Question: একটি ৪ বৎসর ব্যবহারযোগ্য মেশিনের ক্রয়মূল্য ১০,০০০ টাকা। চার বৎসর পর নিঃশেষ মূল হবে ২৫৬ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার কত হবে?
Question: ২০০১ সালের শেষেশহীদ কোং এর দেনাদার এর পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা। ঐ বছরের অনাদায়ী পাওনার পরিমাণ ৫,০০ টাকা। বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ছিল ৩,০০০ টাকা। যদি দেনাদারের উপর ৪% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য রাখা হয় তাহলে ২০০১ সালে লাভ-ক্ষতি হিসাবে কত টাকা দেখাতে হবে?
Question: A ও Bদু’জনে অংশীদার যাদের মুনাফার বন্টনের অনুপাত ৪:৩। জনাব C মুনাফার ২/৫ অংশ মালিকানা নিয়ে তাদের ব্যবসায়ে যোগদান করল। ৩ জনের মধ্যে নতুন করে লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে?