হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: হিসাববিজ্ঞানের মূল উপাদান কোনটি?

    A
    হিসাব সমীকরণ

    B
    জাবেদা

    C
    লেনদেন

    D
    খতিয়ান

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি উদ্ধর্তপত্রের উদ্দেশ্য নয়-

    A
    মোট অগ্রিম খরচের পরিমাণ দেখানো

    B
    মোট দেনার পরিমাণ দেখানো

    C
    মূলধন ও তার প্রকৃতি দেখানো

    D
    আয় ও ব্যয় সম্পর্কে তথ্য প্রদান

    Note: Not available
    1. Report
  3. Question: অনুপার্জিত আয়, হিসাব সমীকরণকে যেভাবে প্রভাবিত করে-

    A
    সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি

    B
    সম্পত্তি বৃদ্ধি ও দায় বৃদ্ধি

    C
    সম্পত্তি বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    D
    দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ব বৃদ্ধি

    Note: Not available
    1. Report
  4. Question: অবচয় হিসাবের সমন্বয় জাবেদা করা না হলে কম দেখানো হবে যেটি-

    A
    নীট মুনাফা

    B
    মালিকানা স্বত্ব

    C
    মোট ব্যয়

    D
    মোট সম্পদ

    Note: Not available
    1. Report
  5. Question: অগ্রীম খরচ সমন্বয় করার জন্য ক্রেডিট করা হয় কোন হিসাবকে?

    A
    সম্পদ হিসাব

    B
    ব্যয় হিসাব

    C
    দায় হিসাব

    D
    মালিকানা স্বত্ব

    Note: Not available
    1. Report
  6. Question: বিক্রয় ফেরত কোন শ্রেণীর হিসাব?

    A
    নামিক হিসাব

    B
    সম্পত্তিবাচক হিসাব

    C
    ব্যাক্তিবাচক হিসাব

    D
    কোনটিই না

    Note: Not available
    1. Report
  7. Question: ব্যাংক জমাকৃত অর্থের অতিরিক্ত উত্তোলনের যে সুযোগ প্রদান করে তা হলো-

    A
    ক্যাশ ক্রেডিট

    B
    বহিঃলেনদেন

    C
    ওভারড্রাফট

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: যন্ত্রপাতির অবচয় একটি-

    A
    নগদ লেনদেন

    B
    বহিঃলেনদেন

    C
    বাকী লেনদেন

    D
    আন্তঃলেনদেন

    Note: Not available
    1. Report
  9. Question: নগদান বই-

    A
    সব অবস্থায় ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে

    B
    সব অবস্থায় ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করে

    C
    কারবারের আর্থিক অবস্থা প্রকাশ করে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: রাজস্ব খরচকে ভুলক্রমে মূলধনী খরচ হিসাবে হিসাবভুক্ত করা হয়েছৈ। ভুল সংশোধনের পর হিসাবের ক্ষেত্রে উহার প্রভাব কি হবে?

    A
    নীট মুনাফা কমবে, নীট ম্পদ কমবে

    B
    নীট মুনাফা কমবে, নঠি সম্পদ বাড়বে

    C
    নীট মুনাফা বাড়বে, নীট সম্পদ কমবে

    D
    নীট মুনাফা বাড়বে, নীট সম্পদ বাড়বে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd