হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: ২০১৫ সনের ৩১ ডিসেম্বর ব্লাবার্ড কোম্পানির নীট কার্যকরী মূলধন ছিল ৬৩,০০০ টাকা। ঐ তারিখের চলতি অনুপাত যদি ৫ঃ৩ হয়, তাহলে মোট চলতি সম্পদের পরিমাণ কত ছিল?

    A
    ৩,১৫,০০০ টাকা

    B
    ১,৮৯,০০০ টাকা

    C
    ৩১,৫০০ টাকা

    D
    ১,৫৭,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: একটি কোম্পানীর চলতি অনুপাত ১.৫ এবং কার্যকরী মূলধন ২৫,০০০ টাকার সমান। মোট চলতি দায় সমান হবে:

    A
    ৪৫,০০০ টাকা

    B
    ৩৭,৫০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: বোস কোম্পানরি চলতি সম্পত্তি ২৬০,০০০ টাকা মোট সম্পত্তি ৬০০,০০০ টাকা। চলতি দায় ১৭০,০০০ টাকা এবং মোট দায় ৩০০,০০০ টাকা। চলতি সম্পত্তির মধ্যে মজুদ পণ্য ও অগ্রপ্রদত্ত খরচ হচ্ছে যথাক্রমে ২৫,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। ত্বরিত অনুপাত কত?

    A
    ১.৫৬

    B
    ০.৮৭

    C
    ১.২৯

    D
    ১.১৫

    Note: কোম্পানির তড়িৎ অনুপাত নির্ণয়ের সূত্রটি হল- তড়িৎ অনুপাত= তড়িৎ সম্পত্তি/তড়িৎ দায়=২,২০০,০০০/১,৭০,০০০=১.২৯ এখানে, তড়িৎ সম্পত্তি =চলতি সম্পত্তি-মজুদপণ্য-অগ্রপ্রদত্ত খরচ =২,৬০,০০০-২৫,০০০-১৫,০০০=২,২০,০০০ টাকা। তড়িৎ দায়=চলতি দায়-ব্যাংকজমাতিরিক্ত =১,৭০,০০০-০০০ =১,৭০,০০০ টাকা।
    1. Report
  4. Question: যদি বাকিতে বিক্রয় ১৫,০০০ টাকা, বিক্রিত পণ্যের ব্যয় ১০,০০০ টাকা এবং দেনাদার আবর্তন হার ৫ হয়, তাহলে গড় দেনাদার কত?

    A
    ৩,০০০ টাকা

    B
    ২,০০০ টাকা

    C
    ৫০,০০০ টাকা

    D
    ৭৫,০০০ টাকা

    Note: জানা আছে দেনাদার আবর্তন হার= `নীট ধারে বিক্রয়/গড় দেনাদার` সুতরাং, গড় দেনাদার=`নীট ধারে বিক্রয়/দেনাদার আবর্তন হার`=`১৫,০০০/৫`=৩,০০০ টাকা
    1. Report
  5. Question: ২০১০ সালে কিবরিয়া কোম্পানি লিঃ এর নীট লাভ হয় ১২,০০,০০০ টাকা। সংশ্লিষ্ট বৎসরে যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করে ২,৫০,০০০ টাকা। কিবরিয়া লিঃ এর ১,৯০,০০০ সাধারণ শেয়ার থাকলে শেয়ার প্রতি আয় কত?

    A
    ৬.৩০ টাকা

    B
    ৫.০০ টাকা

    C
    ৭.৬৩ টাকা

    D
    ৬.০০ টাকা

    Note: সাধারণ শেয়ারহোল্ডার ব্যতীত অন্যান্য শেয়ার হোল্ডারদের লভ্যাংশ এবং অন্যান্য পাওনা শোধ দেয়ার পর যে লভ্যাংশ থাকে তাকে সাধারণ শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করে শেয়ার প্রতি আয় নির্ণয় করা যায়। সুতরাং শেয়ার প্রতি আয়=`১২,০০,০০০-২,৫০,০০০/১,৯০,০০০`=৫.০০ অতেএব প্রশ্নটির জন্য সঠিক উত্তরে অপশন হলো খ।
    1. Report
  6. Question: আরডি কোম্পানির উদ্ধত্তপত্রে নিম্নোক্ত তথ্যসমূহ বিদ্যমান নগদ ১০,০০০ টাকা; মজুদ পণ্য ২০,০০০ টাকাদ; প্রদেয় বিল ১০,০০০ টাকা; সুনাম ১৫,০০০; দেনাদার ১০,০০০ টাকা। উক্ত কোম্পানির চলতি অনুপাত কত?

    A
    ২ঃ১

    B
    ৩ঃ১

    C
    ১ঃ১

    D
    ৪ঃ১

    Note: চলতি অনুপাত= `চলতি সম্পদ/চলতি দায়=৪০,০০০০/১০,০০০`=৪ঃ১ এখানে চলতি সম্পদ=নগদ+মজুদ পণ্য+দেনাদার =১০,০০০+২০,০০০+১০,০০০=৪০,০০০ এবং চলতি দায়=প্রদেয় বিলসমূহ=১০,০০০ টাকা।
    1. Report
  7. Question: নিট কার্যকরী মূলধনের পরিমাণ ৬৫,৯০০০ টাকা এবং চলতি অনুপাত হল ৭ঃ৩। স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ কত?

    A
    ১৯,৯৭০ টাকা

    B
    ৪৯,৪২৫ টাকা

    C
    ৪৬,১০০ টাকা

    D
    ১,৫৩,৭৬৭ টাকা

    Note: এখানে চলতি অনুপাত ৭ঃ৩ মানে চলতি সম্পিদ ৭ ও চলতি দায় ৩ অর্থা চলতি মূলধন ৪। সুতরাং চলতি দায় `৩/৪cx৬৫,৯০০=৪৯,৪২৫ টাকা।
    1. Report
  8. Question: ত্বরিত অনুপাত কোনটি?

    A
    চলতি সম্পত্তি/চলতি দায়

    B
    ত্বরিত সম্পত্তি/চলতি দায়

    C
    ত্বরিত সম্পত্তি/ত্বরিত দায়

    D
    চলতি সম্পত্তি/ত্বরিৎ দায়

    Note: আমরা জানি, ত্বরিৎ/তরল/এসিডটেসসট/দ্রুত অনুপাত `ত্বরিৎ সম্পত্তি/ত্বরিৎ দায়`
    1. Report
  9. Question: কোনটি চলতি সম্পত্তি নয়?

    A
    বিনিয়োগ-পরিচালনা চক্রে নগদে রূপান্তরযোগ্য

    B
    বিনিয়োগ-পরিচালনা চক্রে নগদে রূপান্তরযোগ্য নয়।

    C
    স্বল্পমেয়াদী বিনিয়োগ

    D
    কোনটিই নয়

    Note: প্রশ্নটির সঠিক উত্তরে জন্য প্রদত্ত অপশন গুলোর মধ্যে একমাত্র (খ) অপশনটি চলতি সম্পত্তির মধ্যে পরে না। চলতি সম্পত্তি গুলো হল-নগদ, যোগ্য, প্রাপ্য সমূহ ইত্যাদি। (খ) বিনিয়োগ-যা নগদে রূপান্তর যোগ্য নয়, তা হল স্থায়ী সম্পত্তির অন্তর্গত
    1. Report
  10. Question: স্বল্পমেয়াদী স্বচ্ছলতার প্রতীক কোনটি?

    A
    চলতি অনুপাত

    B
    দায়-মালিকানা অনুপাত

    C
    মূলধন গিয়ারিং অনুপাত

    D
    নীট মুনাফা অনুপাত

    Note: (খ) দায়-মালিকানা অনুপাত প্রতিষ্ঠানের দীর্ঘ মেয়াদী দায়ের বিপরীতে মালিকানা স্বত্ব বা মূলধনের নির্দেশ করে। প্রতিষ্ঠানের সাধারণ মূলধন বা মালিকানা স্বত্বকে স্থির খরচ যুক্ত তহবিল দ্বারা ভাগ করলে (গ) মূলধন গিয়ারিং অনুপাত পাওয়া যায় যা স্বল্পমেয়াদী স্বচ্ছলতা প্রকাশ করে না। (ঘ) নীট মুনাফা অনুপাত প্রতিষ্ঠানের বিক্রয় দক্ষতা প্রকাশ করে (ক) চলতি অনুপাত-চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। যা প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী স্বচ্ছলতার প্রতীক।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd