হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: শোরুম ব্যবস্থাপকের বেতন কী জাতীয় ব্যয়?

    A
    স্থায়ী ব্যয়

    B
    অস্থায়ী ব্যয়

    C
    মিশ্র ব্যয়

    D
    প্রত্যক্ষ ব্যয়

    Note: Not available
    1. Report
  2. Question: নিচের কোনটি প্রত্যক্ষ কাঁচামাল?

    A
    মেশিন চালনার মবিল

    B
    আসবাবপত্র তৈরির পেরেক

    C
    সুতা তৈরির তুলা

    D
    শার্ট তৈরির বোতাম

    Note: Not available
    1. Report
  3. Question: কারখানায় ব্যবহৃত পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম ও পরোক্ষ অন্যান্য ব্যয়ের মোট সমষ্টিকে কি বলা হয়?

    A
    কারখানা উপরিব্যয়

    B
    বাণিজ্যিক উপরিব্যয়

    C
    মোট উপরিব্যয়

    D
    উপরের সবকটি

    Note: Not available
    1. Report
  4. Question: নিচের কোনটি প্রত্যক্ষ মজুরি?

    A
    নিরাপত্তা কর্মীর পারিশ্রমিক

    B
    ফোরম্যানের পারিশ্রমিক

    C
    কারখানার মেশিন মেরামত কর্মীর পারিশ্রমিক

    D
    আসবাবপত্র তৈরিতে মিস্ত্রীর পারিশ্রমিক

    Note: Not available
    1. Report
  5. Question: কোনটি নিয়ন্ত্রণযোগ্য ব্যয়?

    A
    অফিস ভাড়া

    B
    কর্মকর্তার বেতন

    C
    কারখানা ভাড়া

    D
    প্রত্যক্ষ কাঁচামাল

    Note: Not available
    1. Report
  6. Question: কোন ব্যয়ের মাধ্যমে সমাপনি মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়?

    A
    পণ্য ব্যয়

    B
    কালীন ব্যয়

    C
    সুযোগ ব্যয়

    D
    পার্থক্যমূলক ব্যয়

    Note: Not available
    1. Report
  7. Question: একটি প্রতিষ্ঠানের ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল ৫০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ খরচ ১০,০০০ টাকা, কারখানা উপরিব্যয় ২০,০০০ টাকা এবং অফিস উপরিব্যয় ৩০,০০০ টাকা হলে উৎপাদন ব্যয় কত?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ১,১০,০০০ টাকা

    C
    ১,২০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: একটি প্রতিষ্ঠানের অফিস কর্মচারীদের বেতন ৩০,০০০ টাকা, অফিস ভাড়া ৪০,০০০ টাকা, অফিসের উপযোগ খরচ ২০,০০০ টাকা, অফিসের আপ্যায়ন খরচ ১০,০০০ টাকা এবং শো-রুমের ভাড়া ১৫,০০০ টাকা হলে প্রশাসনিক ব্যয় কত?

    A
    ৮০,০০০ টাকা

    B
    ৯০,০০০ টাকা

    C
    ১,০০,০০০ টাকা

    D
    ১,৫০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: একটি প্রতিষ্ঠানের বহিঃ পরিবহন ২০,০০০ টাকা, বিজ্ঞাপন খরচ ৩০,০০০ টাকা, শো-রুমের ভাড়া ১০,০০০ টাকা, শো-রুমের কর্মচারীদের বেতন ১৫,০০০ টাকা এবং অফিস আপ্যায়ন খরচ ২৫,০০০ টাকা হলে বিক্রয় ও বন্টন ব্যয় কত?

    A
    ৬০,০০০ টাকা

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ৮৫,০০০ টাকা

    D
    ১,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  10. Question: একটি প্রতিষ্ঠানের কারখানা দালানের ভাড়া ২০,০০০ টাকা, কলকজ্বার অবচয় ২৫,০০০ টাকা, অফিস ভাড়া ১৫,০০০ টাকা এবং পরোক্ষ কাঁচামাল ১০,০০০ টাকা হলে, স্থায়ী ব্যয়ের পরিমাণ কত?

    A
    ৬০,০০০ টাকা

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ৯০,০০০ টাকা

    D
    ১,০০,০০০ টাকা

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd