হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: মোটের উপর উপার্জন ক্ষমতা হলো-

    A
    সম্পত্তি আবর্তন

    B
    মোট লাভের হার

    C
    সম্পত্তি হতে উপার্জন

    D
    কোনটিই নয়

    Note: মোটের উপর উপার্জণ ক্ষমতা বলতে বুঝায় সম্পত্তি উপার্জন ক্ষমতা।
    1. Report
  2. Question: ঋণপত্র ১৫০,০০০ টাকা, ইক্যুইটি মূলধন ২০০,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি ৯০,০০০ টাকা, পুঞ্জীভূত মুনাফা ৬০,০০০ টাকা। ঋণ ও ইক্যুইটির অনুপাত কত?

    A
    ৩:৪

    B
    ৫:৮

    C
    ১৫:২৯

    D
    ৩:৭

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোনটি সম্পদ ব্যবস্থাপনার অনুপাত?

    A
    দেনাদার আবর্তন অনুপাত

    B
    চলতি অনুপাত

    C
    দায়-মারিকানা অনুপাত

    D
    মোট লাভ অনুপাত

    Note: দেনাদার আবর্তন অনুপাত হলো সম্পদ ব্যবস্থাপনার অনুপাত।
    1. Report
  4. Question: কোন প্রতিষ্ঠানের তাৎক্ষণিক ঋণ পরিশোধের ক্ষমতা জানা যায় কোন অনুপাতের মাধ্যমে?

    A
    চলতি অনুপাতে

    B
    ত্বরিত অনুপাত

    C
    চলতি সম্পত্তির আবর্তন অনুপাত

    D
    চলতি মূলধন অনুপাত

    Note: ক. চলতি অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের ক্ষমতা নির্দেশ করে। খ. ত্বরিত অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের তাৎক্ষণিক ক্ষমতা নির্দেশ করে। গ. চলতি সম্পত্তির আবর্তন অনুপাতের মাধ্যমে প্রতিষ্ঠান তার বিনিয়োগকৃত সম্পত্তি কতটুকু কার্যকরভাবে ব্যবহার করছে তা জানা যায়। ঘ. চলতি মূলধনের অনুপাত চলতি অনুপাতের বিকল্প হিসাবে কাজ করে।
    1. Report
  5. Question: কিভাবে একটি লাভজনক ব্যবসায় ব্যর্থ হতে পারে?

    A
    দায় পরিশোধে ব্যর্থ হওয়া

    B
    অতিরিক্ত নগদ হাতে থাকা

    C
    স্থায়ী সম্পত্তি কম হওয়া

    D
    ব্যাংক জমা অতিরিক্ত থাকা

    Note: কোন লাভজনক ব্যবসায় যদি অতিরিক্ত পরিমাণে নগদ অর্থ হাতে রেখে দেয়, কোনো কাজে ব্যবহার না করে তবে উক্ত ব্যবসায় ব্যর্থ হতে পারে।
    1. Report
  6. Question: 'Capital Gearing' অনুপাতের আদর্শ মান কত?

    A
    ১ঃ২

    B
    ১ঃ১

    C
    ২ঃ১

    D
    ১ঃ৩

    Note: Not available
    1. Report
  7. Question: বাজেয়াপ্ত শেয়ার পুনবিলির পর শেয়ার বাজেয়াপ্ত হিসাব-এর জের কোন হিসাবে নেয়া হয়?

    A
    লাভ ক্ষতি হিসাব

    B
    মূলধন হিসাব

    C
    মূলধন সঞ্চিতি হিসাব

    D
    মুনাফা সঞ্চিতি হিসাব

    E
    লাভ ক্ষতি বণ্টন হিসাব

    Note: বাজেয়াপ্ত শেয়ার পুনঃবিলির পর যদি বাজেয়াপ্ত হিসাবের কোন জের থাকে তবে তা মূলধন সঞ্চিতি হিসাবে স্থানান্তর করা হয়।
    1. Report
  8. Question: একটি শিল্প মার্চ হতে জুলাই পর্যন্ত পাঁচ মাসে যথাক্রমে ৫, ৬, ৮, ৭ এবং ৫ টাকা দরে যথাক্রমে ২০০, ২০০, ১০০, ২০০ এবং ২০০ একর কাঁচামাল ক্রয় করলে ৩ মাস ভিত্তিতে জুন মাসের মাল ইস্যুর চলিষ্ণু গড়-

    A
    ৫ টাকা

    B
    ৫.৩৩ টাকা

    C
    ৬ টাকা

    D
    ৭ টাকা

    E
    ৮ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: কোনটির বৃদ্ধি কোম্পানির জন্য ভাল নয়-

    A
    মজুদ আবর্তন অনুপাত

    B
    দেনাদার আবর্তন অনুপাত

    C
    পাওনাদার আবর্তন অনুপাত

    D
    নিট মুনাফা অনুপাত

    E
    পরিচালন মুনাফার অনুপাত

    Note: মজুদ আবর্তন অনুপাত বৃদ্ধি কোনো কোম্পানির জন্য ভালো নয়।
    1. Report
  10. Question: মূলধন গিয়ারিং অনুপাত এক প্রকার-

    A
    সম্পদ ব্যবস্থাপনার অনুপাত

    B
    মুনাফা অর্জন অনুপাত

    C
    লিভারের অনুপাত

    D
    আর্থিক সচ্ছলতা অনুপাত

    E
    তারল্য অনুপাত

    Note: মূলধন গিয়ারিং অনুপাত হলো আর্থিক সচ্ছলতা অনুপাত।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd