পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: তড়িৎ ক্ষেত্রের তীব্রতার একক কোনটি?

    A
    কূলম্ব

    B
    ভোল্ট

    C
    ওহম

    D
    নিউটন/কুলম্ব

    Note: Not available
    1. Report
  2. Question: আহিত চারদিকে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে সে অঞ্চলকে কী বলে?

    A
    তড়িৎ বলয়

    B
    তড়িৎ তীব্রতা

    C
    তড়িৎ আবেশ

    D
    তড়িৎ ক্ষেত্র

    Note: একটি আহিত বস্তুর চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাব বিদ্যমান থাকে সেই অঞ্চলকে ঐ বস্তুর তড়িৎক্ষেত্র বলে।
    1. Report
  3. Question: তড়িৎ তীব্রতার সংজ্ঞা কোন আধান দ্বারা দেওয়া হয়?

    A
    ঋনাত্মক

    B
    ধনাত্মক

    C
    নিরপেক্ষ

    D
    কুলম্ব

    Note: Not available
    1. Report
  4. Question: তড়িৎ বলরেখার অবতারনা করেন কে?

    A
    মোর্স

    B
    কার্কনী

    C
    ফ্যারাডে

    D
    কুলম্ব

    Note: Not available
    1. Report
  5. Question: তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ তীব্রতার দিক কোনটি?

    A
    বলরেখার সাথে অংকিত স্পর্শক বরাবর

    B
    ১ম আধানের দিকে

    C
    ২য় আধানের দিকে

    D
    বলরেখার বিপরীত দিকে

    Note: Not available
    1. Report
  6. Question: বলরেখার সংখ্যার সাথে তড়িৎ তীব্রতার সম্পর্ক কীরূপ?

    A
    ব্যস্তানুপাতিক

    B
    বর্গের ব্যস্তানুপাতিক

    C
    সমানুপাতিক

    D
    সমান

    Note: Not available
    1. Report
  7. Question: বলরেখার সাথে লম্বভাবে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কোনটির সমানুপাতিক?

    A
    তড়িৎ আবেশ

    B
    তড়িৎ তীব্রতা

    C
    তড়িৎ আধান

    D
    তড়িৎ বিভব

    Note: Not available
    1. Report
  8. Question: বলরেখাগুলোর মধ্যবর্তী ফাঁক তড়িৎ তীব্রতার কী নির্দেশ করে?

    A
    দিক

    B
    মান

    C
    মান ও দিক

    D
    মাত্রা

    Note: Not available
    1. Report
  9. Question: তকিড়ৎক্ষেত্রের কোনো বিন্দুতে স্থাপিত কোনো আধানের ওপর ক্রিয়াশীল বল ঐ বিন্দুর তীব্রতা এবং স্তাপিত আধানের-

    A
    গুণফলের ব্যস্তানুপাতিক

    B
    গুণফলের সমান

    C
    গুণফলের বিপরীত সংখ্যা

    D
    যোগফলের সমান

    Note: Not available
    1. Report
  10. Question: একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?

    A
    360^0

    B
    270^0

    C
    180^0

    D
    90^0

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd