হিসাব বিজ্ঞান ২য় পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: সংশোধনী দাখিলা

    A
    হিসাবকালের শুরুতে

    B
    হিসাবকোলের শেষ

    C
    পরবর্তী লেনদেনসমূহ লিপিবদ্ধকরণ সহজ করে

    D
    সকল সমন্বয় দাখিলার জন্য আবশ্যক

    E
    উপরের সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  2. Question: ব্যবহার উপযোগী হওয়ার জন্য তথ্য প্রদান উচিৎ

    A
    প্রাসঙ্গিক

    B
    বিশ্বাসযোগ্য

    C
    তুলনাযোগ্য

    D
    সামঞ্জস্যপূর্ণ

    E
    সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  3. Question: একটি কোম্পানির বছরের পর বছর একই হিসাব নীতি ও পদ্ধতি ব্যবহার করাকে বলে-

    A
    তুলনাযোগ্যতা

    B
    সামঞ্জস্যতা/ধারাবাহিকতার

    C
    প্রাসঙ্গিকতা

    D
    বিশ্বাসযোগ্যতা

    E
    উপরের সবগুলোই সঠিক

    Note: Not available
    1. Report
  4. Question: ক্রয়মূল্য নীতিকে বিশ্বাসযোগ্যতা প্রদান করে যে অনুমান (ধারণা) তা হল:

    A
    আর্থিক মূল্যের একক অনুমান

    B
    ব্যবসায় স্বত্ব অনুমান

    C
    চলমান প্রতিষ্ঠান অনুমান

    D
    সময়কাল অনুমান

    E
    উপরের সবগুলোই

    Note: Not available
    1. Report
  5. Question: মিলকরণ নীতি অনুযায়ী খরচ স্বীকার করতে হবে যখন-

    A
    নগদ পরিশোধ

    B
    কাজ সম্পন্ন হয়

    C
    পণ্য উৎপাদিত হয়

    D
    সেবা অথবা পণ্য আয় অর্জনে ইহার সাহায্য সম্পন্ন করে

    E
    উপরের কোনটিই সঠিক নয়

    Note: Not available
    1. Report
  6. Question: কোন অবস্থা এবং ঘটনা যদি আর্থিক বিবরণী ব্যবহারকারীদের মতের অমিলে সৃষ্টি করে তবে তা প্রকাশ করতে হবে-

    A
    ক্রয়মূল্য নীতি অনুযায়ী

    B
    পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী

    C
    মিলকরণ নীতি অনুযায়ী

    D
    আয় স্বীকৃতি নীতি অনুযায়ী

    E
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  7. Question: পরিবহনাধীন পণ্য ক্রেতার মজুদের অন্তর্ভুক্ত করা উচিত যখন-

    A
    পরিবহনকারী বিক্রেতার নিকট থেকে পণ্য গ্রহণ করে

    B
    ক্রেতার নিকট পণ্য পৌছে

    C
    বিক্রয়ের শর্ত FOB destination হয়

    D
    বিক্রয়ের শর্ত FOB Shiping point হলে

    E
    ক্রেতার পন্য গ্রহণ করে

    Note: Not available
    1. Report
  8. Question: কালীন মজুদ পদ্ধতিতে, সরবরাহকারীর নিকট ফেরত পাঠিয়ে লিপিবদ্ধ করার সময় ক্রেডিট হবে-

    A
    মজুদ পণ্য

    B
    ক্রয়

    C
    বিক্রয় ফেরত ও বাদসমূহ

    D
    ক্রয় বাট্টা

    E
    ক্রয় ফেরত

    Note: Not available
    1. Report
  9. Question: বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করা হয়-যোগ করে।

    A
    আন্তঃপরিবহনের সাথে নীট ক্রয়

    B
    প্রারম্ভিক মজুদের সাথে নীট ক্রয়

    C
    প্রারম্ভিক মজুদের সাথে ক্রয় এবং আন্তঃপরিবহণ

    D
    প্রারম্ভিক মজুদের সাথে ক্রয়কৃত পন্যের ব্যয়

    E
    প্রারম্ভিক মজুদের সাথে আন্তঃপরিবহণ

    Note: Not available
    1. Report
  10. Question: মুদ্রা স্ফীতির কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন আয়কর করবে?

    A
    আগে আসলে আগে যা পদ্ধতি

    B
    পরে আসলে আগে যায় পদ্ধতি

    C
    গড় ব্যয় পদ্ধতি

    D
    মোট মুনাফা পদ্ধতি

    E
    উপরের কোনটিিই নয়

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd