হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিচের কোনটি আয় বিবরণীতে দেখানো হয় না?

    A
    লাভ ও লোকসানসমূহ

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    আয়কর খরচ

    D
    বিক্রয় বাট্টা

    E
    অপরিচালন খাত হতে আয়

    Note: শেয়ার প্রিমিয়াম বা শেয়ার অধিহার আয় বিবরণীতে দেখানো হয় না। এটি কোম্পানীর দায় হিসেবে গণ্য হয় এবং উদ্ধর্তপত্রের দায়ের দিকে দেখানো হয়।
    1. Report
  2. Question: ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি. এর সম্পত্তি ৫০,০০০ টাকা কমেছে এবং দায় ৯০,০০০ টাকা কমেছে। এর ফলে মালিকানা স্বত্ব টাকায়:

    A
    ৪০,০০০ বেড়েছে

    B
    ১,৪০,০০০ কমেছে

    C
    ৪০,০০০ কমেছে

    D
    ১,৪০,০০০ বেড়েছে

    E
    অপরিবর্তিত রয়েছে

    Note: কোনো প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ কমে গেলে মালিকানা স্বত্ব কমে যায়। অন্যদিকে দায় কমে গেলে মালিকানা স্বত্ব বেড়ে যায়। ফলে সম্পত্তি ৫০,০০০ টাকা কমে যাওয়া এবং দায় ৯০,০০০ টাকা কমে যাওয়ায় ২০১১ সালে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি: এর মালিকানা স্বত্ব (৯০,০০০-৫০,০০০)=৪০,০০০ টাকা বেড়ে গেছে।
    1. Report
  3. Question: টাইটান কোম্পানির সমাপনী মজুদ পণ্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর এই ভুলের প্রভাব যথাক্রমে:

    A
    কম প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে

    B
    কম প্রদর্শিত হবে, কম প্রদর্শিত হবে

    C
    বেশি প্রদর্শিত হবে,কম প্রদর্শিত হবে

    D
    বেশি প্রদর্শিত হবে, বেশি প্রদর্শিত হবে

    E
    বেশে প্রদর্শিত হবে, শূণ্য

    Note: Not available
    1. Report
  4. Question: ২০১২ সালে মল্লিক এন্ড কোং এর বিক্রয় ৩, ৭৬,০০০ টাকা, মোট লাভ ১, ৭৬,০০০ টাক; পচিালন ব্যয় ৬৬,০০০ টাকা; নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ ছিল ২০,০০০ টাকা। করের হর ৩০% হলে করের পরিমাণ কত?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ৫২,৮০০ টাকা

    C
    ১,১২,৮০০ টাকা

    D
    ২৭,০০০ টাকা

    Note: লভ্যঅংশ প্রদানের পূর্বের আয়ের উপর কর দিতে হয়। সুতরাং এখানে কর = (১,৭৬,০০০-৬৬,০০০-২০,০০০)X৩০% =২৭,০০০ টাকা।
    1. Report
  5. Question: বোনাস শেয়ার হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে-

    A
    শেয়ার হোল্ডারদের স্বত্ববৃদ্ধি পাবে

    B
    শেয়ারহোল্ডারদের স্বত্বহ্রাস পাবে

    C
    মালিকানা স্বত্ব ও সম্পদ বৃদ্ধি

    D
    দায় ও মালিকানা স্বত্ববৃদ্ধি পাবে

    E
    শেয়ারহোল্ডারদের স্বত্ব পরিবর্তি হবে না

    Note: বোনাস শোর হিসেবে লভ্যাংশ প্রদান করা হলে শেয়ারহোল্ডারদের স্বত্ব পরিবর্তিত হবে না।
    1. Report
  6. Question: ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী কত ভাবে কোম্পানীর ব্যালান্স সীট তৈরী করা যায়?

    A
    এককভাবে

    B
    দুইভাবে

    C
    তিন ভাবে

    D
    চার ভাবে

    Note: ১৯৯৪ সালের কোম্পানি আইনের তফসিলে ১১ তে কোম্পানির উদ্ধর্তপত্রে তৈরি করার নিয়ম আলোচনা করা হয়েছে। যাতে বলা হয়েছে যে, কোম্পানির উদ্ধর্তপত্র তিনভাবে তৈরি করা যাবে।
    1. Report
  7. Question: নিম্নের কোন বিবরণটি একটি কোম্পানীর বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত হয় না?

    A
    ব্যালেন্স শীট

    B
    লাভ-ক্ষতি হিসাব

    C
    মূল্য সংযোজনী বিবরণী

    D
    উৎপাদন ব্যয় বিবরণী

    Note: প্রশ্নটির জন্য সঠিক উত্তরের অপশন গুলোর মধ্যে (গ) অপশন টি বাদে অন্য সব অপশন গুলোই (ক, খ, ঘ) কোম্পানির বার্ষিক প্রতিবেদনের অন্তর্ভুক্ত হয়না। অর্থাৎ অপশন (গ) মূল্য সংযোজন বিবরণী বার্ষিক প্রতিবেদনের অন্তর্ভুক্ত হয় না।
    1. Report
  8. Question: নীচের দায়গুলির কোনটি কোম্পানীর পক্ষে কোন খরচ সৃষ্টি করে না?

    A
    প্রদেয় মূল্য সংযোজন কর

    B
    প্রদেয় আয়কর

    C
    প্রদেয় সম্পত্তি কর

    D
    প্রদেয় অনুমিত ওয়ারেন্টি

    Note: কোন কোম্পানির পক্ষে বা ব্যবসায়ের পক্ষে প্রদেয় মূল্য সংযোজন কর কোন খরচ সৃষ্টি করে না। কারণ, পণ্যের উপর মূল্য সংযোজনকর সরকার কর্তৃক ধার্য করা হয় এবং তা উক্ত ব্যবসায় প্রতিস্ঠাান ভোক্তাদের নিকট হতে আদায় করে নেয়। অর্থাৎ মূল্য সংযোজন কর চুড়ান্তভাবে ভোক্তারা বহন করে এবং এটি সরকারের একটি আয়
    1. Report
  9. Question: একটি পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে কোন বিবরণীটি বাধ্যতামূলক নয়?

    A
    উদ্ধর্তপত্র

    B
    মূল্য সংযোজন বিবরণী

    C
    লাভ-লোকসান হিসাব

    D
    নগদান প্রবাহ বিবরণী

    Note: পাবলিক লি: কোম্পানির নগদ প্রবাহ বিবরণী উদ্ধর্তপত্র ও লাভ-লোকসান বিবরণী তৈরি বাধ্যতামূলক। কিন্তু মূল্য সংযোজন বিবরণী প্রস্তুত বাধ্যতামূলক নয়।
    1. Report
  10. Question: রেনাটাঃ লিঃ ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ার ইস্যু করে যা পূর্ণমূল্যে পরিশোধিত। চলতি বছর বন্টনযোগ্য মুনাফার পরিমাণ ১,৩০,০০০ টাকা। ১০% হারে লভ্যাংশ কত টাকা হবে?

    A
    ১৩,০০০ টাকা

    B
    ১,৩০০ টাকা

    C
    ২০,০০০ টাকা

    D
    ২,০০০ টাকা

    Note: ১০ টাকা হারে ২০,০০০ শেয়ারের মূল্য (২০,০০০X১০)=২,০০,০০০ টাকা সুতরাং ১০% হারে লভ্যাংশ= ২,০০,০০০X১০%=২০,০০০ টাকা।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd