হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: চলতি দায় পরিশোধ করার ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করা যায়?

    A
    ইনভেনটরি টার্নওভার

    B
    সংগ্রহের গড় দিন

    C
    এসিড টেস্ট অনুপাত

    D
    বিনিয়োর উপর অর্জন

    E
    মুনাফার অনুপাত

    Note: তারল্য অনুপাত সমূহ দ্বারা চলতি দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করা হয়। তারল্য অনুপাত সমূহ হল-চলতি অনুপাত, তড়িত অনুপাত বা এসিড টেস্ট অনুপাত,কার্যকরী মুলধন অনুপাত ইত্যাদি।
    1. Report
  2. Question: কোন কোম্পানর নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা এবং নীট মুনাফা ১,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মুনাফার হার কত?

    A
    ২৫%

    B
    ৫%

    C
    ১০%

    D
    ১৫%

    E
    ২০%

    Note: Not available
    1. Report
  3. Question: চলতি অনুপাত নিম্নের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?

    A
    মুনাফা অনুপাত

    B
    কর্মকান্ড অনুপাত

    C
    তারল্য অনুপাত

    D
    স্বচ্ছলতা অনুপাত

    E
    বাজার অনুপাত

    Note: কোম্পানির তারল্য অনুপাত নির্ণয় করা হয় তারল্য দায় পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য। এর অন্তর্গত অনুপাতগুলো হলো-চলতি অনুপাত, ত্বরিত অনুপাত প্রাপ্য আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত ইত্যাদি।
    1. Report
  4. Question: প্রিমিয়ার লিমিটেডের নীট আয় ২০০৯ সালে ছিল ৩,৫৪,০০০ টাকা এবং ২০১০ সালে ১,৫৯,০০০ টাকা। ২০১০ সনের নীট আয়ের হ্রাসকে পূরণ করতে প্রিমিয়ার লিমিটেডকে নীট আয় ২০১১ সনে শতকরা কি হারে বাড়াতে হবে?

    A
    ৬৫%

    B
    ৬০%

    C
    ১১০%

    D
    ৫৫%

    E
    ১২২%

    Note: ২০০৯ সালের নীট আয় ৩,৫৪,০০০ টাকা এবং ২০১০ সালের নীট আয় ১,৫৯,০০০ টাকা। সুতরাং ২০১০ সালে নীট আয় হ্রাস পেয়েছে(৩৫৪০০০-১৫৯৩০০)=১,৯৪,০০০ টাকা। সুতরাং ২০১১ সালে নীট আয় বৃদ্ধি করতে হবে শতকরা= ১৯৪৭০০/১৫৯৩০০x১০০=১২২%
    1. Report
  5. Question: ত্বরিত অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি বিবেচনা করা হয় না?

    A
    নগদ টাকা

    B
    প্রাপ্য হিসাব

    C
    অগ্রিম প্রদত্ত খরচ

    D
    মজুদ পন্য

    E
    প্রদেয় হিসাব

    Note: Not available
    1. Report
  6. Question: এপেক্স লিঃ এর ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত বৎসরের নিয়মিত কার্যাবলির তথ্যসমূহ নিম্নে দেয়া হল: বিক্রয় ১০,০০,০০০ টাকা; বিক্রয় খরচ ১,২৫,০০০ টাকা; মোট মুনাফার হার ৩০%; প্রশাসনিক খরচ ৫০,০০০ টাকা ৩১/১২/২০১১ তারিখের সমাপ্তি মজুদ ৮০,০০০ টাকা ও ৩১/১২/২০১০ তারিখের সমাপ্তি মজুদ ৬০,০০০ টাকা। উক্ত ২০১১ সনের মজুদপণ্যের আবর্তনের সময় কত মাসে?

    A
    ১.১৬

    B
    ০.৯৬

    C
    ০.৮৪

    D
    ১.২

    E
    ১.০২

    Note: Not available
    1. Report
  7. Question: একটা ব্যবসা প্রতিষ্ঠানের রেওয়ামিলে নিম্নোক্ত হিসাবগুলো অন্তর্ভুক্ত আছে- দেনাদার ২৫,০০০ টাকা, অগ্রিম প্রদান ১০,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০ টাকা পাওনাদার ৮,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি ১৫,০০০ টাকা, সমাপনি মজুদ ৮,০০০ টাকা। প্রতিষ্ঠানটির কার্যকরী মূলধন কত?

    A
    ৪২,০০০ টাকা

    B
    ৪৫,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৩০,০০০ টাকা

    E
    ২৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিচের কোনটি পরিশোধিত আয়ের অনুপাত-

    A
    নগদ লভ্যাংশ/নীট মুনাফা

    B
    নীট মুনাফা/নীট বিক্রয়

    C
    নীট বিক্রয়/গড় সম্পদ

    D
    মোট ঋণ/মোট সম্পদ

    E
    নীট আয়/গড় সম্পদ

    Note: পরিশোধিত আয়ের অনুপাত হলো=নগদ লভ্যাংশ/নীট মুনাফা
    1. Report
  9. Question: তারল্য অনুপাত দেখায়-

    A
    ফার্মের দায় পরিশোধ করার ক্ষমতা

    B
    মোট পরিচালন ব্যয় পরিশোধের জন্য আর্থিক সম্পদের প্রতুলতা

    C
    চলতি দায় পরিশোধের ক্ষমতা

    D
    ফার্মের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা

    Note: তারল্য অনুপাতের অন্তর্ভুক্ত অনুপাতগুলো হল চলতি অনুপাত, ত্বরিৎ বা এসিড টেস্ট অনুপাত/দ্রুত অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত প্রভৃতি সকল অনুপাত প্রতিষ্ঠানের/কারবারের চলতি দায়/ত্বরিৎ দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। সুতরাং বলা যায়, তারল্য অনুপাত প্রতিস্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা দেখায়।
    1. Report
  10. Question: মজুদ পণ্যের আবর্তন নির্ণয় করা হয়?

    A
    বিক্রয় রাজস্বকে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করে

    B
    ধারে বিক্রয়কে গড় মজুদ দ্বারা ভাগ করে

    C
    বিক্রীত পণ্যের ব্যয়কে গড় মজুদ পণ্য দ্বারা ভাগ করে

    D
    গড় মজুদ পণ্যকে বিক্রীত পণ্যের ব্যয় দ্বারা ভাগ করে

    Note: মজুদ আবর্তণ নির্ণয় করার সূত্রটি হলো- মজুদ আবর্জন অনুপাত=বিক্রিত পণের ব্যয়/গড় মজুদ অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করে মুজদ পণ্যের আবর্তণ নির্ণয় করা হয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd