হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি বিক্রয় ফেরত ভুলক্রমে দৈনিকক্রয় বহিতে লিপিবদ্ধ হয়েছে। সঠিক শুদ্ধিকরণ জাবেদা কোনটি?

    A
    বিক্রয় ফেরত ডেবিট ক্রয়-ক্রেডিট

    B
    ক্রয়-ডেবিট বিক্রয় ফেরত-ডেবিট

    C
    গরমিল হিসাব ডেবিট বিক্রয় ফেরত ক্রেডিট

    D
    ক্রয় হিসাব ডেবিট গরমিল হিসাব ক্রেডিট

    Note: Not available
    1. Report
  2. Question: ক্রয়মূল্যের উপর মানুফার হার ৭০% হলে বিক্রয়মূল্যের উপর মুনাফার হার কত?

    A
    ৪১.১৮%

    B
    ৪২.২৫%

    C
    ৪০.৯৫%

    D
    ৩৫.৩৭%

    Note: Not available
    1. Report
  3. Question: কালান্তিক মজুদ পদ্ধতি ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানের রেওয়ামিলে যে হিসাবটি পাওয়া যাবে না তা হলো-

    A
    বিক্রিত পণ্যের ব্যয

    B
    ক্রয়

    C
    বিক্রয়

    D
    ক ও গ উভয়ই

    Note: Not available
    1. Report
  4. Question: কোনটি নগদ টাকায় পাওয়া যায় না?

    A
    প্রাপ্ত কমিশন

    B
    প্রাপ্ত বাট্টা

    C
    প্রাপ্ত সুদ

    D
    প্রাপ্ত ভাড়া

    Note: Not available
    1. Report
  5. Question: লভ্যাংশ নগদেনা দিয়ে শেয়ারে পরিশোধ করা হলে তাকে কোন ধরনের শেয়ার বলে?

    A
    চেক

    B
    বোনাস

    C
    অগ্রাধিকার শেয়ার

    D
    স্টক লভ্যাংশ

    Note: Not available
    1. Report
  6. Question: রহিম 'A' কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?

    A
    ৩০০ টাকা

    B
    ২০০ টাকা

    C
    ১০০ টাকা

    D
    ১০ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: নিচের কোন ঘটনাটি লেনদেন নয়?

    A
    কামাল ৫০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করল

    B
    রহমান ১০০০ টাকার আসবাবপত্র ক্রয় করল

    C
    ম্যানেজারকে ২০০০ টাকা বেতন দেয়াহলো

    D
    বিপুল ৩০০০ টাকার পণ্য সরবরাহের ফরমায়েশ গ্রহণ করল

    Note: Not available
    1. Report
  8. Question: আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল ৭০০ টাকা এবং মালিকের ইক্যুইটি ছিল ৪৪০ টাকা। ঐ বছর সম্পত্তি বেড়েছে ৬০ টাকা এবং দায় কমেছে ৩০ টাকা। বছর শেষে মালিকের ইক্যুইটির পরিমাণ কত হবে?

    A
    ৫৩০ টাকা

    B
    ৬৭০ টাকা

    C
    ৪৭০ টাকা

    D
    ৬৪০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: দেনাদারের উপর নগদ বাট্টা প্রদান এর জাবেদা এন্ট্রি হবে-

    A
    প্রদত্ত বাট্টা হিসাব ডে: বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট

    B
    বিবিধ দেনাদার হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট

    C
    নগদান হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ ছিল ৭০০ টাকা এবং মালিকের ইক্যুইটি ছিল ৪৪০ টাকা। ঐ বছর সম্পত্তি বেড়েছে ৬০ টাকা এবং দায় কমেছে ৩০ টাকা। বছর শেষে মালিকের ইক্যুইটির পরিমাণ কত হবে?

    A
    ৫৩০ টাকা

    B
    ৬৭০ টাকা

    C
    ৪৭০ টাকা

    D
    ৬৪০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd