হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোন নীতি অনুসারে সমন্বয় জাবেদা করা হয়?

    A
    মিলকরণ নীতির জন

    B
    সামঞ্জস্য নীতির জন্য

    C
    ব্যয় নীতির জন্য

    D
    রক্ষণশীলতা নীতির জন্য

    E
    গুরুত্ব নীতির জন্য

    Note: Not available
    1. Report
  2. Question: ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকা:

    A
    ৪০,০০০ বেড়েছে

    B
    ১,৪০,০০০ কমেছে

    C
    ৪০,০০০ কমেছে

    D
    ১,৪০,০০০ বেড়েছে

    E
    অপরিবর্তিত হয়েছে

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয়?

    A
    প্রত্যক্ষ কাঁচামাল

    B
    পরোক্ষা কাঁচামাল

    C
    পণ্য বিতরণে নিয়োজিত মোটরযানের অবচয়

    D
    প্রতক্ষ মজুরি

    E
    মেশিন অপারেটরের বেতন

    Note: Not available
    1. Report
  4. Question: নিম্নের কোনটি সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ?

    A
    চিহ্নিতকরণ

    B
    বিশ্লেষণ

    C
    জাবেদা লিখন

    D
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    E
    খতিয়ানভুক্তকরণ

    Note: Not available
    1. Report
  5. Question: নিম্নের কোনটি সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ?

    A
    চিহ্নিতকরণ

    B
    বিশ্লেষণ

    C
    জাবেদা লিখণ

    D
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    E
    খতিয়ানভুক্ত করণ

    Note: Not available
    1. Report
  6. Question: অবচয় সঞ্চিতি হচ্ছে:

    A
    একটি কন্ট্রা-সম্পদ হিসাব

    B
    একটি খরচ হিসাব

    C
    একটি মালিকানা স্বত্ব হিসাব

    D
    একটি সম্পদ হিসাব

    E
    একটি দায় হিসাব

    Note: Not available
    1. Report
  7. Question: একটি ব্যবসায় প্রতিষ্ঠান ২/১০, n/৩০ শর্তে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করে। ১,০০০ টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়, তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত?

    A
    ১২০

    B
    ১০০

    C
    ৬০০

    D
    ৫০০

    E
    ১,৮০০

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নলিখিত তথ্যসমূহ হতে মোট বিক্রয় ও নিট মুনাফা কত টাকা হবে তা নির্ণয় কর: বিক্রিত পণ্যের ব্যয় ৮৩,৯০০ টাকা, মোট মুনাফা ৭৯,৬০০ টাকা এবং পরিচালনা খরচ ৩৯,৫০০ টাকা।

    A
    ৫৩,৩০০ ও ৪৩,৮০০০

    B
    ১,২০,০০০ ও ৯০,০০০

    C
    ১,৩৬,৫০০ ও ১,৪২,২০০

    D
    ১,৬৩,৫০০ ও ৪০,১০০

    E
    ১,৬৩,৫০০ ও ১,২৪,০০০

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?

    A
    লাভ ও লোকসানসমূহ

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    আয়কর খরচ

    D
    বিক্রয় বাট্টা

    E
    অপরিচালন খাত হতে আয়

    Note: Not available
    1. Report
  10. Question: নিম্নের কোনটি অলীক সম্পত্তি?

    A
    সুনাম

    B
    ব্যবসায় চিহ্ন

    C
    প্রাথমিক খরচ

    D
    লাইসেন্সিং

    E
    কপিরাইট

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd