হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনটি আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্ধর্তপত্রে প্রদর্শিত হয় না?

    A
    গোপন সঞ্চিতি

    B
    বকেয়া ভাড়া

    C
    অগ্রিম বিমা

    D
    বিলম্বিত বিজ্ঞাপন

    Note: Not available
    1. Report
  2. Question: সকল প্রকার প্রত্যক্ষ আয় ও ব্যয় অন্তর্ভুক্ত করা হয়-

    A
    আয় বিবরণীতে

    B
    ব্যয় বিবরণীতে

    C
    আর্থিক বিবরণীতে

    D
    আর্থিক অবস্থার বিবরণীতে

    Note: Not available
    1. Report
  3. Question: নিচের কোন ধরনের উদ্ধত্তগুলো আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধর্তপত্রে দেখানো হয় না?

    A
    সম্পত্তি হিসাব

    B
    দায় হিসাব

    C
    আয় বা ব্যয় হিসাব

    D
    মালিকানা স্বত্ব হিসাব

    Note: Not available
    1. Report
  4. Question: আয় বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য হচ্ছে-

    A
    কারবারের অর্জিত নিট মুনাফার/লাভর পরিমাণ জানা

    B
    ব্যবসায়ের বিক্রীত পন্যের ব্যয়ের পরিমাণ জানা

    C
    নিট বিক্রয়ের পরিমান জানা

    D
    নিট ক্রয়ের পরিমান জানা

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোন ধরনের উদ্ধত্তগুলো আর্থি অবস্থার বিবরণী বা উদ্ধর্তপত্রে দেখানো হয় না?

    A
    সম্পত্তি হিসাব

    B
    দায় হিসাব

    C
    আয় বা ব্যয় হিসাব

    D
    মালিকানা স্বত্ব হিসাব

    Note: Not available
    1. Report
  6. Question: রক্ষিত/সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় কেন?

    A
    নিট আয়/লাভ নির্ণয়ের জন্য

    B
    কোম্পানির অর্জিত নিট মুনাফা স্বার্থসংশ্লিষ্ট পক্ষগনের মধ্যে বণ্টন দেখানোর জন্য

    C
    কোম্পানির মজুদ পণ্য মূল্যায়নের জন্য

    D
    কোম্পানির দায়ের পরিমাণ মূল্যায়নের জন্য

    Note: Not available
    1. Report
  7. Question: রক্ষিত/সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করা হয় কেন?

    A
    নিট আয়/লাভ নির্ণয়ের জন্য

    B
    কোম্পানির অর্জিত নিট মুনাফা স্বার্থসংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে বণ্টন দেখানোর জন্য

    C
    কোম্পানির মজুদ পন্য মূল্যায়নের জন্য

    D
    কোম্পানির দায়ের পরিমাণ মূল্যায়নের জন্য

    Note: Not available
    1. Report
  8. Question: মালিকানা স্বত্ব বিবরণী কী প্রকাশ করে

    A
    কারবারের সম্পত্তির ওপর মালিক/মালিকবর্গের দাবি

    B
    কারবারের সম্পত্তির ওপর পাওনাদারের দাবি?

    C
    কারবারের সম্পত্তির ওপর বিনিয়োগকারীদের দাবি।

    D
    কারবারের সম্পত্তির ওপর সরকারের দাবি।

    Note: Not available
    1. Report
  9. Question: নিট ক্রয় হচ্ছে-

    A
    ক্রয় বাদ ক্রয় পরিবহন

    B
    ক্রয় যোগ ক্রয় পরিবহণ

    C
    ক্রয় বাদ ক্রয় ফেরত এবং ক্রয় বাট্টা

    D
    ক্রয় যোগ ক্রয় পরিবহণ বাদ ক্রয় বাট্টা এবং ক্রয় ফেরত

    Note: Not available
    1. Report
  10. Question: রক্ষিত আয় বিবরণীর মাধ্যমে-

    A
    ব্যবসায়ের নিট আয় নির্ণয় করা হয়

    B
    ব্যবসায়ের নিকট আয় অথবা ক্ষতি নির্ণয় করা হয়।

    C
    শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে নিট আয়ের বন্টন দেখানো হয়

    D
    ব্যবসায়ের আর্থিক অবস্থা জানা যায়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd