হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত-

    A
    নগদ লভ্যাংশ/নীট মুনাফা

    B
    নীট ‍মুনাফা/নীট বিক্রয়

    C
    নীট বিক্রয়/গড় সম্পদ

    D
    মোট ঋণ/মোট সম্পদ

    E
    নীট আয়/গড় সম্পদ

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোন ধারণা বা নীতি বার্ষিক অবচয় ধার্যকে বর্ণনা করে-

    A
    চলমান ধারণা নীতি

    B
    পূর্ন প্রকাশ নীতি

    C
    মিলকরণ নীতি

    D
    সমাঞ্জস্যপূর্ণ নীতি

    E
    তুলনা যোগ্যতা নীতি

    Note: Not available
    1. Report
  3. Question: একটি মজুদ পন্যের ক্যয় মূল্য ১,২৫০ টাকা ও বাজার মূল্য ১,০০০ টাকা যা বছর শেষে মজুদ পন্য গননা থেকে বাদ পড়ে গেছে। এই মজুদ পন্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ঐ ব্যবসার মুনাফায় কি ধরনের প্রভাব পড়বে?

    A
    মুনাফা ১,২৫০ টাকা বাড়বে

    B
    মুনাফা ১,০০০ টাকা বাড়বে

    C
    মুনাফা ২৫০ টাকা বাড়বে

    D
    মুনাফা ১,০০০ টাকা কমবে

    E
    মুনাফা ১,২৫০ টাকা কমবে

    Note: Not available
    1. Report
  4. Question: ক্রয়মূল্য নীতি অনুযায়ী নিচের কোনটি সঠিক?

    A
    সম্পত্তি প্রাথমিকভাবে ক্রয় মূল্যে লিপিবদ্ধ করা হয় এবং বাজার মূল্য পরিবর্তিত হলে সম্নবয় করতে হয়

    B
    ব্যবসায় প্রতিষ্ঠানের কার্যাবলী মালিক থেকে আলাদা রাখতে হবে

    C
    সম্পত্তি সমূহ ক্রয়মূল্যে লিপিবদ্ধ করতে হবে

    D
    সকল প্রকারের লেনদেন টাকায় প্রকাশ করতে হবে

    E
    সম্পদসমূহ বাজারমূল্যে লিপিবদ্ধ করতে হবে

    Note: Not available
    1. Report
  5. Question: মোট সম্পত্তি হ্রাস এর কারণ-

    A
    স্টক লভ্যাংশ

    B
    স্টক বিভাজন

    C
    নগদ লভ্যাংশ

    D
    সম্পত্তি ক্রয়

    E
    বিক্রয় ফেরত

    Note: Not available
    1. Report
  6. Question: যদি অনুপার্জিত আয়ের সমন্বয় দাখিলা না দেওয়া হয়, তবে-

    A
    সম্পত্তি বেশি দেখান হবে

    B
    দায় বেশি দেখান হবে

    C
    আয় বেশি দেখান হবে

    D
    ব্যয় বেশি দেখান হবে

    E
    মূলধন বেশি দেখান হবে

    Note: Not available
    1. Report
  7. Question: মূলধন জাতীয় ব্যয় কোথায় দেখানো হয়?

    A
    ক্রয়-বিক্রয় হিসাব

    B
    লাভ-লোকসান হিসাব

    C
    উদ্ধর্তপত্রের দায় পাশে

    D
    উদ্ধর্তপত্রের সম্পত্তি পাশে

    E
    ক এবং খ উভয়ই

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় খরচ নয়?

    A
    বিশেষ প্রকৃতির মেরামত ব্যয়

    B
    কারখানার স্থানান্তর ব্যয়

    C
    কাজের উপর সুদ

    D
    কোম্পানি গঠনের খরচ

    E
    বড় অঙ্কের বিজ্ঞাপন খরচ

    Note: Not available
    1. Report
  9. Question: একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা যা থেকে জানা যায়:

    A
    নগদ প্রবাহ বিবরণী

    B
    উদ্ধর্তপত্র

    C
    মালিকানা স্বত্ব বিবরণী

    D
    লাভ-লোকসান হিসাব

    E
    ক্রয়-বিক্রয় হিসাব

    Note: Not available
    1. Report
  10. Question: ইস্যুকৃত চেক ব্যাংক কতৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কী এন্ট্রি হবে?

    A
    ব্যাংক হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

    B
    আদিষ্ট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

    C
    ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট

    D
    ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    E
    কোন এন্ট্রি দেয়ার প্রয়োজন নেই

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd