Question: কোন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় কোন অনুপাতের মাধ্যমে?
A
চলতি অনুপাতে
B
ত্বরিত অনুপাত
C
চলতি সম্পত্তির আবর্তন অনুপাত
D
চলতি মূলধন অনুপাত
Note: ক. চলতি অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। খ. ত্বরিত অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে। গ. চলতি সম্পত্তির আবর্তন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত সম্পত্তি কতটুকু কার্যকরভাবে ব্যবহার করছে তা জানা যায়। ঘ. চলতি মূলধনের অনুপাত চলতি অনুপাতের বিকল্প হিসাবে কাজ করে।
Question: একটি শিল্প মার্চ হতে জুলাই পর্যন্ত পাঁচ মাসে যথাক্রমে ৫, ৬, ৮, ৭ এবং ৫ টাকা দরে যথাক্রমে ২০০, ২০০, ১০০, ২০০ এবং ২০০ একর কাঁচামাল ক্রয় করলে ৩ মাস ভিত্তিতে জুন মাসের মাল ইস্যুর চলিষ্ণু গড়-