হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি বৃহত্তম

    A
    বিলিকৃত মূলধন

    B
    ইস্যুকৃত মূলধন

    C
    তলবকৃত মূলধন

    D
    অনুমোদিত মূলধন

    Note: কোনো কোম্পানির শ্রেণিবিন্যাসকৃত মূলধনের মধ্যে বৃহত্তম হলো অনুমোদিত মূলধন।
    1. Report
  2. Question: একটি কোম্পানির মোট সম্পত্তি ৩৬০, ০০০ টাকা, মোট দায় ৭০,০০০ টাকা, রক্ষিত আয় ৪০,০০০ টাকা হলে পরিশোধিত মূলধনের পরিমাণ কত?

    A
    ১১০,০০০ টাকা

    B
    ২৫০,০০০ টাকা

    C
    ২৯০,০০০ টাকা

    D
    ৩৬০,০০০ টাকা

    Note: পরিশোধিত মূলধনের পরিমাণ=৩,৬০,০০০-৭০,০০০-৪০,০০০=২,৫০,০০০ টাকা।
    1. Report
  3. Question: নিচের কোনটি বৃহত্তম

    A
    বিলিকৃত মূলধন

    B
    ইস্যুকৃত মূলধন

    C
    তলবকৃত মূলধন

    D
    অনুমোদিত মূলধন

    Note: কোনো কোম্পানির শ্রেণিবিন্যাসকৃত মূলধনের মধ্যে বৃহত্তম হলো অনুমোদিত মূলধন।
    1. Report
  4. Question: অগ্রপ্রদত্ত ভাড়া হিসাবের প্রারম্ভিক জের ২,০০০ টাকা এবং সমাপনী জের ৩,০০০ টাকা। সংশ্লিষ্ট হিসাবকালে ভাড়া খরচ হিসাবে ৫০০০ টাকা ডেবিট করা হয়েছে। ভাড়ার জন্য সংশ্লিষ্ট হিসাবকালে নগদ কত টাকা প্রদান করা হয়েছে।

    A
    ৩০০০ টাকা

    B
    ৪০০০ টাকা

    C
    ৫০০০ টাকা

    D
    ৬০০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটিকে কোম্পানির বিজ্ঞাপন বলা হয়?

    A
    শেয়ার সার্টিফিকেট

    B
    বিবরণপত্র

    C
    ঋণপত্র

    D
    স্থিতিপিত্র

    Note: বিবরণ পত্রকে কোম্পানির বিজ্ঞান হিসেবে বিবেচিত হয়।
    1. Report
  6. Question: শেয়ার বাট্টা একটি-

    A
    সম্পদ

    B
    দায়

    C
    আয়

    D
    ব্যয়

    Note: শেয়ার বাট্টা বা অব্যবহার একটি সম্পদ হিসেবে বিবেচিত হয়্
    1. Report
  7. Question: শেয়ার বাজেয়াপ্তকরণ কোম্পানির জন্য-

    A
    মূলধনী লাভ

    B
    মুনাফা জাতীয় লাভ

    C
    মূলধনী ক্ষতি

    D
    কোনটিই নয়

    Note: শেয়ার বাজেয়াপ্তকরণ কোম্পানির জন্য মূলধনি লাভ।
    1. Report
  8. Question: যখন কোন কোম্পানি প্রথমবারের মতো জনগনের নিকট শেয়ার ইস্যু করে, তখন তাকে বলে-

    A
    আই.পি.ও

    B
    রাইট শেয়ার

    C
    প্রাথমিক শেয়ার

    D
    কোনটিই নয়

    Note: যখন কোনো কোম্পানি প্রথমবারের মত জনগণের কাছে শেয়ার ইস্যু করে তখন তাকে আই.পি.ও বলা হয়।
    1. Report
  9. Question: কোম্পানি যে দলিলের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায় তাকে বলা হয়-

    A
    স্মারকলিপি

    B
    বিবরণপত্র

    C
    পরিমেল নিয়মাবলি

    D
    নিবন্ধন পত্র

    Note: কোম্পানির বিবরণ পত্রের মাধ্যমে জনসাধারণকে শেয়ার ও ঋণপত্র ক্রয়ের আমন্ত্রণ জানায়।
    1. Report
  10. Question: শেয়ার বাজেয়াপ্ত হলে নিম্নের কোনটি সঠিক নয়?

    A
    ইস্যুকৃত শেয়ার মূলধন হ্রাস পায়

    B
    অনুমোদিত শেয়ার মূলধনের পরিবর্তন ঘটে

    C
    মূলধন সঞ্চিতি বৃদ্ধি পায়

    D
    বিলিকৃত শেয়ার মূলধন হ্রাস পায়

    Note: শেয়ার বাজেয়াপ্ত হলেও অনুমোদিত মূলধনের কোন পরিবর্তন হয় না।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd