হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি ফার্মের নীট মুনাফা ৫,০০০ টাকা ৪০% হলে কর পূর্ব মুনাফা কত হবে?

    A
    ৮,৩৩৩

    B
    ৯,০০০

    C
    ৭,৯৪২

    D
    ৮,৭০০

    Note: Not available
    1. Report
  2. Question: একটি ৪ বৎসর ব্যবহারযোগ্য মেশিনের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। চার বৎসর পর নিঃশেষ মূল হবে ২৫৬ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?

    A
    ৬০%

    B
    ২৫%

    C
    ৩০%

    D
    ৫০%

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি হিসাববিজ্ঞানের প্রক্রিয়ার ধাপ নয়?

    A
    সনাক্তরকণ

    B
    অস্তিত্ব যাচাইকর

    C
    তথ্য আদান-প্রদান

    D
    লিপিবদ্ধকরণ

    Note: Not available
    1. Report
  4. Question: ২০০১ সালের শেষেশহীদ কোং এর দেনাদার এর পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। ঐ বছরের অনাদায়ী পাওনার পরিমাণ ৫,০০ টাকা। বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৩,০০০ টাকা। যদি দেনাদারের উপর ৪% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য রাখা হয় তাহলে ২০০১ সালে লাভ-ক্ষতি হিসাবে কত টাকা দেখাতে হবে?

    A
    ৮,০০০ টাকা

    B
    ৯,০০০ টাকা

    C
    ৫,৮০০ টাকা

    D
    ৬,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: কোন অনুপাতটি কারবারের দক্ষতা পরিচায়ক?

    A
    বিক্রয়ের উপর মুনাফার পর

    B
    চলতি অনুপাত

    C
    শেয়ার প্রতি লভ্যাংশ

    D
    ঋণ আদায়ের সময়

    Note: Not available
    1. Report
  6. Question: A ও Bদু’জনে অংশীদার যাদের মুনাফার বন্টনের অনুপাত ৪:৩। জনাব C মুনাফার ২/৫ অংশ মালিকানা নিয়ে তাদের ব্যবসায়ে যোগদান করল। ৩ জনের মধ্যে নতুন করে লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে?

    A
    ৪:৩:২

    B
    ৩:৪:৯

    C
    ১২:১০:১৪

    D
    ১২:৯:১৪

    Note: Not available
    1. Report
  7. Question: আর্থিক বিবরণীল অংশ নয় কোনটি?

    A
    আয় বিবরণী

    B
    মালিকের স্বত্বাধিকার বিবরণী

    C
    উদ্বৃত্তপত্র

    D
    মূল্য সংযোজন বিবরণী

    Note: Not available
    1. Report
  8. Question: বার্ষিক হিসাব সমীকরণ হলেঅ-

    A
    সম্পত্তি=দায়+মূলধন-আয়-ব্যয়

    B
    সম্পত্তি=দায়+মূলধন-উত্তোলন-ব্যয়

    C
    সম্পত্তি=দায়-মূলধন+আয়-উত্তোলন-ব্যয়

    D
    সম্পত্তি=দায়+মূলধন+আয়+উত্তোলন-ব্যয

    Note: Not available
    1. Report
  9. Question: প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টাকা, পুনরায় বিনিয়োগ ৮০,০০০ টাকা, উত্তোলন ৫০,০০০ টাকা এবং সমাপনী মূলধন ৩,৭০,০০০ টাকা হলে মুনাফা হব-

    A
    ১,৯০,০০০ টাকা

    B
    ১,৪০,০০০ টাকা

    C
    ২,৯০,০০০ টাকা

    D
    ২,১০,০০০

    Note: Not available
    1. Report
  10. Question: সমাপনী মজুদ পণ্যের মূল্য কম দেখানো হলে কোনটি সত্য?

    A
    মুনাফা বেড়ে যাবে

    B
    বিক্রীত পণ্যের ব্যয় কমে যাবে

    C
    সম্পত্তি বেড়ে যাবে

    D
    মুনাফা কমে যাবে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd