হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোন অনুপাতটি তরলতা পরিমাপক নয়?

    A
    চলতি অনুপাত

    B
    সম্পদ টার্নওভার

    C
    মুজদ টার্নওভার

    D
    প্রাপ্য হিসাব টার্নওভার

    Note: সঠিক উত্তরের জন্য প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র অপশন (গ) মজুদ টার্নওভার-ই তরলতা বা তারল্য নির্দেশ করে না বা পরিমাপক নয়।
    1. Report
  2. Question: তারল্য অনুপাত নির্দেশ করে?

    A
    ব্যবসায়ের দায় পরিশোধের ক্ষমতা

    B
    ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা

    C
    ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধের ক্ষমতা

    D
    ব্যবসায়ের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা

    E
    ক ও খ উভয়ই

    Note: তারল্য অনুপাত ব্যবসায়ের তারল্য বা চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে।
    1. Report
  3. Question: কোন অনুপাতটি কারবারের দীর্ঘকালীন স্বচ্ছলতার পরিচায়ক?

    A
    চলতি অনুপাত

    B
    ত্বরিত অনুপাত

    C
    নীট লাভ অনুপাত

    D
    কার্যকরি মূলধন অনুপাত

    E
    মূলধন গিয়ারিং অনুপাত

    Note: চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, নীটলাভ অনুপাত কার্যকরি মূলধন অনুপাতগুলো হলো স্বল্প মেয়াদী স্বচ্ছলতার পরিচালক। এখানে মূলধন গিয়ারিং অনুপাত যা নির্ণয় করা হয় স্থির খরচ যুক্ত তহবিলকে সাধারণ শেয়ার মালিকানা তহবিল দ্বারা ত্যাগ করে। এটি দীর্ঘমেয়াদী স্বচ্ছলতা নির্দেশ করে।
    1. Report
  4. Question: কোন অনুপাতটি কারবারের স্বচ্ছলতার পরিচায়ক?

    A
    চলতি অনুপাত

    B
    মজুদ আবর্তন

    C
    বিক্রয়ের উপর মুনাফার হার

    D
    শেয়ার প্রতি লভ্যাংশ

    E
    কোনটিই নহে

    Note: চলতি অনুপাত কারবারের সচ্ছলতা নির্দেশ করে। চলতি অনুপাত প্রতি এক টাকা চলতি দায়ের বিপরীতে সম্পত্তির পরিমাণ প্রকাশ করে। তাই একে কারবারের সচ্ছলতা পরিচায়ক ধরা হয়।
    1. Report
  5. Question: চলতি অনুপাতের মানদন্ড কত?

    A
    ১ঃ১

    B
    ১ঃ২

    C
    ২ঃ১

    D
    ২ঃ৩

    E
    ৩ঃ২

    Note: Not available
    1. Report
  6. Question: কোন কোম্পানির নীট বিক্রয় ৫,০০,০০০ টাকা, চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,০০,০০০ টাকা এবং গড় মোট সম্পত্তি ২০,০০,০০০ টাকা। উক্ত কোম্পানীর সম্পত্তির উপর মোট মুনাফা কত?

    A
    ১০%

    B
    ৫%

    C
    ২৫%

    D
    ২০%

    Note: Not available
    1. Report
  7. Question: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা নিচের কোন অনুপাত নির্দেশ করে?

    A
    অগ্নি পরীক্ষার অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    সুদ কভারেজ অনুপাত

    D
    মোট সম্পদ আবর্তন হয়

    Note: প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছলতা প্রকাশ করার জন্য স্বচ্ছলতার অনুপাতগুলো নির্ণয় করা হয়। এক্ষেত্রে চলতি ও অগ্নিপরীক্ষার অনুপাত দুটির মধ্যে অগ্নিপরীক্ষার অনুপাত অধিক কার্যকর।
    1. Report
  8. Question: ৩১ ডিসেম্বর ২০১২ তারিখে রহিম ট্রেডার্সের হিসাব নিচের তথ্য দেখাচ্ছে; প্রারম্ভিক মজুদ ৯০,০০০ টাকা; সমাপনী মজুদ ৭০,০০০ টাকা; সমাপনী মজুদ ৭০,০০০ টাকা; বিক্রিত পণ্যের ব্যয় ৬৬০,০০০ টাকা এবং ৯০০,০০০ টাকা। রহিম ট্রেডার্সের ২০১২ সনে মজুদের দিন ছিল:

    A
    ৩৮.৮ দিন

    B
    ৬৪ দিন

    C
    ৫০ দিন

    D
    ৪৪ দিন

    Note: Not available
    1. Report
  9. Question: মুনাফাযোগ্যতা নিরূপণে কোন অনুপাত বিবেচিত হয় না?

    A
    মুনাফা মার্জিন

    B
    সম্পত্তির উপর উপার্জন হার

    C
    ইক্যুইটির উপর উপার্জন হার

    D
    দায়-মূরধন অনুপাত

    Note: মুনাফা যোগ্যতা নিরূপনে মুনাফাকে বিভিন্ন একক দ্বারা ভাগ করা হয়। এখানে, মুনাফা মার্জিন, সম্পত্তির উপর উপার্জন হার, ইক্যুইটির ওপর উপর্জন হার মুনাফা যোগ্যতা প্রকাশ করে।
    1. Report
  10. Question: কোন অনুপাত তারল্য পরিমাপক করে না?

    A
    চলতি অনুপাত

    B
    সম্পত্তির আবর্তন হার

    C
    প্রাপ্য হিসাব আবর্তন হার

    D
    মজুদ আবর্তন হার

    Note: এখানে সম্পত্তির আবর্তন হার তার‌ল্য পরিমাপ করে না।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd