হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ২০১০ সালে কিবরিয়া কোম্পানি লিঃ এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা। কিবরিয়া লিঃ এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?

    A
    ৬.৩০ টাকা

    B
    ৫.০০ টাকা

    C
    ৭.৬৩ টাকা

    D
    ৬.০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: বনরূপা ট্রেডার্স ২৭০০০ টাকায় একখন্ড জমি ক্রয় করল। রেজিষ্ট্রেশন খরচ ১,৪০০ টাকা। জমি হতে একটি পুরাতন বিল্ডিং অপসারণ ব্যয় ১২,২০০ টাকা। জমির মূল্য কত টাকা রেকর্ড করবে?

    A
    ৩৭,৮০০ টাকা

    B
    ১৬,২০০ টাকা

    C
    ২৭,০০০ টাকা

    D
    ৪০,৬০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: ২০১০ সালে মল্লিক কোং এর বিক্রয় ৩,৭৬০০ টাকা, মোট লাভ ১,৭৬০০০ টাকা, পরিচালন ব্যয় ৬৬,০০০ টাকা, নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ ২০,০০০ টাকা। করের হার ৩০% হলে আয়করের পরিমাণ কত?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ৫২,৮০০ টাকা

    C
    ১,১২,৮০০ টাকা

    D
    ২৭,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: মীনা ও টিনার মূলধনের পরিমাণ যথাক্রমে ২,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা। টিনা তার মূলধনের ১/৫ অংশ রীনা নিকট ৬০,০০০ টাকায় বিক্রয়ের সিদ্ধান্ত নিলে রীনাকে সুনাম বাবদ কত টাকা দিতে হবে?

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৬০,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ১০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোনটি আর্থিক বিবরণীর অন্তর্ভুক্ত নয়?

    A
    লাভ-ক্ষতি হিসাব

    B
    উদ্ধর্তপত্র

    C
    রেওয়ামিল

    D
    লাভ-ক্ষতি বণ্টন হিসাব

    Note: Not available
    1. Report
  6. Question: যখন মালিক তাঁর ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন করে তখন হিসাব সমীকরণে কি প্রভাব সৃষ্টি করে?

    A
    সম্পদ ও মালিকানা স্বত্ব উভয়ই বৃদ্ধি পায়

    B
    সম্পদ ও মালিকানা স্বত উভয়ই হ্রাস পায়

    C
    সম্পদ দায় উভয়ই বৃদ্ধি পায়

    D
    মালিকানা স্বত্ব একই সাথে বৃদ্ধি ও হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  7. Question: দেয় বিল হিসাবে ডেবিট ২০,০০০ টাকা, ক্রেডিট ২৫,০০০ টাকা ও সমাপনী জের ১০,০০০ টাকা। প্রারম্ভিক জের কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১০,০০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা

    D
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ২০০৯ সালে ৮ বছরের জন্য ৫০,০০০ টাকা বিনিয়োগ করা হলো। বিনিয়োগের উপর সুদের হার ১২%। ৩১শে ডিসেম্বর বকেয়া সুদ আয় বাবদ ৩,৫০০ টাকার সমন্বয় দাখিলা প্রদান করা হয়। সারা বছর ধরে কোন নগদ সুদ প্রাপ্তি ছিল না। বিনিয়োগটির তারিখ ছিল?

    A
    ১লা আগষ্ট

    B
    ১লা মে

    C
    ১লা জুন

    D
    ১লা জুলাই

    Note: Not available
    1. Report
  9. Question: একটি কোম্পানির ব্যাংক জমা ১৯৫১.২০ টাকা। নগদান বহির জের ১৮৬৯.৬০ টাকা, পরিবনাধীন জমা ২৭১.২০ টাকা, বকেয়া চেক ৪২৭.৮০, NSF চেক ৬১.২০ টাকা, এবং সার্ভিস চার্জ ১৩,৮০ টাকা। সঠিক নগদান জেরা কত?

    A
    ১৭৯৪.৬০ টাকা

    B
    ১৭১৯.৬০ টাকা

    C
    ১৬৩৮.০০ টাকা

    D
    ১৭১৩.০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি লেনদেন সম্পত্তি ও দায় উভয়কেই ২০,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করলে লেনদেনটি কি হতে পারে?

    A
    নগদ ক্রয়

    B
    আগুনে সম্পত্তি নষ্ট

    C
    রহিমের নিকট থেকে পণ্য ক্রয়

    D
    নগদ টাকায় ফার্নিচার ক্রয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd