হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনটি সঠিক?

    A
    লাভ মূলধন কমায়

    B
    পুঁজি শুধু লাভ হতে আসে

    C
    লাভ পুঁজি বৃদ্ধি করে

    D
    পুঁজি সম্পদ বৃদ্ধি করে না

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যয় বিবরণীতে সাধারণত: কোনটি অন্তর্ভু্ক্ত হয় না?

    A
    প্রত্যক্ষ মাল

    B
    প্রত্যক্ষ শ্রম

    C
    আরোপিত উপরি ব্যয়

    D
    প্রকৃত উপরি ব্যয়

    Note: Not available
    1. Report
  3. Question: হিসাব সংকান্ত বিভিন্ন নিয়মনীতি প্রণয়ন সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থার নাম কি?

    A
    FASB

    B
    IASB

    C
    APB

    D
    IASC

    Note: Not available
    1. Report
  4. Question: Prime Bank Limited এর ক্ষেত্রে অপরিচালন আয় কোনটি?

    A
    আসবাবপত্র বিক্রয়ে লাভ

    B
    বিনিয়োগের সুদ

    C
    ব্যাংক চার্জ

    D
    আয়কর

    Note: Not available
    1. Report
  5. Question: দেনাদারের প্রারম্ভিক উদ্বৃত্ত ৫৩,০০০ টাকা, সমাপনী উদ্বৃত্ত ৮২,০০০ টাকা, এবং দেনাদারের নিকট হতে নগদ প্রাপ্তি ৫৫,০০০ টাকা। ধারে বিক্রয়ের পরিমাণ কত?

    A
    ৮৪,০০০ টাকা

    B
    ২৬,০০০ টাকা

    C
    ৮২,০০০ টাকা

    D
    ৫৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: উৎপাদন ব্যয় ৯০,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১৪০,০০০ টাকা, উৎপাদিত একক ১৫,০০০ একক, সমাপনী মজুদ ১,০০০ একক, মূখ্য ব্যয় ৬০,০০০ টাকা। বিক্রয়যোগ্য পন্যের ব্যয় কত টাকা?

    A
    ১,৪৯,৩৩৩ টাকা

    B
    ১,৪৬,০০০ টাকা

    C
    ১,৩৪,০০০ টাকা

    D
    ১,৩০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: একটি কোম্পানির নীট লাভ ৭০,০০০ টাকা, প্রতিটি ১০ টাকা মূল্যের ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা এবং প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ সাধারণ শেয়ার রয়েছে। শেয়ার প্রতি আয় কত টাকা?

    A
    ৪ টাকা

    B
    ৭ টাকা

    C
    ০.৬ টাকা

    D
    ০.১৪ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি সম্পদ ব্যবস্থাপনার অনুপাত?

    A
    দেনাদার আবর্তন অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    দায়-মালিকানা অনুপাত

    D
    মোট লাভ অনুপাত

    Note: Not available
    1. Report
  9. Question: মি. রাবিদ একজন খুচরা ব্যবসায়ী। ৩০১৩ সালে ১লা জানুয়ারী তার মূলধন ২০,০০০ টাকা, সমাপনী মূলধন এবং ৩০,০০০ টাকা নগদ উত্তোলন ২,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১৭,০০০ টাকা এবং নীট ক্ষতি ৫,০০০ টাকা। পণ্য উত্তোলনের পরিমাণ কত ছিল?

    A
    ২,০০০ টাকা

    B
    ৪,০০০ টাকা

    C
    ৬,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: বছরের শুরুতে মালিকানা স্বত্ব ও মোট সম্পত্তি ছিল যথাক্রমে ৬৬,৮০০ টাকা ও ১৬১,০০০ টাকা। ঐ বছরে সম্পত্তি ৫০% বেড়ে গেল এবং দায় ৬০% কমে গেল। বছরের শেষে মালিকানা স্বত্ব কত?

    A
    ৯২,৪৯০ টাকা

    B
    ২,০৩,৮২০ টাকা

    C
    ৪৫,৩৯০ টাকা

    D
    ৩,৮৩,৬৬০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd