Question: পাবলিক লি: কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলা হয়?
A
শেয়ার হোল্ডার
B
অবলেখক
C
কোম্পানী সচিব
D
জেনারেল ম্যানেজার
Note: পাবকিল লি: কোম্পানি শেয়ার বাজারে বা জনসাধারণের নিকট শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যাা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তদেরকে অবলেখক বলা হয়।
Question: অর্থায়নের দৃষ্টিকোন থেকে বাজার থেকে অর্থ সংগ্রহনের সর্বশেষ উপায় কোনটি?
A
সাধারণ শেয়ার ইস্যু
B
অগ্রাধিকার শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু
C
ঋণপত্র ইস্যু
D
ব্যাংক লোন
Note: সাধারণত যৌথমূলধন কোম্পানি সমূহ তাদের মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন প্রকার শেয়ার বিক্রি করে। শেয়ার এর পরবর্তী বা বাজার থেকে অর্থ সংগ্রহের শেষ উপায় হিসেবে কোম্পানিগুলো ঋণপত্র বিক্রি করে।
Question: মোট শেয়ার ১০০০টি । আবেদনে ১০ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং অবশিষ্ট ১৫ টাকা চুড়ান্ত তলবে আদায় করা হয়। মি x ৫০০ শেয়ারের আবণ্টনের টাকা না দিতে পারায় কোম্পানি তার শেয়ার বাজেয়াপ্ত করল। বাজেয়াপ্ত অর্থের পরিমাণ কত?
A
৫,০০০ টাকা
B
২৫,০০০ টাকা
C
১৭,৫০০০ টাকা
D
৭,৫০০০ টাকা
Note: শুধুমাত্র আবেদনের টাকা পরিশোধ করায় এ টাকাগুলো বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ বাজেয়াপ্ত অর্থ=৫০০x১০=৫০০০ টাকা
Question: পপুলার কোং লিঃ প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার ইস্যু করে ৪০,৫০০ আবেদন পাওয়া গেল। আবেদনে ২৫ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং তলবে যথাক্রমে ৩০ ও ২০ টাকা হলে অগ্রিম প্রাপ্ত টাকার পরিমাণ কত?
A
১০,০০০ টাকা
B
১২,৫০০ টাকা
C
১৫,০০০ টাকা
D
কোনটিই নয়
Note: যদি কোন তলবের টাকা অন্য তলবের সাথে অগ্রিম প্রদান করে তবে তা অগ্রিম প্রাপ্ত টাকা বা অগ্রীম তলব হয়। এখানে অগ্রিম কোন তলবের টাকা পাওয়া যায় নাই।