Question: আগুনে বিনষ্ট মজুদ পণ্য ১০,০০০ টাকা, যা সমাপনী মজুদ পন্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। গুদামে মজুদ মাল বিমা করা ছিল। বিমা কোম্পানী ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। এ বাবদ লাভ-ক্ষতি হসাবে বা আয় বিবরণীতে কত টাকা খরচ দেখাতে হবে?
Question: রেওয়ামিলে বিজ্ঞাপন ব্যয় উল্লেখ আছে ৪০,০০০ টাকা। সমন্বয়ে বলা হয়েছে, ভোক্তাদের মধ্যে ৫,০০০ টাকা মূল্যের পন্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বিজ্ঞাপন খরচ পাঁচটি আর্থিক বছর অবলোপন করতে হবে। উদ্ধৃত্তপত্রে সম্পত্তি অংশে বিলম্বিত বিজ্ঞাপন বাবদ কত টাকা দেখাতে হবে?