হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: বিক্রয় জাবেদা থেকে সাধারণ খতিয়ানে স্থানান্তর করা হয়-

    A
    প্রতিদিন

    B
    প্রতি মাসে

    C
    প্রতি সপ্তাহে

    D
    প্রতি বচর

    E
    প্রতি তিন মাসে

    Note: Not available
    1. Report
  2. Question: নগদ প্রাপ্তি জাবেদার সাধারণ প্রাপ্য হিসাব কলামের স্বতন্ত্র পরিমাণ সহকারী খতিয়ানে স্থানান্তর করা হয়-

    A
    প্রতিদিন

    B
    প্রতিমাসের

    C
    প্রতি সপ্তাহে

    D
    প্রতি বছর

    E
    প্রতি তিন মাসে

    Note: Not available
    1. Report
  3. Question: ক্রয় জাবেদার স্বতন্ত্র পরিমাণসমূহ প্রদেয় হিসাব খতিয়ানে স্থানান্তর করা হয়-

    A
    প্রতিদিন

    B
    প্রতি সপ্তাহে

    C
    প্রতি মাসে

    D
    প্রতি বছর

    E
    প্রতি তিন মাসে

    Note: Not available
    1. Report
  4. Question: নগদ প্রদান জাবেদার মোট যোগফল স্থানান্তর করা হয়-

    A
    প্রতিদিন

    B
    প্রতি সপ্তাহে

    C
    প্রতি মাসে

    D
    প্রতি বছর

    E
    প্রতি তিন মাসে

    Note: Not available
    1. Report
  5. Question: আয় স্বীকৃতি নীতি নির্দেশ করে যে, হিসাবকালে আয় স্বীকার করতে হবে-

    A
    ইহা অর্জনের পূর্বেই

    B
    ইহা অর্জনের পরে

    C
    যখন ইহা অর্জিত হয়

    D
    যখন ইহা সংগৃহীত হয়

    E
    উপরের সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  6. Question: খরচ প্রদান করে ব্যবহৃত হওয়ার পূর্বে সম্পত্তি হিসেবে লিপিবদ্ধ করা হলে তাকে বলে-

    A
    বকেয়া খরচ

    B
    মধ্যবর্তী/অন্তবর্তী খরচ

    C
    অগ্রপ্রদত্ত/পূর্বেপ্রদত্ত খরচ

    D
    অনুপার্জিত/অনার্জিত খরচ

    E
    উপরের কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: প্রতিটি সমন্বয় দাখিলা প্রভাব ফেলে-

    A
    শুধু উদ্ধৃত্তপত্রের হিসাবসমূহকে

    B
    শুধু আয় বিবরণীর হিসাবসমূহকে

    C
    শুধু খরচ হিসাবসমূহকে উদ্ধর্তপত্র এবং আয় বিবরণীর হিসাবসমূহের উভয়কে

    D
    শুধু আয় বিবরণী ও উদ্ধর্তপত্র

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  8. Question: বকেয়া খরচরে সমন্বয় দাখিলা প্রভাব ফেলে-

    A
    সম্পত্তি এবং খরচে

    B
    আয় বিবরণীতে

    C
    উদ্ধর্তপত্রে ও আয় বিবরণী

    D
    নগদ প্রবাহ বিবরণীতে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  9. Question: রাজস্বসমূহের (আয়সমূহ) এবং খরচসমূহ (ব্যয়সমূহ) প্রদর্শন করা হয়-

    A
    মালিকের স্বত্ববিবরণীতে

    B
    আয় বিবরণীতে

    C
    উদ্ধর্তপত্রে

    D
    নগদ প্রবাহ বিবরণীতে

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: সমাপনী মালিকের স্বত্বের পরিমাণ দেখানো হয়-

    A
    শুধু মালিকের স্বত্ব বিবরণীতে

    B
    শুধু উদ্ধর্তপত্রে

    C
    নগদ প্রবাহ বিবরণীতে

    D
    উদ্ধর্তপত্র ও মালিকের স্বত্ব বিবরণী উভয়টিতে

    E
    কোথাও দেখানো হয় না

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd