করে পরিচালন ব্যয় বের করা হয়েছে।
    1. Report
  5. Question: একটি কোম্পানি কালীন মজুদ পদ্ধতি অনুসরণ করে এবং তার ক্রয়-বিক্রয়ের জন্য কোনো ফেরৎ বা বাট্টা দেয় অথবা তাতে জড়িত নয়। কোন পরিস্থিতিতে ক্রয় বিক্রীত পণ্যের ব্যয়ের সমান হয়?

    A
    প্রারম্ভিক মজুদ পণ্য শূণ্য

    B
    সমাপনী মজুদ পণ্য শূণ্য

    C
    বিক্রয় প্রত্যাশার চেয়ে কম

    D
    প্রারম্ভিক মজুদ পণ্য সমান সমাপনী মজুদ পণ্য

    E
    সমাপনী মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য থেকে বেশি

    Note: কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতিতে, পন্য ক্রয় করলে তা খরচ হিসাবে গণ্য করা হয় এবং ক্রয়কে ডেবিট করা হয়। আমরা জানি, বিক্রীত পণ্যের ব্যয়=প্রারম্ভিক মজুদ+নীট ক্রয়-সমাপনী মজুদ। অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য এবং সমাপনী মজুদ পণ্য সমান হলে ক্রয় এবং বিক্রীত পণ্যের ব্যয় সমান হয়।
    1. Report
  6. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রারম্ভিক মজুদ ২৩,০০০ টাকা, সমাপনূ মজুদ ২৭,০০০ টাকা, বচরের বিক্রয় ১,৬০,০০০ টাকা এবং ক্রয় মূল্যের উপর ২৫% লাভ ধরে পন্য বিক্রয় হয়। বছরের ক্রয় কত টাকা?

    A
    ১,২০,০০০ টাকা

    B
    ১,২৪, ০০০ টাকা

    C
    ১,২৮, ০০০ টাকা

    D
    ১,৩০,০০০ টাকা

    E
    ১,৩২,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: যদি প্রারম্ভিক মজুদ ৬০,০০০ টাকা, সারা বৎসরের ক্রয় ৩০০,০০০ টাকা, অন্তমুর্খী পরিবহণ খরচ ৬,০০০ টাকা, বহিমুর্খী ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৬,০০০ টাকা, বহির্মুখী ১০,০০০ টাকা, ক্রয় ফেরত ও ভাতা ৮,০০০ টাকা, সরবরাহের সমাপনী সমাপনী মজুদ ৫,০০০ টাকা এবং পণ্যের সমাপনী মজুদ ৫০,০০০ টাকা হয় তবে বিক্রীত পণ্যের খরচ হবে-

    A
    ২৯৮,০০০ টাকা

    B
    ৩১৮,০০০ টাকা

    C
    ৩১৩,০০০ টাকা

    D
    ৩০৮,০০০ টাকা

    E
    ২৯৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: যে সকল ব্যয় উৎপাদনের সাথে পরিবর্তনশীল, তাদেরকে বলা হয়-

    A
    পরিবর্তনশীল ব্যয়

    B
    স্থির/স্থায়ী ব্যয়

    C
    কাঁচামাল বয়

    D
    উৎপাদন ব্যয়

    E
    একক ব্যয়

    Note: Not available
    1. Report
  9. Question: সংগবার্ড কোম্পানির বিক্রয় টাকা ১,৫০,০০০ এবং বিক্রয়যোগ্য পণ্যের ক্রয়মূল্য টাকা ১,৩৫,০০০ টাকা। যদি মোট মুনাফার হার ৩০%, তবে সমাপ্তি মজুদ পণ্যের পরিমান কত?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ৩০,০০০ টাকা

    C
    ৪৫,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: দেয়া আছে, বিক্রয় ১,৫০,০০০ টাকা ও মোট মুনাফার হার ৩০% সুতরাং মোট মুনাফা=(১,৫০,০০০x৩০%)=৪৫,০০০ টাকা। প্রশ্নটির প্রদত্ত তথ্যের ভিত্তিতে, সমাপনী মজুদ পন্যের পরিমাণ=বিক্রয়যোগ্য পন্যের মূল্য+মুনাফা-বিক্রয় =(১,৩৫০০০+৪৫,০০০-১,৫০,০০০) =(১,৮০,০০০-১,৫০,০০০) =৩০,০০০ টাকা।
    1. Report
  10. Question: ১০ ইউনিট এর উৎপাদন ব্যয় ২০০ টাকা। যদি কোম্পানি বিক্রয় মূল্যের উপর ২০% মুনাফার আশা করে তা হলে প্রতি ইউনিট এর বিক্রয়মূল্য কত হবে?

    A
    ২৫ টাকা

    B
    ৩০ টাকা

    C
    ১৫ টাকা

    D
    ২৬.৫০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd