হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রন বলা হয়?

    A
    বন্ড

    B
    অগ্রাধিকার শেয়ার

    C
    সাধারণ শেয়ার

    D
    ডিবেঞ্চার

    Note: Not available
    1. Report
  2. Question: ইংরেজি Journal শব্দটি ফারসি Jour শব্দ হতে উদ্ভুত। Jour শব্দের অর্থ হচ্ছে-

    A
    অর্থ

    B
    হিসাব

    C
    দিন

    D
    লেনদেন

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি ভূয়া সম্পত্তি?

    A
    সুনাম

    B
    মজুদ পণ্য

    C
    ট্রেডমার্ক

    D
    লাভ ক্ষতি হিসাবের ডেবিট ব্যালেন্স

    Note: Not available
    1. Report
  4. Question: আর্থিক বিবরণীতে কয়টি বিবরণী অন্তর্ভুক্ত?

    A
    পাঁচ

    B
    চার

    C
    তিন

    D
    দুই

    Note: Not available
    1. Report
  5. Question: যদি কোন হিসাবকালের শেষ কর্মদিবসে কোন কর্মচারী ৩,০০০ টাকা অর্জন করে তবে সঠিক সমন্বয় দাখিলা কি হবে?

    A
    খরচ ডে: এবং দায় ক্রেডিট

    B
    খরচ ডেবিট এবং সম্পদ ক্রেডিট

    C
    দায় ডেবিট এবং সম্পদ ক্রেডিট

    D
    দায় ডেবিট এবং খরচ ক্রেডিট

    Note: Not available
    1. Report
  6. Question: যদি বাকিতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত?

    A
    ৩,০০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: প্রারম্ভিক দেনাদার ৫,০০০ টাকা; সমপনী দেনাদার ১০,০০০ টাকা। কুঋণ সঞ্চিতি ৫০০ টাকা, ৫% নতুন কুঋণ সঞ্চিতি হলে, কুঋণ সঞ্চিতি হিসাবে আসবে কত?

    A
    ৫০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ১,২৫০ টাকা

    D
    ১,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: এক মাসের নীট বিক্রয় ৮,০০,০০০ টাকা। ধরা হচ্ছে অনাদায়ী দেনা নীট বিক্রয়ের ১.৫% হবে। যদি সমন্বয়ের আগে কু-ঋণ সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ১৫,০০০ টাকা হয় তাহলে সমন্বয়ের পর ঐ হিসাবের ব্যালেন্স কত হবে?

    A
    ১৫,০০০ টাকা

    B
    ২৭,০০০ টাকা

    C
    ২৩,০০০ টাকা

    D
    ৩৩,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: এবিসি কোম্পানি রৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরে সমপত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ব কত হবে?

    A
    ৬,৩০,০০০/-

    B
    ৪,৩০,০০০/-

    C
    ৫,২০,০০০/-

    D
    ৫,৩০,০০০/-

    Note: Not available
    1. Report
  10. Question: বছরের শুরুতে একটি প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ৮,২০,০০০ টাকা এবং দায় ২,৫০,০০০ টাকা ছিল। যদি ঐ সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং দায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বছর শেষে মালিকের মূলধন হবে-

    A
    ৬,৪০,০০০ টাকা

    B
    ২,৩০,০০০ টাকা

    C
    ৮,০০,০০০ টাকা

    D
    ৫,৭০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd