হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের তথ্যর ভিত্তিতে মূখ্য ব্যয় নির্ণয় কর: কাঁচামাল ক্রয় ৬৬,০০০ টাকা; প্রত্যক্ষ মজুরি ৫২,৫০০ টাকা; অন্যান্য প্রত্যক্ষ ব্যয় ৩,০০০ টাকা; বহিঃপরিবহন ৫,০০০ টাকা ও সুপারভাইজারের বেতন ৭,০০০ টাকা।

    A
    ১,১৮,৫০০ টাকা

    B
    ১,২১,৫০০ টাকা

    C
    ৬৬,০০০ টাকা

    D
    ১,৩৩,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: কোন নীতি/রীতি অনুযায়ী ১০ বছর কার্যকাল সম্পন্ন একটি কলমদানি আমরা ক্রয়ের সময়ই খরচ হিসাবে লিপিবদ্ধ করে থাকে?

    A
    Materiality

    B
    Going concern

    C
    Reliability

    D
    Business entity

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?

    A
    এয়ারওয়ে বিল

    B
    বিল অব ল্যাডিং

    C
    ট্রাক রিসিপ্ট

    D
    মানিগ্রাম

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোনটি হস্তান্তরযোগ্য দলিল নয়?

    A
    এয়ারওয়ে বিল

    B
    বিল অব ল্যাডিং

    C
    ট্রাক রিসিপ্ট

    D
    মানিগ্রাম

    Note: Not available
    1. Report
  5. Question: বকেয়া বেতন হিসাববিজ্ঞানের কোন নীতি অনুসরণে জাবেদায় অন্তর্ভুক্ত করা হয়?

    A
    রক্ষণশীলতা নীতি

    B
    আদায়করণ নীতি

    C
    বকেয়া নীতি

    D
    ক্রয়মূল্য নীতি

    Note: Not available
    1. Report
  6. Question: x কোম্পানি ২০০৮ সালের ১লা জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকায় একটি মিশন ক্রয় করে যার প্রতিস্থাপন ব্যয় ছিল ৫,০০০ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১২.৫% হারে অবচয় ধার্য করে। ২০১১ সালের ১লা জুলাই তারিখে কোম্পানি মেশিনটি ৪০,০০০ টাকায় বিক্রি করে। মেশিন বিক্রয়ে কোম্পানির লাভ বা ক্ষতি হলো?

    A
    লাভ ২.১০৯

    B
    ক্ষতি ২,১০৯

    C
    লাভ ৬,৫০৪ টাকা

    D
    ক্ষতি ২,২০৯ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: একটি পণ্যের কাঁচামালের ব্যয় ১০০ টাকা এবং মজুরি ৪০ টাকা। কারখানা উপরিখরচ কাঁচামাল এবং মজুরির ২৫%, বিক্রয় ও প্রশাসনিক উপরিখরচ উৎপাদন খরচের ১০%। যদি বিক্রয়মূল্য ২০০ টাকা হয় তাহলে লাভ ক্ষতির পরিমাণ কত?

    A
    লাভ ১৫.০০ টাকা

    B
    ক্ষতি ১৫.০০ টাকা

    C
    লাভ ৭.৫০ টাকা

    D
    ক্ষতি ২২.৫০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: x কোম্পানি ২০০৮ সালের ১লা জানুয়ারি তারিখে ৫০,০০০ টাকায় একটি মিশন ক্রয় করে যার প্রতিস্থাপন ব্যয় ছিল ৫,০০০ টাকা। কোম্পানি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ১২.৫% হারে অবচয় ধার্য করে। ২০১১ সালের ১লা জুলাই তারিখে কোম্পানি মেশিনটি ৪০,০০০ টাকায় বিক্রি করে। মেশিন বিক্রয়ে কোম্পানির লাভ বা ক্ষতি হলো?

    A
    লাভ ২.১০৯

    B
    ক্ষতি ২,১০৯

    C
    লাভ ৬,৫০৪ টাকা

    D
    ক্ষতি ২,২০৯ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটি সর্বদা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়?

    A
    বিজ্ঞাপন ব্যয়

    B
    প্রতিস্থাপন ব্যয়

    C
    উৎপাদন ব্যয়

    D
    বীমা সেলামি

    Note: Not available
    1. Report
  10. Question: ৮৮,০০০ টাকায় ক্রয়কৃত একটি মেশিনের প্রত্যাশিত আয়ুস্কাল ৭ বছর এবং উক্ত সময় পরে ভগ্নাবিশেষ মূল্য হিসেবে ৪,০০০ টাকা পাওয়া যাবে। ক্রমহ্রাসমানে জের পদ্ধতিতে অবচয় হিসাব করলে প্রাক্কলিত অবচয়ের হার কত হতে পারে?

    A
    ২৫.০০%

    B
    ২৮.৫৭%

    C
    ৩০.৩৩%

    D
    ৩৪.৩৫%

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd