হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি কোম্পানীর চলতি দায় ২০,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ২। ঐ কোম্পানির নীট কার্যকরী মূলধন হল-

    A
    ৫০,০০০ টাকা

    B
    ৪০,০০০ টাকা

    C
    ৩০,০০০ টাকা

    D
    ৮,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  2. Question: কোনটি দিয়ে অনুপাতের উন্নতি হবে না-

    A
    অতিরিক্ত স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ

    B
    পণ্য ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী ঋণপত্র বিক্রয়

    C
    স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য সাধারণ শেয়ার বিক্রয়

    D
    পাওনাদারকে পরিশোধের জন্য স্থায়ী সম্পত্তি বিক্রয়

    Note: স্থায়ী সম্পত্তি ক্ররে জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণ করা হলে, স্থায়ী সম্পত্তি ও চলতি দায় (স্বল্পমেয়াদী ঋণ) বৃদ্ধি পায় ফলে, চলতি অনুপাতের কোনো উন্নতি হবে না।
    1. Report
  3. Question: বিনিয়োগের উপর লাবের হার নির্ণয় করা হয়-

    A
    নীট মুনাফা/গড় মোট সম্পত্তি

    B
    নীট মুনাফা/মোট বিক্রয়

    C
    নীট মুনাফা/গড় মোট মূলধন

    D
    বিক্রয/গড় মোট সম্পত্তি

    Note: Not available
    1. Report
  4. Question: নীট সম্পত্তি বলতে বুঝায়?

    A
    চলতি সম্পত্তি বাদ চলতি দায়

    B
    মূলধন বাদে মোট সম্পত্তি

    C
    মোট সম্পত্তি বাদ মোট দায়

    D
    মোট সম্পত্তি বাদ চলতি দায়

    Note: সম্পত্তি বলতে মোট সম্পত্তি হতে মোট দায় বিয়োগ করাকে বোঝায়।
    1. Report
  5. Question: বিনিয়োগের উপর লাভের হার নির্ণয় করা হয়-

    A
    নীট মুনাফা/গড় মোট সম্পত্তি

    B
    নীট মুনাফা/মোট বিক্রয়

    C
    নীট মুনাফা/গড় মোট মূলধন

    D
    বিক্রয/গড় মোট সম্পত্তি

    Note: Not available
    1. Report
  6. Question: দায়-মালিকানা অনুপাত ১ঃ২। মালিকানা তহবিল ২,০০০ টাকা হলে মোট দায় হবে-

    A
    ৪,০০০ টাকা

    B
    ১,০০০ টাকা

    C
    ৬৬৭ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: বিক্রয় ১,২৪,৮৭৫ টাকা, মালিকানা তহবিল ৩,০৩,৭৫০ টাকা, এবং মূলধন আবর্তন অনুপাত ০.৩০ বার হলে, বিনিয়োজিত মূলধন-

    A
    ৯১,১২৫ টাকা

    B
    ৪,১৬,২৫০ টাকা

    C
    ৮,৫০,০০০ টাকা

    D
    ৩,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: গড় প্রাপ্য হিসাব ৫০,০০০ টাকা। প্রাপ্য হিসাব আবর্তন ৪ বার। নগদ বিক্রয় ৬,৫০,০০০ টাকা হলে, মোট বিক্রয় হবে?

    A
    ২,০০,০০০ টাকা

    B
    ৪,০০,০০০ টাকা

    C
    ৮,৫০,০০০ টাকা

    D
    ৩,২০,০০০ টাকা

    Note: এখানে ধারে বিক্রয়ের পরিমাণ=গড় প্রাপ্য হিসাবxপ্রাপ্য হিসাব আবর্তন =৫০,০০০x৪,=২,০০,০০০ টাকা মোট বিক্রয়=নগদ বিক্রয়+ধারে বিক্রয় =৬,৫০,০০০+২,০০,০০০ =৮,৫০,০০০ টাকা।
    1. Report
  9. Question: কোন প্রতিষ্ঠানের কার্যকরী মূলধন অনুপাত ২ঃ১ এবং চলতি দায়ের পরিমাণ ৩৬,০০০ টাকা হলে মোট বিক্রয় হবে-

    A
    ২ঃ১

    B
    ৩ঃ১

    C
    ১ঃ১

    D
    ৪ঃ১

    Note: Not available
    1. Report
  10. Question: কোন কোম্পানির পরিশোধিত মূলধন ৪,০০,০০০ টাকা, নীট লাভ ৩,০০,০০০ টাকা, ঋণপত্র ২,০০,০০০ টাকা, স্থায়ী সম্পদ ৫,৫০,০০০ টাকা, চলতি দায় ১,০০,০০০ টাকা। উল্লেখিত তথ্য হতে কোম্পানির বিনিয়োগের উপর মুনাফা অর্জনের হার নির্ণয় কর।

    A
    ৪২.৮৬%

    B
    ৫০%

    C
    ৩৫%

    D
    ৩০%

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd