হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: টেবিল ‘এ’ অনুযায় বকেয়া তলবের উপর বার্ষিক সুদ জাবেদা হবে-

    A
    শেয়ার বণ্টন হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব

    B
    শেয়ার মূলধন হিসাব ডেবিট টু শেয়ার বণ্টন হিসাব

    C
    শেয়ার বণ্টন হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব

    D
    ব্যাংক নগদান হিসাব ডেবিট টু শেয়ার বন্টন হিসাব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: আবেদনে শেয়ার অবহার থাকলে সেক্ষেত্রে জাবেদা হবে-

    A
    অবহার হিসাব ডেবিট টু শেয়ার মূলধন হিসাব

    B
    ব্যাংক হিসাব ডেবিট অবহার হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব

    C
    ব্যাংক হিসাব ডেবিট টু শেয়ার আবেদন হিসাব ও অবহার হিসাব

    D
    শেয়ার অবহার হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: লাক্সমি কোম্পানি লিঃ এর প্রতিটি শেয়ার ১০০ টাকা করে ২০,০০০ শেয়ারের মূল্য তলব করে, তলবে শেয়ার প্রতি ৫০ টাকা (অবহার ব্যতীত) করে চাওয়া হয়। শেয়ার প্রতি ৫ টাকা অবহার এবং তলবেই তা হিসাবভুক্ত করা হয়। যখন তলবের টাকা নগদ পাওয়া যাবে তখন জাবেদা হবে?

    A
    ব্যাক/নগদান হিসাব ১০,০০,০০০ টাকা টু শেয়ার তলব হিসাব ১০,০০,০০০ টাকা

    B
    শেয়ার তলব হিসাব ডেবিট ১০,০০,০০০ টাকা টু মূলধন হিসাব ১০,০০,০০০ টাকা

    C
    ব্যাংক/নগদান হিসাব ডেবিট ১১,০০,০০০ টাকা টু শেয়ার মূলধন হিসাব ডেবিট ১১,০০,০০০ টাকা

    D
    ব্যাংক/নগদান হিসাব ডেবিট ১০,০০,০০০ টাকা অবহার হিসাব ডেবিট ১,০০,০০০ টাকা টু তলব হিসাব ১১,০০,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধর্তপত্রে কোন মূল্যে দেখাতে হবে?

    A
    বাজারমূল্যে

    B
    ক্রয়মূল্যে

    C
    লিখিত মূল্যে

    D
    বাজারমূল্যে ও লিখিত মূল্যের যেটি কম

    Note: IFRS অনুযায়ী ন্যায্য বাজার মূল্য নীতি এর আওতায় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বর্তমান বাজার মূল্য তে দেখাতে হবে।
    1. Report
  5. Question: বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধর্তপত্রে কোন মূল্যে দেখাতে হবে?

    A
    বাজারমূল্যে

    B
    ক্রয়মূল্যে

    C
    লিখিত মূল্যে

    D
    বাজারমূল্যে ও লিখিত মূল্যের যেটি কম

    Note: IFRS অনুযায়ী ন্যায্য বাজার মূল্য নীতি এর আওতায় বিক্রয়যোগ্য সিকিউরিটিজ বর্তমান বাজার মূল্য তে দেখাতে হবে।
    1. Report
  6. Question: নিম্নের ঘটনাবলির মধ্যে কোনটি কোম্পানির শেয়ারহোল্ডারদের স্বত্ত্ব কমিয়ে দেয়?

    A
    পূর্বঘোষিত নগদ লভ্যাংশ প্রদান করলে

    B
    ৬% লভ্যাংশ ঘোষনা যা বোনাস শেয়ারের মাধ্যমে প্রদেয় হবে

    C
    লাভ থেকে বিলি করা হবে না এরূপ ১,০০,০০০ টাকা ধরে রাখা

    D
    প্রতিটি অগ্রাধিকার শেয়ারে ১ টাকা হিসাবে নগদ লভ্যাংশ ঘোষণা

    E
    ধরে রাখা মুনাফা থেকে ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে

    Note: প্রশ্নটিতে সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে এাকমাত্র (ঘ) এর ঘটনায় কোন কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমে যায়। কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্ত্ব কমায় এমন সব উপাদানগুলো হল পরিশোধিত মূলধনের হ্রাস, জমাকৃত মুনাফা হ্রাস, কোন প্রকার সঞ্চিতি/তহবিল হ্রাস, আয় হ্রাস ও ব্যয় বৃদ্ধি প্রভৃতি।
    1. Report
  7. Question: কোনটি মালিকানা স্বত্ত্বের অংশ নয়?

    A
    পরিশোধিত মূলধন

    B
    সাধারণ রিজার্ভ

    C
    মূলধন রিজার্ভ

    D
    শেয়ার প্রিমিয়াম

    E
    বন্ড

    Note: যে সমস্ত হিসাব সমূহ সরাসরি প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবী/অধিকারকের কারে তাদেরকে বলা হয় মালিকানা। কোম্পানির মালিকানা স্বত্ত্বের অংশ গুলোর মধ্যে রয়েছে (ক) পরিশোধিত মূলধন, (খ) রিজার্ভ (ঘ) মূলধন সঞ্চিতি রিজার্ভ (ঙ) শেয়ার প্রিমিয়াম/শেয়ার অধিহার ইত্যাদি কিন্তু (গ) বন্ড হচ্ছে এক ধরনের ঋণ বা ঋণপত্র যা কোম্পানির দায়।
    1. Report
  8. Question: একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল:

    A
    প্রস্তুত করা অত্যন্ত কঠিন

    B
    অডিট করা অত্যন্ত কঠিন

    C
    এক্রয়াল পদ্ধতিতে করা হয়

    D
    নগদ পদ্ধতিতে করা হয়

    E
    অনেক অনুমান ভিত্তিক হিসাব থেকে

    Note: প্রতি হিসাব বছরের নীট লাভ বা নীট ক্ষতির পরিমাণ জানার জন্য কোম্পানীসমূহ লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করে থাকে। এর ডেবিট পাশে খরচ বা ব্যয় জাতীয় হিসাবসমূহ এবং ক্রেডিট পাশে আয় বা লাভ জাতীয় হিসাব সমূহ নিয়ে এদের পার্থক্য হিসেব করে লাভ/ক্ষতি নির্ণয় করা হয়। তবে এর প্রধান সীমাবদ্ধতা হল যে উক্ত হিসাবসমূহের মধ্যে এমন কিছু আইটেম অন্তর্ভুক্ত থাকে যার সম্পূর্ণ সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না। তখন এদেরকে অনুমান ভিত্তিক হিসাব করা হয়ে থাকে।
    1. Report
  9. Question: কোম্পানির উদ্ধর্তপত্রের ছক তৈরির ক্ষেত্রে ‘ফরম-এফ’ এর ব্যবহার কত সালের কোম্পানি আইনে রহিত করা হয়?

    A
    ১৯২৩ সালে

    B
    ১৯৩৪ সালে

    C
    ১৯৭২ সালে

    D
    ১৯৮৪ সালে

    E
    ১৯৯৪ সালে

    Note: ১৯৯৪ সালের কোম্পানী আইন অনুসারে কোম্পানীর উদ্ধর্তপত্রের ছক তৈরিতে ‘ফরম এফ’ এর ব্যবহার রহিত করা হয় এবং তফসিল ‘১১-তে উল্লেখিত ছক অনুসারে এর মূলধন, দায় ও সম্পদ সম্পত্তি সমূহ সাজিয়ে প্রদর্শন করতে হয়।
    1. Report
  10. Question: শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দেয়া হলে:

    A
    সম্পত্তিবাড়বে এবং দায় কমবে

    B
    সম্পত্তি কমবে এবং দায় বাড়বে

    C
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব কমবে

    D
    সম্পত্তি কমবে এবং শেয়ারহোল্ডারদের স্বত্ব বাড়বে

    E
    শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না।

    Note: শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বাবদ নগদ প্রদান করলে, নগদ বা ব্যাংক নামক সম্পত্তি হ্রাস পাবে এবং প্রদেয় লভ্যাংশ নামক দায় হ্রাস পাবে। সুতরাং শেয়ারহোল্ডারদের স্বত্বে কোন প্রভাব পড়বে না।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd