হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: একটি কোম্পানী ১৯৭৭ সালের ১লা জানুয়ারী তারিখে ৮০,০০০ টাকায় একটি দালান ক্রয় করে। ১৯৮১ সালের ডিসেম্বর মাসে উক্ত দালানের নীট বই মূল্য ৬৪,০০০ টাকা এবং বাজার মূল্যে ১,০০,০০০ টাকা ছিল। ১৯৮২ সালের ১লা জানুয়ারি তারিখে দালানাটি সম্পূর্ণভাবে আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি বীমা দাবি বাবদ ৭২,০০০ টাকা পরিশোধ করে। মুনাফা অথবা ক্ষতি কত টাকা ছিল?

    A
    মুনাফা ১৬,০০০ টাকা

    B
    মুনাফা ৩৬,০০০ টাকা

    C
    ক্ষতি ৮,০০০ টাকা

    D
    মুনাফা ৮,০০০ টাকা

    Note: ১৯৮১ সালের ডিসেম্বর মাসে একটি দালানের বই মূল্য ৬৪,০০০ টাকা বা ১৯৮২ সালের ১লা জানুয়ারী আগুনে বিনষ্ট হয় এবং ৭২,০০০ টাকা বীমা দাবী পায়। ফলে উক্ত কোম্পানীর লাভ হয় ৮,০০০ টাকা (৭২,০০০-৬৪,০০০)। এখানে দালানের বাজার মল্য ১,০০,০০০ টাকা যা বই মূল্য ৬৪,০০০ টাকা অপেক্ষা বেশি হওয়ায় রক্ষণশীলতার নীতি অনুসারে বিবচ্য নয়।
    1. Report
  2. Question: ২০১২ সালে মল্লিক এন্ড কোং এর বিক্রয় ৩, ৭৬,০০০ টাকাদ মোট ১,৭৬,০০০ টাকা; পরিচালন ব্যয় ৬৬,০০০ টাকা; নগদ লভ্যাংশ প্রদান ৩০,০০০ টাকা এবং অন্যান্য খরচ চিল ২০,০০০ টাকা। করের হার ৩০% হলে করের পরিমাণ কত?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ৫২,৮০০ টাকা

    C
    ১,১২,৮০০ টাকা

    D
    ২৭,০০০ টাকা

    Note: লভাংশ প্রদানের পূর্বের আয়ের উপর কর দিতে হয়। সুতরাং এখানে কর=(১৭৬,০০০-৬৬০০০-২০০০০)X৩০%=২৭,০০০ টাকা
    1. Report
  3. Question: নীট স্বত্ব কী?

    A
    বহি:দায়

    B
    নীট লাভ

    C
    নীট ক্ষতি

    D
    মূলধন

    Note: নীট স্বত্ব বলতে সাধারণত মালিকানা স্বত্বকে বুঝায়। আর মালিকানা স্বত্ব হল মালিক কর্তৃক কারবারে সরবরাহকৃত সম্পদ বা অর্থ যা মূলধন নামে পরিচিত। নীট স্বত্ব নির্ণয়ের সূত্র হল মোট সম্পত্তি (-) মোট দায়=নীট স্বত্ব।
    1. Report
  4. Question: উদ্ধর্তপত্রের চীরত দায় হিসেবে প্রদর্শন করা হয়:

    A
    বন্ড

    B
    শেয়ার অডধিহার

    C
    জমাকৃত মুনাফা

    D
    দেয় লভ্যাংশ

    Note: দেয় লভ্যাংশকে উদ্ধর্তপত্রের চলতি দায় হিসেবে প্রদর্শণ করা হয়।
    1. Report
  5. Question: অনুমোদিত মূলধন ৮,০০,০০০ টাকা, অনাদায়ী ১০,০০০ টাকা । ১৫% হারে লভ্যাংশ প্রদান করতে হলে লভ্যাংশের পরিমাণ হবে-

    A
    ১,২০,০০০ টাকা

    B
    ৮২,৫০০ টাকা

    C
    ৮৪,০০০ টাকা

    D
    ৮৫,৫০০ টাকা

    Note: এখানে আদায়কৃত মূলধন=তলবী মূলধন-অনাদায়ী = (৫,৬০,০০০-১০,০০০) = ৫,৫০,০০ টাকা সুতরাং লভ্যাংশের পরিমাণ= ৫,৫০,০০০x১৫%=৮২,৫০০ টাকা
    1. Report
  6. Question: গোপন সঞ্চিতি প্রদর্শন করা হয়-

    A
    উদ্ধর্তপত্রের নীচে পাদঢীকায়

    B
    উদ্ধর্তপত্রের দায় পাশে

    C
    উদ্ধর্তপত্রের সম্পত্তি পাশে

    D
    কোনটিই নয়

    Note: গোপন সঞ্চিতি হিসাব বিবরণীর কোথাও প্রদর্শণ করা হয় না। শুধুমাত্র উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক-ইহা সম্পর্কে জানতে পারে।
    1. Report
  7. Question: কোম্পানির ক্ষেত্রে লাভ ক্ষতি বন্টন হিসাবে দেখানো হয় না-

    A
    অন্তবর্তী লভ্যাংশ

    B
    প্রস্তাবিত লভ্যাংশ

    C
    সঞ্চিতিতে স্থানান্তর

    D
    অ-দাবীকৃত লভ্যাংশ

    Note: লভ্যাংশ ঘোষণার পর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত হওয়ার পর যদি কোনো শেয়ার মালিকগণ কোনো লভ্যাংশ দাবি না করে তবে তা অ-দাবিকৃত লভ্যাংশ হিসেবে ধরা হয়। একে উদ্ধর্তপত্রের দায়ের দিকে সঞ্চিতি ও উদ্ধৃত্ত এর অংশ হিসেবে দেখানোর বিধান রয়েছৈ।
    1. Report
  8. Question: অ-বীমাকৃত পণ্য আগুনে বিনষ্টহলে-

    A
    মোট লাভ হ্রাস পায়

    B
    মোট লাভ বৃদ্ধি পায়

    C
    মোট লাভ অপরিবর্তিত থাকে

    D
    নীট লাভ অপরিবর্তিত থাকে

    Note: পণ্য আগুনে বিনষ্ট (বীমাকৃত/অবীমাকৃত) হলে তা মোট লাভ বা মুনাফায় কোন প্রভাব ফেলে না। অর্থাৎ মোট লাভ অপরিবর্তিত থাকে।
    1. Report
  9. Question: নিচের কোনটি পরিমেলবন্ধের বিষয় নয়-

    A
    কোম্পানির নাম

    B
    কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা

    C
    কারবারের উদ্দেশ্য

    D
    সভা আহবানের নিয়ম

    E
    মূলধনের পরিমাণ

    Note: কোম্পানীর প্রধান দলিল পরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়মাবলীল বিষয়।
    1. Report
  10. Question: নিচের কোনটি পরিমেলবন্ধের বিষয় নয়-

    A
    কোম্পানীর নাম

    B
    কোম্পানির প্রধান কার্যালয়ের ঠিকানা

    C
    কারবারের উদ্দেশ্য

    D
    সভা আহ্বানের নিয়ম

    E
    মূলধনের পরিমাণ

    Note: কোম্পানির প্রধান দলিল পেরিমেলবন্ধ বা সংঘস্মারক এর অন্তবর্তী প্রধান বিষয়গুলো হল, কোম্পানির নাম, প্রধান কার্যালয়ের ঠিকানা, কারবারের উদ্দেশ্য পরিমেলবন্ধের বিষয় নয়, এটি পরিমেল নিয়ামবলীর বিষয়।
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd