হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ব্যাংক তার শেয়ার বিক্রি করে যে মূলধন সংগ্রহ করে তাকে বলে:

    A
    রিজার্ভ

    B
    পরিশোধিত মূলধন

    C
    সঞ্চিতি তহবিল

    D
    ঋণকৃতত তহবিল

    E
    আমানত

    Note: Not available
    1. Report
  2. Question: শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার মূল্যের অস্বাভাবিক বড় পরিবর্তন আটকানোর জন্য এস ই যে আইন ব্যবহার করে তা হলো-

    A
    শেয়ার বাজেয়াপ্তকরণ

    B
    শেয়ার পুনঃবিলিকরণ

    C
    সার্কিট ব্রেকার প্রদান

    D
    জেড ক্যাগরিকগণ

    E
    ওভার দি-কাউন্টার নীতি।

    Note: শেয়ার বাজারে কোন কোম্পানির শেয়ার মূল্যের অস্বাভাবিক পরিবর্তন আটকানোর জন্য নিয়ন্ত্রন সংস্থা এসইসি সার্কিট ব্রেকার প্রদান করে থাকে।
    1. Report
  3. Question: কোন কোম্পানি রাইট শেয়ারের ইস্যু করলে তা পারে-

    A
    শুধু প্রাইমারি শেয়ার হোল্ডাররা

    B
    নতুন শেয়ার ক্রেতা

    C
    বর্তমান শেয়ার হোল্ডাররা

    D
    পরিচালকরা

    E
    প্রাক্তন শেয়ার হোল্ডাররা

    Note: রাইট শেয়ার ইস্যু করলে তা বর্তমান শেয়ার হোল্ডারগণ পাবে।
    1. Report
  4. Question: পাবলিক লি: কোম্পানি তার শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যারা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তাদেরকে কি বলা হয়?

    A
    শেয়ার হোল্ডার

    B
    অবলেখক

    C
    কোম্পানী সচিব

    D
    জেনারেল ম্যানেজার

    Note: পাবকিল লি: কোম্পানি শেয়ার বাজারে বা জনসাধারণের নিকট শেয়ার বা ঋণপত্র বিক্রয়ের নিশ্চয়তা বিধানের জন্য যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয় এবং যাা শেয়ার বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে তদেরকে অবলেখক বলা হয়।
    1. Report
  5. Question: কখন বোনাস শেয়ার ইস্যু করা যেতে পারে?

    A
    অতিরিক্ত মূলধনের জন্য

    B
    অতিরিক্ত কার্যকরী মূলধনের জন্য

    C
    অতিরিক্ত শেয়ার মালিকের জন্য

    D
    এ+বি

    Note: বোনাস শেয়ার ইস্যু করা হয় অতিরিক্ত ও কার্যকরী মূলধনের জন্য।
    1. Report
  6. Question: অর্থায়নের দৃষ্টিকোন থেকে বাজার থেকে অর্থ সংগ্রহনের সর্বশেষ উপায় কোনটি?

    A
    সাধারণ শেয়ার ইস্যু

    B
    অগ্রাধিকার শেয়ার ইস্যু ঋণপত্র ইস্যু

    C
    ঋণপত্র ইস্যু

    D
    ব্যাংক লোন

    Note: সাধারণত যৌথমূলধন কোম্পানি সমূহ তাদের মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন প্রকার শেয়ার বিক্রি করে। শেয়ার এর পরবর্তী বা বাজার থেকে অর্থ সংগ্রহের শেষ উপায় হিসেবে কোম্পানিগুলো ঋণপত্র বিক্রি করে।
    1. Report
  7. Question: মোট শেয়ার ১০০০টি । আবেদনে ১০ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং অবশিষ্ট ১৫ টাকা চুড়ান্ত তলবে আদায় করা হয়। মি x ৫০০ শেয়ারের আবণ্টনের টাকা না দিতে পারায় কোম্পানি তার শেয়ার বাজেয়াপ্ত করল। বাজেয়াপ্ত অর্থের পরিমাণ কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ২৫,০০০ টাকা

    C
    ১৭,৫০০০ টাকা

    D
    ৭,৫০০০ টাকা

    Note: শুধুমাত্র আবেদনের টাকা পরিশোধ করায় এ টাকাগুলো বাজেয়াপ্ত করা হবে। অর্থাৎ বাজেয়াপ্ত অর্থ=৫০০x১০=৫০০০ টাকা
    1. Report
  8. Question: লভ্যাংশ নগদে না দিয়ে শেয়ারে পরিশোধ করা হলে তাকে কোন ধরনের শেয়ার বলে?

    A
    চেক

    B
    বোনাস

    C
    অগ্রাধিকার শেয়ার

    D
    স্টক লভ্যাংশ

    Note: শেয়ার মাধ্যমে প্রদত্ত লভ্যাংশ কে বলা হয় স্টক লভ্যাংশ।
    1. Report
  9. Question: প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০০০ টি শেয়ারের বিক্রয়মূল্য ১,০৫,০০০ টাকা, অন্যদিকে ৩০০০ টি শেয়ারের বিক্রয়মূল্য ২,৯৪,০০০ টাকা। বাট্টার পরিমাণ কত?

    A
    ১০,০০০ টাকা

    B
    ৬,০০০ টাকা

    C
    ৪,০০০ টাকা

    D
    ১,০০০ টাকা

    Note: বাট্টা/অবহার = শেয়ারের লিখিত মূল্য-বিক্রয়মূল্য = (১০০x৩০০)-২৯৪,০০০ =(৩,০০,০০০-২,৯৪,০০০)=৬,০০০ টাকা
    1. Report
  10. Question: পপুলার কোং লিঃ প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার ইস্যু করে ৪০,৫০০ আবেদন পাওয়া গেল। আবেদনে ২৫ টাকা, আবণ্টনে ২৫ টাকা এবং তলবে যথাক্রমে ৩০ ও ২০ টাকা হলে অগ্রিম প্রাপ্ত টাকার পরিমাণ কত?

    A
    ১০,০০০ টাকা

    B
    ১২,৫০০ টাকা

    C
    ১৫,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: যদি কোন তলবের টাকা অন্য তলবের সাথে অগ্রিম প্রদান করে তবে তা অগ্রিম প্রাপ্ত টাকা বা অগ্রীম তলব হয়। এখানে অগ্রিম কোন তলবের টাকা পাওয়া যায় নাই।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd