হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: রবিনের কাছ থেকে প্রাপ্ট টাকা পিটারের হিসাব ক্রেডিট করা হলে, কী ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    নীতির ভুল

    E
    লেখার ভুল

    Note: Not available
    1. Report
  2. Question: শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়া হলে:

    A
    সম্পত্তি বাড়বে এবং দায় কমবে

    B
    সম্পত্তি কমবে এবং দায় বাড়বে

    C
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে

    D
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব বাড়বে

    E
    শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না

    Note: Not available
    1. Report
  3. Question: একটি পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক হিসাবকালে একের বেশিবার ক্রয় করা সাপেক্ষে দাম বৃদ্ধির পরিস্থিতিতে মজুদ পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি অবলম্বন করলে মজুদ পণ্যের মূল্য বেশি দেখাবে?

    A
    লিফো

    B
    ফিফো

    C
    সাধরণ গড়

    D
    ভারযুক্ত গড়

    E
    চলমান গড়

    Note: Not available
    1. Report
  4. Question: কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে এমন পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে কোন হিসাবটি পাওয়া যাবে না?

    A
    বিক্রয়-বাট্টা হিসাব

    B
    ক্রয় হিসাব

    C
    বিক্রিত পন্যের হিসাব

    D
    প্রারম্ভিক মজুদ হিসাব

    E
    আন্তঃপরিবহন খরচ হিসাব

    Note: Not available
    1. Report
  5. Question: একটি হিসাবকালে নীট বিক্রয়ের পরিমাণ ৭৮,০০০ টাকা, মোট লাভের হার ৪০%, নীট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালের ব্যবসায়ের পরিচালণ খরচ কত?

    A
    ৩,১২,০০০ টাকা

    B
    ১,১৭,০০০ টাকা

    C
    ১,৯৫,০০০ টাকা

    D
    ৫,০৭,০০০ টাকা

    E
    ৪,৯৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসাবে সরাসরি জমা’কে-

    A
    নগদান বহিতে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    B
    ব্যাংকের পাসবহি অনুসারে ব্যাংকের জের হতে বাদ দিতে হবে

    C
    নগদান বহির ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

    D
    ব্যাংকের পাসবই অনুসারে ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে

    E
    কোন সমন্বয়ের দরকার নেই

    Note: Not available
    1. Report
  7. Question: লিপিবদ্ধকরণের দৃষ্টিকোণ হতে ‘জাবেদা’ খতিয়ান’ এর মধ্যে সম্পর্ক কী?

    A
    একটি আর একটির সাথে সম্পর্কযুক্ত

    B
    একেবারেই সম্পর্কযুক্ত নয়

    C
    খতিয়ানে লিপিবদ্ধকরণের উৎস হল জাবেদা

    D
    দুইটির প্রত্যেকটিই জের দেখায়

    E
    দুইটির প্রত্যেকটিই আর্থিক বিবরণী প্রস্তুতের উৎস

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ১২,০০,০০০ টাকা, সমাপনী দিনে দায়ের পরিমাণ ২,০০,০০০ টাকা বেড়ে মোট ৯,০০,০০০ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা স্বত্বের পরিমাণ হল ৮,০০,০০০ টাকা। যদি ব্যবসাটি উক্ত হিসাবকালে ২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে থাকে এবং মালিক নতুন করে ১,৭৫,০০০ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত?

    A
    শুন্য

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ১,৫০,০০০ টাকা

    D
    ২৫,০০০ টাকা

    E
    ১,২৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: চলতি নয় এমন সম্পত্তির উপর বাৎসরিক অবচিতি ধার্য করার ভিত্তিমূল্য

    A
    সম্পত্তির ক্রয়মূল্য

    B
    সম্পত্তির পুনঃস্থাপন মূল্য

    C
    সম্পত্তির আদায়যোগ্য মূল্য

    D
    সম্পত্তি কেনার সময় পরিশোধিত অথবা পরিশোধের জন্য দায়ের পরিমাণ

    E
    সম্পত্তিটি যে উদ্দেশ্যে কেনা হয়েছে তার জন্য মোট ত্যাগকৃত সম্পদ

    Note: Not available
    1. Report
  10. Question: একটি পন্য প্রস্তুতকারী কোম্পানির একটি হিসাবকালে ৬,০০,০০০ টাকা মূল্যের মালামাল ক্রয় করে, যাার মধ্যে ৪,০০,০০০ টাকার মালামাল প্রত্যক্ষ কাঁচামাল হিসেবে ৫০,০০০ টাকার মালামাল পরোক্ষ হিসাবে উৎপাদনে ব্যবহার করে। কোম্পানি ৩,০০,০০০ টাকা প্রত্যক্ষ মজুরি, কারখানার ব্যবস্থাপকের ৫০,০০০ টাকা বেতন ও বিক্রয় ব্যবস্থাপকের ২০,০০০ টাকা বেতন প্রদান করে। অন্যান্য কারখানা খরচ ৪০,০০০ টাকা অবচিতিসহ মোট ২,৫০,০০০ টাকা। কোম্পানিটি কারখানা উপরিব্যয় হিসাবে কত টাকা উৎপাদন চার্জ করেছে?

    A
    ৩,৫০,০০০ টাকা

    B
    ৩,১০,০০০ টাকা

    C
    ৩,৭০,০০০ টাকা

    D
    ২,৮০,০০০ টাকা

    E
    ৩,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd