Question: ১লা নভেম্বর ২০০৯ একটি কোম্পানির পরিচালনা পর্ষদ লভাংশ ঘোষণা করল। ১লা ডিসেম্বর ২০০৯ সালে উক্ত লভ্যাংশ বিতরণ করা হলে, ১লা ডিসেম্বরে-
A
B
C
D
নীট লাভ কমবে
B
মালিকানাস্বত্ব কমবে
C
নীট লাভ মালিকানাস্বত্ব দুইই কমবে
D
দায় ও সম্পত্তি কমবে
Note: যে তারিখ লভাংশ ঘোষণা করে উক্ত তারিখে ঘোষণাকৃত লভাংশ বিতরণ করার পূর্ব পর্যন্ত কোম্পানীর দায় হিসেবে গণ্য করা হয়। উক্ত লভ্যাংশ যখন নগদে পরিশোধ কা হবে তখন ঘোষণাকৃত লভাংশ নামক দায় এবং নগদ নামক সম্পত্তি হ্রাস পাবে।