হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি উৎপাদন পন্যের ব্যয় নয়?

    A
    কারখানা সুপারভাইজার এর বেতন

    B
    বিজ্ঞাপন ব্যয়

    C
    কারখানা যন্ত্রপাতির অবচয়

    D
    মজুরি

    E
    কাঁচামাল আমদানির শুল্ক

    Note: Not available
    1. Report
  2. Question: বিক্রিত পন্যের ক্রয় মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের উপর ২০% হারে লাভ থাকলে পন্যের বিক্রয়মূল্য কত?

    A
    ২০,১৬০ টাকা

    B
    ১৩,৬০০ টাকা

    C
    ২১,০০০ টাকা

    D
    ২১,১৬০ টাকা

    E
    ২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: রাজস্ব বলতে বুঝায়?

    A
    নগদানের অন্তঃপ্রবাহ

    B
    সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্ ভাবে নগদানে নহে

    C
    সম্পদের অন্তঃপ্রবাহ

    D
    সম্পদের অন্তঃপ্রবাহ, কিন্তু অপরিহার্ ভাবে নগদোনে

    E
    ক্রেতাগণকে পন্য অথবা সেবা প্রদানের বিনিময়ে সম্পদের অন্তঃপ্রবাহ কিন্তু অপরিহার্ ভাবে নগদান নহে

    Note: Not available
    1. Report
  4. Question: একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নোক্ত হিসাবগুলো অন্তর্ক্ত আছে-দেনাদার ২৫,০০০ টাকা, অগ্রিম প্রদান ১০,০০০ টাকা ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা, পাওনাদার ৮,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা, সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকরী মূলধন কত?

    A
    ৪২,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৩০,০০০ টাকা

    E
    ২৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: এনাম এর কাছে প্রদেয় টাকা হারুন এর হিসাবে ডেবিট করা হলে, এটা কি ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    লেখার ভুল

    E
    নীতির ভুল

    Note: Not available
    1. Report
  6. Question: নগদ প্রবাহ বিবরণী তৈরির প্রধান কারণ কোনটি?

    A
    প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য

    B
    প্রতিষ্ঠানের লাভ-লোকসান জানার জন্য

    C
    নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য

    D
    নগদের উৎস এবং ব্যবহার দেখানোর জন্য

    E
    উদ্ধৃত্তপত্রে নগদের পরিমাণ জানার জন্য

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোন হিসাব সেট এর সাধারণত ক্রেডিট উদ্বৃত্ত থাকে-

    A
    আয়, মূলধন, সম্পদ

    B
    দায়, মূলধন, ব্যয়

    C
    আয়, দায়, মূলধন

    D
    সম্পদ, মালিকের উত্তোলন, খরচ

    E
    বিক্রয়, মালিকের উত্তোলন, বাট্টা

    Note: Not available
    1. Report
  8. Question: যখন নীট ক্ষতি হয়, আয় বিবরণী-

    A
    ডেবিট এবং মূলধন ক্রেডিট

    B
    ক্রেডিট এবং মূলধন ডেবিট

    C
    ডেবিট এবং উত্তোরন ক্রেডিট

    D
    ক্রেডিট এবং অবণ্টিত আয় ডেবিট

    E
    ক্রেডিট এবং উত্তোলন ক্রেডিট

    Note: Not available
    1. Report
  9. Question: নিচের কোনটি চলতি দায় নয়?

    A
    প্রদেয় মজুরি

    B
    স্বল্পমেয়াদি ঋণ

    C
    প্রদেয় কর

    D
    প্রদেয় বন্ড

    E
    বিবিধ পাওনাদার

    Note: Not available
    1. Report
  10. Question: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ‘প্রক্রিয়াজাত মজুত’ হিসাবের ডেবিটে লিখিত ব্যয় গুলি হল:

    A
    ব্যবহৃত উৎপাদনকারী প্রতিষ্ঠানের মজুরি ও উৎপাদন উপরি খরচ

    B
    ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও প্রত্যক্ষ খরচ

    C
    তৈরি পন্যের উৎপাদন ব্যয়

    D
    কালীন ব্যয় ও উৎপাদন ব্যয়

    E
    এই হিসাবে ডেবিটে লিখিত ব্যয়গুলি কোম্পানি কর্তৃক তৈরি পন্যের বিশিস্টতার উপর নির্ভর করে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd