হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোম্পানী আইন অনুযায়ী শেয়ার অধিহার হিসাবের সঞ্চিতি অর্থ ব্যয় করা যায়:

    A
    প্রাথমিক খরচ অবলোপন

    B
    সুনাম অবলোপন

    C
    অবলেখন দস্তরী অবলোপন

    D
    সবগুলি হিসাবে

    Note: বিভিন্ন ধরনের অলীক সম্পত্তি যেমন-প্রাথমিক খরচ, সুনাম, অবলেখন দস্তুরী প্রভৃতি অবলোপন করার জন্য শেয়ার অধিহারের সঞ্চিতি অর্থ ব্যয় করা হয়-
    1. Report
  2. Question: রাইট শেয়ার ইস্যু করা হয়-

    A
    বর্তমান সাধারণ শেয়ারহোল্ডারদের মধ্যে

    B
    জনগণের মধ্যে

    C
    পরিচালকদের মধ্যে

    D
    বন্ডহোল্ডারদের মধ্যে

    Note: কোম্পানি তার বর্তমান শেয়ারহোল্ডারদের মধ্যে রাইট শেয়ার ইস্যু করে।
    1. Report
  3. Question: নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়-

    A
    সাধারণ শেয়ার হোল্ডার

    B
    অগ্রাধিকার শেয়ার হোল্ডার

    C
    উদ্যোক্তা শেয়ার হোল্ডার

    D
    বন্ড হোল্ডার

    Note: যে সমস্ত শেয়ারের মালিকগণ নির্দিষ্ট হারে লভ্যাংশ ভোগ করে এবং মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায়, সে সমস্ত শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার।
    1. Report
  4. Question: মালিকানা স্বত্ত্বাধিকার বলতে বুঝায়-

    A
    শুধু মূলধন

    B
    দায়

    C
    মূলধন ও অবণ্টিত লাভ

    D
    সম্পত্তি

    Note: এখানে, মালিকানা স্বত্বাধিকার বলতে মূলধন ও আবণ্টিত মুনাফা বলতে কি বুঝায়।
    1. Report
  5. Question: একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা দরে ১,০০,০০০ শেয়ার। কোম্পানিটি ৩০,০০০ শেয়ার ৩,৬০,০০০ টাকায় এবং ৫০,০০০ শেয়ার ৬,৫০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়। শেয়ার প্রিমিয়ামের টাকা কত?

    A
    ১,৪০,০০০ টাকা

    B
    ২,১০,০০০ টাকা

    C
    ৬০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: শেয়ার মূল্য প্রতিটি ১০ টাকা হওয়ায় ৩০,০০০ শেয়ারের মূল্য দাড়ায় (৩০,০০০x১০)=৩,০০,০০০কিন্তু, ৩০,০০০ শেয়ারবাবদ আদায় হয়েছে ৩,৬০,০০০ টাকা সুতরাং ৩০,০০০ শেয়ারে প্রিমিয়াম বাবদ আদায় হয়েছে =(৩,৬০,০০০-৩,০০,০০০) টাকা=৬০,০০০ টাকা আবার, প্রতিটি শেয়ার মূল্য ১০ টাকা হওয়ায় ৫০,০০০ শেয়ারের মূল্য দাড়ায়= (৫০,০০০x১০)= ৫,০০,০০০ টাকা কিন্তু ৫০,০০০ শেয়ারবাবদ আদায় হয়েছে ৬,৫০,০০০ টাকা সুতরাং ৫০,০০০ শেয়ার প্রিমিয়াম বাবদ আদায় হয়েছে =(৬,৫০,০০০-৫,০০,০০০) টাকা=১,৫০,০০০ টাকা । প্রিমিয়াম বাবদ মোট আদায় হয়েছে। =(১,৫০,০০০০+৬০,০০০) টাকা=২,১০,০০০ টাকা।
    1. Report
  6. Question: বাজেয়াপ্ত শেয়ার পুনঃ বিলির ক্ষেত্রে অবহার সংক্রান্ত ক্ষতি পূরণ করা হয়

    A
    শেয়ার বাজেয়াপ্ত হিসাব থেকে

    B
    মূলধন সঞ্চিতি হিসাব থেকে

    C
    প্রিমিয়াম হিসাব থেকে

    D
    সাধারণ সঞ্চিতি হিসাব থেকে

    Note: বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিলির ক্ষেত্রে অবহার সংক্রান্ত ক্ষতি শেয়ার বাজেয়াপ্ত হিসাব থেকে পূরণ করা হয়।
    1. Report
  7. Question: শেয়ার আবেদনের টাকা ফেরত প্রদানের জন্য নীচের কোন জাবেদা লিখনটি লিপিবদ্ধ করা হয়।

    A
    ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট

    B
    শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট

    C
    নগদান হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট

    D
    শেয়ার আবেদন হিসাব ডেবিট: শেয়ার আবণ্টন হিসাব ক্রেডিট

    E
    শেয়ার আবেদন হিসাব ডেবিট: শেয়ার মূলধন হিসাব ক্রেডিট

    Note: আবেদন বাবদ শেয়ারের টাকা পাওয়া গেল ব্যাংক হিসাব ডেবিট ও শেয়ার আবেদন হিসাব ক্রেডিট করা হয়। যখন অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেয়া হয় তখন ঠিক এর উল্টো অর্থাৎ শেয়ার আবেদনকে ডেবিট আর ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়।
    1. Report
  8. Question: কোনটি কোম্পানি দায়?

    A
    প্রাথমিক খরচ

    B
    সুনাম

    C
    শেয়ার অবহার

    D
    শেয়ার প্রিমিয়াম

    E
    কোনটিই নয়

    Note: উপরিউক্ত গুলির মধ্যে প্রাথমিক খরচ, মুনাফা এবং শেয়ার অবহার কোম্পানির সম্পত্তি। অন্যদিকে শেয়ার প্রিমিয়াম মালিকানাস্বত্বের অংশ।
    1. Report
  9. Question: একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা হারে ১০০,০০ শেয়ার। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩৭০,০০০ টাকা এবং ৫০,০০০ শেয়ার ৬৪০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হলে প্রিমিয়ামের টাকা কত?

    A
    ১৫০,০০০ টাকা

    B
    ১৪০,০০০ টাকা

    C
    ২১০,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    E
    ৮০,০০০০ টাকা

    Note: এখানে শেয়ারের লিখিত মূল্য ১০ টাকা। প্রতিটি ১০ টাকা করে ৩০০০০ শেয়ারের মূল্য=৩০০০০x১০ =৩০০০০০ টাকা। ৩০০০০ শেয়ার ৩৭০০০০ টাকার বিলি করা হলে ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ=৩৭০০০০-৩০০০০=৭০০০০ টাকা। প্রতিটি ১০ টাকা করে ৫০০০০ শেয়ারের মূল্য =৫০০০০x১০=৫০০০০০ টাকা। ৫০০০০ শেয়ার ৬৪০০০০ টাকায় বিক্রয় করা হলে প্রিমিয়ামের পরিমাণ =৬৪০০০০-৫০০০০=১৪০০০০ টাকা। অতিএব, প্রিমিয়ামের মোট পরিমাণ=৭০০০০+১৪০০০০=২১০০০০ টাকা।
    1. Report
  10. Question: একটি কোম্পানির অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা হারে ১০০,০০ শেয়ার। কোম্পানি ৩০,০০০ শেয়ার ৩৭০,০০০ টাকা এবং ৫০,০০০ শেয়ার ৬৪০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হলে প্রিমিয়ামের টাকা কত?

    A
    ১৫০,০০০ টাকা

    B
    ১৪০,০০০ টাকা

    C
    ২১০,০০০ টাকা

    D
    ৬০,০০০ টাকা

    E
    ৮০,০০০০ টাকা

    Note: এখানে শেয়ারের লিখিত মূল্য ১০ টাকা। প্রতিটি ১০ টাকা করে ৩০০০০ শেয়ারের মূল্য=৩০০০০x১০ =৩০০০০০ টাকা। ৩০০০০ শেয়ার ৩৭০০০০ টাকার বিলি করা হলে ক্ষেত্রে প্রিমিয়ামের পরিমাণ=৩৭০০০০-৩০০০০=৭০০০০ টাকা। প্রতিটি ১০ টাকা করে ৫০০০০ শেয়ারের মূল্য =৫০০০০x১০=৫০০০০০ টাকা। ৫০০০০ শেয়ার ৬৪০০০০ টাকায় বিক্রয় করা হলে প্রিমিয়ামের পরিমাণ =৬৪০০০০-৫০০০০=১৪০০০০ টাকা। অতিএব, প্রিমিয়ামের মোট পরিমাণ=৭০০০০+১৪০০০০=২১০০০০ টাকা।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd