হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: সন্দেহজনিত ঋণ সঞ্চিতি রাখা হয়-

    A
    দেনাদার দেউলিয়া হলে

    B
    দেনাদার মারা গেলে

    C
    কুঋণ হলে

    D
    কুঋণ হওয়ার সম্ভাবনা থাকলে

    Note: Not available
    1. Report
  2. Question: স্থির ব্যয়-

    A
    সব সময় স্থির থাকে

    B
    একটি নির্দিস্ট পর্যায় পর্যন্ত স্থির থাকে

    C
    উৎপাদন কমলে স্থির খরচ কমে

    D
    উৎপাদন বাড়লে প্রতি একক স্থির খরচ বাড়ে

    Note: Not available
    1. Report
  3. Question: যন্ত্রপাতির মেরামত খরচ যন্ত্রপাতি হিসাবে দেখানো হলে-

    A
    মুনাফা বাড়ে, সম্পত্তি বাড়ে

    B
    মুনাফা কমে, সম্পত্তি বাড়ে

    C
    মুনাফা ও সম্পত্তি কমে

    D
    মুনাফা বাড়ে তো সম্পত্তি কমে

    Note: Not available
    1. Report
  4. Question: হিসাববিজ্ঞানের কোন নীতির জন্য বাৎসরিক অবচয় ধরা হয়?

    A
    অর্থের পরিমাপযোগ্য

    B
    পূর্ণ প্রকাশ

    C
    ম্যাটেরিয়ালিটি

    D
    চলমান নীতি

    Note: Not available
    1. Report
  5. Question: একটি লেনদেন মোট সম্পদ ও মোট দায় ২,০০,০০০ টাকা হ্রাস করেছে। এ লেনদেনটি হতে পারে-

    A
    নগদ মূল্যে ২,০০,০০০ টাকায় একটি ডেলিভারি ট্রাক ক্রয়

    B
    ২,০০,০০০ টাকা মূল্যের একটি সম্পদ আগুনে বিনষ্ট হয়েছে

    C
    ব্যাংক ঋণ ২,০০,০০০ টাকা পরিশোধ

    D
    ২,০০,০০০ টাকা দেনাদার হতে আদায়

    Note: Not available
    1. Report
  6. Question: রেওয়ামিল মিলবে না, যখন-

    A
    একটি সঠিক জাবেদা দু’বার এন্ট্রি দিলে

    B
    উত্তোলন ২০০ টাকা, উত্তোলন হিসাবে ২,০০০ টাকা ডেবিট এবং নগদ হিসাবে ২০০ টাকা ক্রেডিট করা হয়

    C
    পাওনাদারকে প্রদত্ত ৬৫০ টাকার জন্য পাওনাদার হিসাবকে ডেবিট করা হয় ৬৫ টাকায় িএবং নগদান হিসাবে ক্রেডিট করা হয় ৬৫ টাকা

    D
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: মি. হাসান প্রতি মাসের শেষ তারিখে ৫,০০০ টাকা করে উত্তোলন করেন। বার্ষিক টাকায় এবং নগদান হিসাবে ক্রেডিট করা হয় ৬৫ টাকা

    A
    ১,৮০০ টাকা

    B
    ১,৬৫০ টাকা

    C
    ৩,৬০০ টাকা

    D
    ১,৯৫০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি হিসাব প্রক্রিয়ার কোনো ধাপ নয়?

    A
    চিহ্নিতকরণ

    B
    লিপিবদ্ধকরণ

    C
    যাচাইকরণ

    D
    সমন্বয়করণ

    Note: Not available
    1. Report
  9. Question: একটি প্রতিষ্ঠানের ১০০ একক পণ্য উৎপাদনের মোট ব্যয় ২০,০০০ টাকা এবং ১৪০০ এককে মোট ব্যয় ২৬,০০০ টাকা হলে, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হবে-

    A
    ১৫.০০ টাকা

    B
    ১০.১৬ টাকা

    C
    ২০.০০ টাকা

    D
    ১৮.৫৭ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি ক্লাবের সদস্য সংখ্যা ১০০০ জন, জন প্রতি চাঁদা ২০০ টাকা। এ বছর প্রাপ্ত চাঁদার পরিমাণ ১,৬০,০০০ টাকা যার মধ্যে ১৫,০০০ টাকা বিগত বছরের এবং ১০,০০০ টাকা আগামী বছরের। চলতি বছরের বকেয়া চাঁদা কত?

    A
    ৩০,০০০ টাকা

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ৬৫,০০০ টাকা

    D
    ৫৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd