হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক তৈরি করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলে-

    A
    উৎপাদন ব্যয়

    B
    অতিরিক্ত ব্যয়

    C
    মাত্রাতিরিক্ত ব্যয়

    D
    প্রান্তিক ব্যয়

    Note: Not available
    1. Report
  2. Question: একটি দ্রব্য উৎপাদনের মাল খরচ ২,০০০ টাকা, শ্রম খরচ ৬০০ টাকা, কারখানা উপরিব্যয় মূল্য ব্যয়ের ২০%। প্রশাসনিক ব্যয় ৮০০ টাকা, বিক্রয় খরচ ৪০০ টাকা, মুনাফা বিক্রয় মূল্যের ২৫%। মুনাফার পরিমাণ কত?

    A
    ৯০০ টাকা

    B
    ১,১০০ টাকা

    C
    ১,৪৪০ টাকা

    D
    ১,৬০০ টাকা

    Note: Not available
    1. Report
  3. Question: কোন ব্যয়টি রূপান্তর খরচের অংশ নয়?

    A
    মজুরি

    B
    কারখানার বিদ্যুৎ খরচ৭

    C
    যন্ত্রপাতির খরচ

    D
    আন্তঃপরিবহন

    Note: Not available
    1. Report
  4. Question: একজন উৎপাদনকারীর ১০০ একক পণ্য উৎপাদন করতে নিম্নলিখিত খরচগলো হয়েছে: কাঁচামাল ১৫,০০০ টাকা, মজুরি ৬,০০০ টাকা, কারখানা উপরিব্যয় কাঁচামালের ২০% এবং বিক্রয় খরচ কারখানা উপরিব্যয়ের ২০০%। প্রতি একক কত টাকায় বিক্রি করলে বিক্রির ওপর ২৫% লাভ হবে?

    A
    ৩০০ টাকা

    B
    ৩৬০ টাকা

    C
    ৩৭৫ টাকা

    D
    ৪০০ টাকা

    Note: Not available
    1. Report
  5. Question: প্রারম্ভিক মজুদ পণ্য ২৫০ একক, সারা বছরের উৎপাদন ৮০০ একক এবং সমপনী মজুদ পণ্য ১৫০ একক। সারা বছেরের মুনাফা ৯০,০০০ টাকা হলে এককপ্রতি মুনাফা কত?

    A
    ৮৫.৭১ টাকা

    B
    ১০০.০০ টাকা

    C
    ১১২.৫০ টাকা

    D
    ১১৫.০০ টাকা

    Note: Not available
    1. Report
  6. Question: উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ৫,০০০ একক। সমাপনী মজুদ ৪,০০০ একক। বিক্রয় ৩১,০০০ একক। উৎপাদন ব্যয় ১,৫০,০০০ টাকা। এককপ্রতি উৎপাদন ব্যয় কত?

    A
    ৪ টাকা

    B
    ৫ টাকা

    C
    ৬ টাকা

    D
    ৭ টাকা

    Note: Not available
    1. Report
  7. Question: ১০০ একক পণ্যের উৎপাদন খরচ ২,০০০ টাকা। যদি কোম্পানি ক্রয়মূল্যের ওপর ২৫% মুনাফা করে, তাহলে প্রতি একক পণ্যের বিক্রয়মূল্য কত?

    A
    ১৫ টাকা

    B
    ১৬ টাকা

    C
    ২৪ টাকা

    D
    ২৫ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটি প্রত্যক্ষ কাঁচামাল হিসাবে বিবেচিত হয় না?

    A
    রুটি তৈরির ময়দা

    B
    সুতা তৈরির তুলা

    C
    ইট তৈরির কাঁদা মাটি

    D
    শার্ট তৈরির বরকম

    Note: Not available
    1. Report
  9. Question: কারখানায় ব্যবহৃত পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম ও পরোক্ষ অন্যান্য ব্যয়ের মোট সমষ্টিকে কি বলা হয়?

    A
    কারখানা উপরিব্যয়

    B
    বাণিজ্যিক উপরিব্যয়

    C
    মোট উপরিব্যয়

    D
    উপরের সবকটি

    Note: Not available
    1. Report
  10. Question: মেলার স্টল বরাদ্দ ও পরিচালন ব্যয় কিরূপ ব্যায়?

    A
    কারখানা উপরিব্যয়

    B
    প্রত্যক্ষ ব্যয়

    C
    বিক্রয় ও কালীন উপরিব্যয়

    D
    অফিস উপরিব্যয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd