Question: ২০০৫ সালের ১ জানুয়ারি তারিখে একটি মেশিন ২০০০০ টাকায় ক্রয় করা হয় যার আয়ুস্কার ১০ বছর। প্রতিবছরই সমপরিমাণ অবচয় ধরা হয়। ২০১০সালের ৩০ জনু মেশিনটি ৩০,০০০ টাকায় বিক্রয় করা হয়। এই বিক্রয়ের ফলে কত টাকা লাভ বা ক্ষতি হবে?
Question: চাঁদা প্রাপ্তি ৭০০০০ টাকা, এর মধ্য বিগত বছরের চাঁদা ৩০০০ টাকা এবং অগ্রিম চাঁদা ১০০০০ টাকা অন্তর্ভুক্ত করেছে। চলতি বছরের চাঁদা ৮০০০ টাকা। উক্ত বছরের আয়-ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?