হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি পাওনাদার নিয়ন্ত্রণ হিসাবে নিম্নোক্ত লেনদেন গুলো হচ্ছে ব্যাংক ১০০ টাকা, ক্রয় ২০০ টাকা, প্রাপ্ত বাট্টা ১০০ টাকা, ব্যালেন্স সি/ডি ৩০০ টাকা। ব্যালেন্স বি/ডি কত?

    A
    ১০০ টাকা

    B
    ২০০ টাকা

    C
    ৩০০ টাকা

    D
    ৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: সমাপনী মজুদ পণ্য অতি মূল্যায়িত হলে নিচের সবগুলিকে অতি মূল্যায়িত করব একটি ব্যতীত-

    A
    নীট আয়

    B
    চলতি সম্পত্তি

    C
    ব্যবসায়ের মূলধন

    D
    বিক্রিত পণ্যের ব্যয়

    Note: Not available
    1. Report
  3. Question: একটি কোম্পানির মোট সম্পত্তি ৩৬০,০০০ টাকা, মোট দায় ৭০,০০০ টাকা, রক্ষিত আয় ৪০,০০০ টাকা হলে পরিশোধিত মূলধনের পরিমাণ কত?

    A
    ১১০,০০০ টাকা

    B
    ২৫০,০০০ টাকা

    C
    ২৯০,০০০ টাকা

    D
    ৩৬০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  4. Question: প্রাথমিক খরচাবলীকে বিভিন্ন বৎসরের জন্য অবলোকন করা হয় কোন ধারনা এর আওতায়?

    A
    Duel aspect concept

    B
    Fund concept

    C
    Business entity concept

    D
    Going concern concept

    Note: Not available
    1. Report
  5. Question: যদি প্রারম্ভিক মূলখ ১৬,৫০০ টাকা, বছরের মাঝামাঝিতে অতিরিক্ত মলধন ৩,৭০০ টাকা, সমাপনী মূলধন ১১,৩৫০ টাকা এবং উত্তোলন ৩,৩০০ টাকা হলে উক্ত বছরের লাভ বা ক্ষতি কত?

    A
    ক্ষতি ১৮৫০ টাকা

    B
    লাভ ১৮৫০ টাকা

    C
    ক্ষতি ৫৫৫০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: মোট চাঁদা প্রাপ্তি ৫০,০০০ টাকা। তার মধ্যে বিগত বৎসরের ৫০০০ টাকা, আগামী বৎসরের ৭৫০০ টাকা এবিং চলতি বৎসরের অনাদায়ী চাঁদা ৯০০০ টাকা আয় ব্যয় হিসেবে চলতি বৎসরে চাঁদা খাতে কত টাকা ক্রেডিট করা হবে?

    A
    ৪৬,৫০০ টাকা

    B
    ৭১,৫০০ টকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৫৩,৫০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: একটি প্রতিষ্ঠান ৩২,০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে। ইহতে বাৎসরিক ২৫% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে হবে। ০২ বৎসর পর হিসাবের বইয়ে কত লিখিত মূল্য বাকি থাকবে?

    A
    ১৬,০০০ টাকা

    B
    ২৪,০০০ টাকা

    C
    ১৮,০০০ টাকা

    D
    কোনটিই প্রযোজ্য নয়

    Note: Not available
    1. Report
  8. Question: অগ্রপ্রদত্ত ভাড়া হিসাবের প্রারম্ভিক জের ২,০০০ টাকা এবং সমাপনী জের ৩,০০০ টাকা। সংশ্লিষ্ট হিসাবকালে ভাড়া খরচ হিসাবে ৫,০০০ টাকা ডেবটি করা হয়েছে। ভাড়ার জন্য সংশ্লিষ্ট হিসাবকালে নগদ কত টাকা প্রদান করা হয়েছে।

    A
    ৩,০০০ টাকা

    B
    ৪,০০০ টাকা

    C
    ৫,০০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি যন্ত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের বার্ষিক হার ১৫%। পঞ্চম বছর শেষে যন্ত্রের পুঞ্জিভুত অবচয় ও নীট লিখিত মূল্য কত হবে?

    A
    ১১১২৬,৪৪৭৪

    B
    ১০১২৬,৮৮

    C
    ১১১২৬,৮৭৭৪

    D
    ১০১২৬,৮৭৭৪

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি মূলধন জাতীয় আয়ের উদাহরণ নয়?

    A
    কারবার গঠন হবার আয়ের আয়

    B
    যন্ত্রপাতি বিক্রয় হতে আয়

    C
    শেয়ার বাজেয়াপ্ত হতে আয়

    D
    পরিত্যাক্ত/নষ্ট জিনিস পত্র বিক্রয় হতে আয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd