হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নয় কোনটি?

    A
    চিরন্তন অস্তিত্ব

    B
    অসীম দায়

    C
    নিবন্ধন বাধ্যতামূলক

    D
    স্বেচ্ছামূলক সংস্থা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: কোন কোম্পানির কমপক্ষে কত % শেয়ার মালিকানা সরকারের থাকলে উক্ত কোম্পানি সরকারী কোম্পানি বলে গণ্য হবে-

    A
    ৫৮%

    B
    ৪৫%

    C
    ৫১ %

    D
    ৮০%

    E
    ২১%

    Note: Not available
    1. Report
  3. Question: নিম্নের কোনটি কোম্পানির সংঘবিধিতে পাওয়া যায়-

    A
    কোম্পানির নাম

    B
    মূলধনের পরিমাণ

    C
    ব্যবসায়ের আওতা

    D
    ঠিকানা

    E
    কোম্পানি বিলোপ সাধনের নিয়ম

    Note: Not available
    1. Report
  4. Question: কোম্পানি মূলধনের অসমমূল্যের অংশ বিশেষকে বলা হয়-

    A
    স্টক

    B
    শেয়ার

    C
    সঞ্চয়ী শেয়ার

    D
    স্ট্রক

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  5. Question: কোম্পানির দুটি সাধারণ সভার মধ্যে ব্যবধান/পার্থক্য পেতে পারে-

    A
    ১২ মাস

    B
    ১৫ মাস

    C
    ১৪ মাস

    D
    ১৮ মাস

    E
    ১৪ দিন

    Note: Not available
    1. Report
  6. Question: নিম্নের কোনটি স্টকের বৈশিষ্ট্য নয়?

    A
    মূলধনের অসমূল্যের অংশ

    B
    নির্দিষ্ট লিখিত মূল্য থাকে না

    C
    নির্দিষ্ট লিখিত মূল্য থাকে

    D
    কোন নির্দিষ্ট সংখ্যা থাকে না

    E
    ক্রমিক নম্বর থাকে না

    Note: Not available
    1. Report
  7. Question: ডিবেঞ্চার হোল্ডারগণ মূলত কোম্পানির-

    A
    কোম্পানির মালিক

    B
    উদ্যোক্তা

    C
    ক+খ

    D
    প্রবর্তক

    E
    পাওনাদার

    Note: Not available
    1. Report
  8. Question: ঋণপত্র কোম্পানির-

    A
    অন্ত:দায়

    B
    বহি:দায়

    C
    ক+খ

    D
    জন্য আবশ্যিক

    E
    সবগুলোই

    Note: Not available
    1. Report
  9. Question: পাবলিক লি: কোম্পানির জন্য শেয়ার বিক্রয়-

    A
    বাধ্যতামূরক নয়

    B
    গুরুত্বপূর্ণ নয়

    C
    বাধ্যতামূলক

    D
    ক+খ

    E
    সবগুলো

    Note: Not available
    1. Report
  10. Question: বিলিকৃত মূলধন ইস্যুকৃত মূলধনের-

    A
    বেশি হতে পারে

    B
    কম হতে হবে

    C
    সমান হতে পারে

    D
    খ+গ

    E
    ক+ঘ

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd