হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ১ অক্টোবার ২০১৩ তারিখে মি. সুমন১০% কারবারী বাট্টায় ৩/১০; n/২০ শর্তে কিছু পণ্য মি. সুজনের নিকট বিক্রয় করে। যদি ২৫ অক্টোবর ২০১৩ তারিখে মি. সুজন উক্ত লেনদেন বাবদ ৯০,০০০ টাকা প্রদান করে তবে মি. সুজনের মোট বিক্রয়ের পরিমাণ কত টাকা ছিল?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ১,০৩,০৯৩ টাকা

    C
    ৯৯,০০০ টাকা

    D
    ১,১০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: চাঁদা প্রাপ্তি ৮,৪০০ টাকা, বিগত বছরের বকেয়া চাঁদা প্রাপ্তি ৬০০ টাকা এবং চলতি বছরের বকেয়া চাঁদা বাবদ আয় ৭,৭০০ টাকা, চাঁদা বাবদ চলতি বছরের বকেয়া চাঁদার পরিমাণ কত?

    A
    ৩০০ টাকা

    B
    ৯০০ টাকা

    C
    ৫০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: আন্তর্জাতিক হিসাবমান কমিটি অবচয় ধার্যের ক্ষেত্রে যে পদ্ধতির সুপারিশ করেছেন-

    A
    সরলরৈখিক পদ্ধতি

    B
    ক্রমহ্রাসমান জের পদ্ধতি

    C
    বর্ষ সংখা সমষ্টি পদ্ধতি

    D
    কোন সুপারিশ করেননি

    Note: Not available
    1. Report
  4. Question: আর এফএল কোম্পানীর প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ টি ৭% সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ টি সাধারণ শেয়ার রয়েছে। ২০১২ সালের কোম্পানীর নীট লাভ হয় ২০,০০০ টাকা এবং ২০১১ সালে নীট ক্ষতি হয় ১,০০০ টাকা। ২০১২ সালে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকরা কত টাকা লভ্যাংশ পাবে?

    A
    ৭,০০০ টাকা

    B
    ১৪,০০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ২১,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: একটি ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের ২০০২ সালের প্রাম্ভিক মূলধন আনা হয়েছে ২,২০,০০০ টাকা, সমাপনী মূরধন ১,৪০,০০০ টাকা। বছরের মাঝখানে অতিরিক্ত মূলধন আনা হয়েছে ৩০,০০০ টাকা। ‍ উত্তোলন ১৫,০০০ টাকা উক্ত বছরের লাভ বা ক্ষতি কত টাকা?

    A
    ৫০,০০০ টাকা লাভ

    B
    ৫০,০০০ টাকা ক্ষতি

    C
    ৯৫,০০০ টাকা লাভ

    D
    ৯৫, ০০০ টাকা ক্ষতি

    Note: Not available
    1. Report
  6. Question: বিবিধ দেনাদার ৩০,০০০ টাকা, পুরাতন কু-ঋণ ৪,০০০ টাকা, নতুন কু-ঋণ ২,০০০ টাকা, অবশিস্ট টাকা দেনাদারের উপর ১০% বাট্টা। বাট্টা কত হবে?

    A
    ৪,০০০ টাকা

    B
    ২,৯০০ টাকা

    C
    ২,৮০০ টাকা

    D
    ২,৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: আসবাবপত্রের ক্রয়মূল্য ২০,০০০ টাকা, পরিবহন খরচ ১০,০০০ টাকা এবং ভ্যাট ৩০,০০০ টাকা। বার্ষিক ১০% হারে ক্রম হ্রাসমান পদ্ধতিতে ৩য় বর্ষের অবচয়ের পরিমাণ কত?

    A
    ২৪,০০০ টাকা

    B
    ২০,৭০০ টাকা

    C
    ১৯,৬৩০ টাকা

    D
    ১৯,৪৪০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: প্রাপ্য হিসাবের আদায় কি ফলাফল ঘটাবে?

    A
    সম্পত্তি বাড়াবে এবং সম্পত্তি কমবে

    B
    সম্পত্তি বাড়াবে এবং দায় কমাবে

    C
    সম্পত্তি বাড়াবে এবং মূলধন বাড়াবে

    D
    সম্পত্তি বাড়াবে এবং নগদ বাড়াবে

    Note: Not available
    1. Report
  9. Question: অবচয় নিচের কোনটি হ্রাস করবে?

    A
    দায়

    B
    নগদ

    C
    ব্যাংক

    D
    মূলধন

    Note: Not available
    1. Report
  10. Question: যদি পণ্যদ্রব্য প্রতিষ্ঠানে প্রদান করা হয় তাহলে কোন ক্রেডিট করতে হবে?

    A
    নগদান হিসাব

    B
    দাতব্য প্রতিষ্ঠান হিসাব

    C
    ক্রয় হিসাব

    D
    বিক্রয় হিসাব

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd