হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোম্পানী আইন ১৯৯৪ অনুযায়ী কোনটি আর্থিক বিবরণী নহে?

    A
    ক্রয় ও বিক্রয় বিবরণীর

    B
    রেওয়ামিল

    C
    লাভ-ক্ষতি হিসাব

    D
    উদ্ধর্তপত্র

    E
    নগদ প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
  2. Question: ১লা অক্টোবর ২০০৯ তারিখে একটি কোম্পানি বার্ষিক ৯% হার সুদে ৪ মাস সময়ের জন্য ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে। ৩১ শে ডিসেম্বর ২০০৯ তারিখে প্রস্তুতকৃত এক বছরের লাভ-লোকসান বিবরণীতে সুদের পরিমাণ-

    A
    ২২৫ টাকা

    B
    ৩০০ টাকা

    C
    ৯০০ টাকা

    D
    ৪৫০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: ১লা অক্টোবর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় হলো মোট তিন মাস। অতএব বার্ষিক ৯% হারে ১০০০০ টাকার তিন মাসের সুদ এ বছরের লাভ-লোকসান বিবরণীতে দেখাতে হবে- সুদ=১০০০০x৯%x৩/১২=২২৫ টাকা।
    1. Report
  3. Question: নিম্নের কোনটি সংরক্ষিত আয়ের বৃদ্ধি ঘটায়?

    A
    পরিশোধিত লভ্যাংশ

    B
    প্রস্তাবিত লভ্যাংশ

    C
    নীট আয়

    D
    শেয়ার হোল্ডারদের বিনিয়োগ

    E
    ডিবেঞ্চার হোল্ডারদের বিনিয়োগ

    Note: নীট আয়ের কিছু অংশ প্রতি বছর সংরক্ষিত তহবিলে স্থানান্তর করে রাখা হয়, যা কোম্পানীর সংরক্ষিত আয়ের বৃদ্ধি ঘটায়।
    1. Report
  4. Question: সাধারণ শেয়ারের উপর ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে আর্থিক অবস্থা কি ধরনের পরিবর্তন ঘটে?

    A
    কাঠামোগত পরিবর্তন

    B
    গুণগত পরিবর্তন

    C
    পরিমাণগত পরিবর্তন

    D
    আর্থিক অবস্থান কোন পরিবর্তন ঘটে না

    E
    ক ও খ উভয় সঠিক

    Note: Not available
    1. Report
  5. Question: আফরিন কোম্পানীর সমাপনী মজুদ পন্য ৪,০০০ টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পন্যের ব্যয় এবং নীট আয়ের উপর প্রভাব হবে যথাক্রমে-

    A
    কম প্রদর্শিত হবে এবং বেশি প্রদর্শিত হবে

    B
    কম প্রদর্শিত হবে এবং কম প্রদর্শিত হবে

    C
    বেশি প্রদর্শিত হবে এবং বেশি প্রদর্শিত হবে

    D
    বেশি প্রদর্শিত হবে এবং কম প্রদর্শিত হবে

    Note: Not available
    1. Report
  6. Question: একটি কোম্পানীর শেয়ারহোল্ডারদের মালিকানা স্বত্ব ৪৯০,০০০ টাকা, যা ২০০,০০০ টাকার সাধারণ শেয়ার মূলধন এবং ২৯০,০০০ টাকার সংরক্ষিত আয় দ্বারা গঠিত। কোম্পানিটি ২০% বোনাস শেয়ার ঘোষণা করছে। এখন শেয়ারহোল্ডারদের মোট মালিকানা স্বত্ব কত?

    A
    অপরিবর্তিত

    B
    ২০,০০০ টাকা কমেছে

    C
    ২০,০০০ টাকা বেড়েছে

    D
    ২৯,০০০ টাকা বেড়েছে

    Note: লভ্যাংশ বাবদ বোনাস শেয়ার ঘোষণা করাহবে মালিকানা স্বত্ব বৃদ্ধি ও হ্রাস পায়। তাই এখানে শেয়ার হোল্ডারদের মোট মালিকানা স্বত্ব অপরিবর্তিত থাকবে।
    1. Report
  7. Question: পণ্যের বিনিময়ে মূল্য যখন ৩০ দিনের মদ্যে পরিশোধ করতে হবে তখন কোন প্রতিষ্ঠান পরিশোধে সক্ষম কিনা তা নির্ণয করতে নিচের আর্থিক বিবরণীসমূহের কোনটি দেখতে হবে?

    A
    আয় বিবরণী

    B
    উদ্ধৃত্তপত্র

    C
    রক্ষিত আয়ের বিবরণী

    D
    নগদ প্রবাহ বিবরণী

    Note: Not available
    1. Report
  8. Question: একটি কোম্পানীর ‘ব্যালান্স শীট’ বলতে কী বোঝায়?

    A
    কোম্পানীর আর্থিক দক্ষত

    B
    কোম্পানীর আর্থিক অবস্থা

    C
    কোম্পানীর তারল্য

    D
    কোম্পানীর টার্নওভার

    Note: একটি কোম্পানীর ‘ব্যালান্স শীট’ বা উদ্ধর্তপত্র কোম্পানীর আর্থিক অবস্থা (সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্ত্বার বিবরণ) প্রকাশ করে।
    1. Report
  9. Question: কোম্পানি নেট লাভের যে অংশ মুনাফা হিসাবে বন্টন করে না, তা হচ্ছে-

    A
    Quasi Capital Fund

    B
    Reserve Capital

    C
    Divided

    D
    Reserve Fund

    Note: নিট লাভের যে অংশ বণ্টন করে না তাকে বলে Qasi Capital Fund.
    1. Report
  10. Question: সান লিঃ এর কর পূর্ব নীট আয় ২, ৬৭,০০০ টাকা হিসাবে করের পরিমাণ টাকা ৮৭,০০০ বণ্টনযোগ্য লভ্যাংশ টাকা ৪৫,০০০ এবং টাকা ৫০,০০০ সাধারণ সঞ্চিতি হিসাবে স্থানান্তর করলে, সংরক্ষিত আয় থাকবে-

    A
    টাকা ১,৮০,০০০

    B
    টাকা ১,৩৫,০০০

    C
    টাকা ৮৫,০০০

    D
    টাকা ২, ৬৭,০০০

    Note: সংরক্ষিত আয় =কর পূর্ব নীট আয়-করের পরিমাণ-বণ্টযোগ্য লভ্যাংশ-সাধারণ সঞ্চিতি = ২,৬৭,০০০-৮৭,০০০-৪৫,০০০-৫০,০০০ =৮৫,০০০ টাকা
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd