Question: মুল কোম্পানি লিঃ এর কর পূর্ব আয় টাকা ৭,০০,০০০ । কর ব্যয় টাকা ২, ১০,০০০ এবং কর পরবর্তী আয় টাকা ৪,৯০,০০০। কোম্পানির শেয়ার সংখ্যা ১,০০,০০০ হলে শেয়ার প্রতি আয়-
Question: রহিম A কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?
A
৩০০ টাকা
B
২০০ টাকা
C
১০০ টাকা
D
১০ টাকা
Note: প্রকৃত শেয়ারের মূল্য নির্ণয়:
শেয়ার সংখ্যা =৩০০০-৩০-১০০ টি
১০০ শেয়ারের প্রকৃত মূল্য =১০০x১০=১,০০০ টাকা।
১০% হারে ১০০০ টাকার লভ্যাংশ =১০০০০x১০%=১০০ টাকা
Question: আর এফ এল কোম্পানীর প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ টি ৭% সঞ্চয়ী অগ্রধিকার শেয়ার এবং প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ টি সাধারণ শেয়ার রয়েছে। ২০১২ সালে কোম্পানীর নীট লাভ হয় ২০,০০০ টাকা এবং ২০১১ সালে নীট ক্ষতি হয় ১,০০০ টাকা। ২০১২ সালে সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার মালিকরা কত টাকা লভ্যাংশ পাবে?
A
৭,০০০ টাকা
B
১৪,০০০ টাকা
C
২০,০০০ টাকা
D
২১,০০০ টাকা
Note: সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে কোন বছর নীট মুনাফা না হয়ে নীট ক্ষতি হলেও নির্দিষ্ট হারে তাদের লভ্যাংশ সঞ্চিতি থাকে এবং যে বছর নীট মুনাফা হয় সে বছর সঞ্চিতি লভ্যাংশ সহ পরিশোধ করতে হয়। সুতরাং এখানে ২০১২ সালে লভ্যাংশ প্রদেয় হবে-
২০১১ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা
২০১২ সালের (১০x১০,০০০)x৭%=৭,০০০ টাকা
= মোট ১৪,০০০ টাকা
Question: রহিম A কোম্পানি ১০ টাকা মূল্যমানের শেয়ার ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি ৩০ টাকা ৩০০০ টাকার শেয়ার ক্রয় করেন। বছর শেষে কোম্পানি ১০% নগদ লভ্যাংশ প্রদান করলে রহিম মোট কত টাকা লভ্যাংশ পাবে?
A
৩০০ টাকা
B
২০০ টাকা
C
১০০ টাকা
D
১০ টাকা
Note: প্রকৃত শেয়ারের মূল্য নির্ণয়:
শেয়ার সংখ্যা =৩০০০-৩০-১০০ টি
১০০ শেয়ারের প্রকৃত মূল্য =১০০x১০=১,০০০ টাকা।
১০% হারে ১০০০ টাকার লভ্যাংশ =১০০০০x১০%=১০০ টাকা
Question: একটি কোম্পানির নীট লাভ ৭০,০০০ টাকা, প্রতিটি ১০ টাকা মূল্যের ৬% অগ্রাধিকার শেয়ার মূলধন ৫,০০,০০০ টাকা এবং প্রতিটি ১০০০ টাকা মূল্যের ১০,০০০ সাধারণব শেয়ার রয়েছৈ। শেয়ার প্রতি আয় কত টাকা?