হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: অনুপার্জিত (অনার্জিত) রাজস্ব (আয়) হিসাব হল:

    A
    সম্পত্তি/সম্পদ

    B
    দায়

    C
    রাজস্ব (আয়)

    D
    খরচ (ব্যয়)

    E
    মালিকানা স্বত্ব

    Note: Not available
    1. Report
  2. Question: নগদান ভিত্তিতে খরচ তখনই লিপিবদ্ধ হয় যখন:

    A
    সেবা প্রদান করা হয়

    B
    ইহা অর্জিত হয়

    C
    নগদ পরিশোধ করা হয়

    D
    ইহা সংঘঠিত হয়

    E
    উপরের সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  3. Question: পুঞ্ভিুত অবচয় হিসাব একটি-

    A
    সম্পত্তি

    B
    দায়

    C
    খরচ

    D
    বিপরীত সম্পত্তি

    E
    আয়

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্রয় বাট্টা হিসাব হল:

    A
    আয় হিসাব

    B
    বিপরীত (প্রতি) আয় হিসাব

    C
    দায় হিসাব

    D
    খরচ হিসাব

    E
    সম্পদ হিসাব

    Note: Not available
    1. Report
  5. Question: মালিক কর্তৃক নগদে বিনিয়োগ-

    A
    রাজস্ব (আয়) বৃদ্ধি করে

    B
    মালিকের স্বত্ব বৃদ্ধি করে

    C
    খরচ (ব্যয়) হ্রাস করে

    D
    সম্পত্তি (সম্পদ) হ্রাস করে

    E
    খরচ (ব্যয়) বৃদ্ধি করে

    Note: Not available
    1. Report
  6. Question: লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার প্রথম ধাপ হল:

    A
    লেনদেন জাবেদায় অন্তর্ভুক্ত করা

    B
    জাবেদার তথ্য খতিয়ান হিসাবসমূহে স্থানান্তর

    C
    রেওয়ামিল প্রস্তুত করা

    D
    প্রতিটি লেনদেন বিশ্লেষণ

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: জাবেদা দাখিলাসমূহ খতিয়ানে স্থানান্তর করা উচিৎ

    A
    হিসাব নম্বর অনুসারে

    B
    বর্ণের ক্রমিক অনুসারে

    C
    সময়ানুক্রমিক বিন্যাসে

    D
    টাকার পরিমাণ অনুসারে

    E
    টাকার ব্যয় অনুযায়ী

    Note: Not available
    1. Report
  8. Question: নিম্নের কোনটি নিয়ন্ত্রণ হিসাব-

    A
    প্রদেয় হিসাব

    B
    নগদ

    C
    মালিকের মূলধন

    D
    বিক্রয়

    E
    মালিকের উত্তোলন

    Note: Not available
    1. Report
  9. Question: নিম্নের কোনটি সহকারী খতিয়ানের সুবিধা নয়?

    A
    স্বতন্ত্র দেনাদার অথবা স্বতন্ত্র পাওনাদারের উপর লেনদেনের প্রভাব দেখায়

    B
    সাধারণ খতিয়ানকে অপরিমিত পুঃখানুপুংখ বর্ণনা থেকে মুক্ত রাখে

    C
    স্বতন্ত্র হিসাবসমূহের ভুল বিবেচনা করে না

    D
    শ্রমের বিভাগ সম্ভবপর করে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: ধার সম্পত্তি (পণ্য ব্যতীত) বিক্রয় লিপিবদ্ধ করা হয়-

    A
    নগদ প্রদান জাবেদায়

    B
    নগদ প্রাপ্তি জাবেদায়

    C
    সাধারণ জাবেদায়

    D
    বিক্রয় জাবেদায়

    E
    ক্রয় জাবেদায়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd