হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: Liquidity Ratio কি নির্দেশ করে?

    A
    ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা

    B
    ব্যবসায়ের চলতি দায় পরিশোধ ক্ষমতা

    C
    ব্যবসায়ের উন্নয়ন ব্যয় পরিশোধ ক্ষমতা

    D
    ব্যবসায়ের দীর্ঘ মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা

    Note: Liquidity Ratio বা চলতি অনুপাত ব্যবসায়ের চলতি দায় পরিশোধের ক্ষমতা নির্দেশ করে।
    1. Report
  2. Question: কোন অনুপাতটি তারল্য পরিমাপ করে-

    A
    মূলধনের উপর মুনাফার হার

    B
    সম্পত্তির উপার্জন হার

    C
    প্রান্তিক মুনাফা হার

    D
    চলতি অনুপাত

    Note: তারল্য পরিমাপক অনুপাতগুলো হলো চলতি অনুপাত, ত্বরিত অনুপাত, চলতি মূলধন অনুপাত প্রভৃতি।
    1. Report
  3. Question: নগদ ৯০০০ টাকা, সমাপনী মজুতপণ্যের ১৫,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, সুনাম ৭,০০০ টাকা, প্রাপ্য বিল ৬০০০ টাকা হলে ত্বরিত অনুপাত কত?

    A
    ১ঃ১

    B
    ১৫ঃ১

    C
    ২ঃ১

    D
    ৩ঃ১

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয় ২,০০,০০০ টাকা ১,০০,০০০ টাকা, মূলধন ৫,০০,০০০ টাকা, মোট লাভ ৬০,০০০ টাকা হলে মোট লাভ অনুপাত-

    A
    ১২%

    B
    ৬০%

    C
    ৪০%

    D
    ৩০%

    Note: Not available
    1. Report
  5. Question: মোট বিক্রয় ৪,০০,০০০ টাকা, বিক্রয়ের উপর মোট লাভ ২০%, গড় মজুদ ৫০,০০০ টাকা। মজুদ আবর্তন কত?

    A
    ৫০ দিন

    B
    ৫৭ দিন

    C
    ৬২ দিন

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  6. Question: ক্ষুদ্র ব্যবসায়কে ঋণ প্রদানের পূর্বে একজন ব্যাংক ব্যবস্থাপক কোন ধরনের অনুপাত সবচেয়ে বেশি বিবেচনা করে?

    A
    দক্ষতা

    B
    শেয়ারহোল্ডার

    C
    তারল্য

    D
    সবগুলি

    Note: এখানে, ক্ষুদ্র ব্যবসায়কে ঋণ দেয়ার আগে ব্যাংক ব্যবস্থাপক উক্ত ব্যবসায়ের তারল্য অনুপাত সবচেয়ে বেশি বিবেচনা করবে।
    1. Report
  7. Question: অনুপাত বিশ্লেষণ জানা যায়-

    A
    প্রতিষ্ঠানের উন্নতি

    B
    প্রতিষ্ঠানের অবনতি

    C
    প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা

    D
    সবগুলোই

    Note: এখানে, অনুপাত বিশ্লেষণ হতে প্রতিষ্ঠানের উন্নতি বা অবনতি সম্পর্কিত সার্বিক আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়।
    1. Report
  8. Question: Return on asset বলতে কী বুঝায়?

    A
    কতটুকু সম্পদ বিনিয়োগ যায়

    B
    মোট সম্পদ ও দায়ের পার্থক্য

    C
    সম্পদ ও দেনার সুদ সম্পর্কে

    D
    উপরের সবগুলোই

    Note: Return on Asset বলতে কতটুকু সম্পদ বিনিয়োগ করা যায় তা বুঝায়।
    1. Report
  9. Question: বিক্রয়ের পরিমাণ ৮০,০০০ টাকা এবং বিনিয়োজিত মূলধনের পরিমাণ ১,০৬,২০০ টাকা হলে, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত কত?

    A
    ৭.৫

    B
    ০.৫৭

    C
    ৭৫

    D
    ০.৭৫

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি তারল্য সম্পর্কে ধরাণা দেয়?

    A
    দেনাদার আবর্তন অনুপাত

    B
    নীট লাভ অনুপাত

    C
    দায়-মালিকানা অনুপাত

    D
    ত্বরিত অনুপাত

    Note: এখানে, ত্বরিত অনুপাত কোন প্রতিষ্ঠানের তারল্য সম্পর্কে ধারণা দেয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd