হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নীট মুনাফা অনুপাত কোনটি?

    A
    নীট মুনাফা/নীট বিক্রয়

    B
    নীট বিক্রয়/নীট মুনাফা

    C
    নীট মুনাফা/মোট মুনাফা

    D
    নীট মুনাফা/মোট বিক্রয়

    Note: নীট বিক্রয়ের উপর নীট মুনাফার হার বের করার জন্য নীট মুনাফা অনুপাতটি ব্রবহরা করা হয়। এ জন্য নীট মুনাফাকে নীট বিক্রয় দিয়ে ভাগ করা হয়। অর্থাৎ নীট মুনাফা অনুপাত=`নীট মুনাফা/নীট বিক্রয়`
    1. Report
  2. Question: প্রারম্ভিম মজুদ ৩,০০০ টাকা, সমপণী মজুদ ৫,০০০ টাকা, বিক্রয় ৪০,০০০ টাকা এবং লাভের হার ২০% হলে মজুদ পণ্যের আবর্তন কত?

    A
    ৮ গুণ

    B
    ৭.৫ গুণ

    C
    ৫ গুণ

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  3. Question: প্রারম্ভিক দেনাদার ৩০,০০০ টাকা এবং সমাপনী দেনাদার ৫০,০০০ টাকা, ধারে বিক্রয় ১০,০০,০০০ টাকা হলে দেনাদার আবর্তণ অনুপাত কত?

    A
    ২০ বার

    B
    ১৬ বার

    C
    ২৫ বার

    D
    ১৫ বার

    Note: আমরা জানি, দেনাদার আবর্তন অনুপাত=`নীট ধারে বিক্রয়/গড় দেনাদার` দেয়া আছে, ধারে বিক্রয়=১০,০০,০০০ টাকা গড় দেনাদার =`৩০,০০০+৫০,০০০/২`=`৮০,০০০/২`=৪০,০০০ টাকা সুতরাং দেনাদার আবর্তন অনুপাত=`১০,০০০/৪০,০০০`=২৫ বার
    1. Report
  4. Question: কোনটি লিভারেজ অনুপাত নয়?

    A
    মোট দায় সম্পত্তি অনুপাত

    B
    সুদ কভারেজ অনুপাত

    C
    গড় আদয় সময় অনুপাত

    D
    দায় মালিকানা অনুাত

    Note: লিভাররজ অনুপাত হল গড় আদায় সময় অনুপাত। যা থেকে একটি প্রাপ্য হিসাব কতদিনে নগদ টাকায় পরিণত হয় তা জানা যায়।
    1. Report
  5. Question: কোনটি লিভারেজ অনুপাত নয়?

    A
    ৬.৭২

    B
    ৬.৩

    C
    ৩.৩৬

    D
    ৩.১৫

    Note: Not available
    1. Report
  6. Question: নীট বিক্রয়২১,০০০ টাকা, লাভ ক্রয় মূল্যের উপর ২৫% প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা, সমাপনী মজুদ ৩,০০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?

    A
    ৬.৭২

    B
    ৬.৩

    C
    ৩.৩৬

    D
    ৩.১৫

    Note: Not available
    1. Report
  7. Question: কোনটি একটি প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতার মূল্যায়ন করে?

    A
    চলতি অনুপাত

    B
    এ্যাসিড টেস্ট অনুপাত

    C
    ক ও খ উভয়ই

    D
    কোনটিই নয়

    Note: চলতি অনুপাত প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে। ত্বরিত বা এসিডটেস্ট অনুপাত প্রতিষ্ঠানের ত্বরিত দায় পরিশোধের ক্ষমতা মূল্যায়ন করে।
    1. Report
  8. Question: একটি কোম্পানির চলতি অনুপাত ২ঃ৫ এবং চলতি সম্পত্তি ৩,০০,০০০ টাকা হলে চলতি দায় কত?

    A
    ৭,৫০,০০০ টাকা

    B
    ৬,০০,০০০ টাকা

    C
    ৬,৬০,০০০ টাকা

    D
    ১,২০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: দীর্ঘমেয়াদী দায় ২০,০০০ টাকা; চলতি সম্পত্তি ২৫,০০০ টাকা এবং চলতি অনুপাত ৫ঃ২ হলে মোট দায়কত?

    A
    ২০,০০০ টাকা

    B
    ২৫,০০০ টাকা

    C
    ৩০,০০০ টাকা

    D
    ৩৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: স্থায়ী সম্পত্তি ৬,০০,০০০ টাকা, কার্যকরী মূলধন ৩,০০,০০০ টাকা এবং চলতি দায় ১,০০,০০০ টাকা হলে মোট সম্পত্তি কত?

    A
    ১০,০০,০০০ টাকা

    B
    ৪,০০,০০০ টাকা

    C
    ৮,০০,০০০ টাকা

    D
    ৩,০০,০০০ টাকা

    Note: কার্যকরী মূরধন=চলতি সম্পত্তি-চলতিদায় বা চলতি সম্পত্তি=কার্যকরী মূলধন+চলতি দায় =৩,০০,০০০+১,০০,০০০=৪,০০,০০০ টাকা মোট সম্পত্তি=স্থায়ী সম্পত্তি+চলতি সম্পত্তি=৬,০০,০০০+৪,০০,০০০ =১০,০০,০০০ টাকা।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd