পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: আবেশ প্রক্রিয়ায় কোনো পরিবাহককে আহিত করার জন্যে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে পরিবাহকের নিকটে ধরলে পরিবাহকটি কী প্রকৃতির আধানে আহিত হবে?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    ধনাত্মক বা ঋণাত্মক

    D
    আধান নিরপেক্ষ

    Note: Not available
    1. Report
  2. Question: তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত সোনার পাতের বিকল্প হিসেবে অন্য কোন ধাতব পাত ব্যবহার করা যায়?

    A
    অ্যালুমিনিয়াম

    B
    সিলভার

    C
    প্লাটিনাম

    D
    মলিব ডেনাম

    Note: Not available
    1. Report
  3. Question: তড়িৎবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত দন্ডের নিচে কী থাকে?

    A
    গোলক

    B
    দন্ড

    C
    খন্ড

    D
    পাত

    Note: Not available
    1. Report
  4. Question: তড়িৎবীক্ষণ যন্ত্রের কাচ পাত্রের মুখের ছিপিটি কী ধরনের পদার্থ দিয়ে তৈরি?

    A
    পরিবাহী

    B
    অপরিবাহী

    C
    সুপরিবাহী

    D
    অর্ধ পরিবাহী

    Note: Not available
    1. Report
  5. Question: একটি কাচদন্ডকে রেশম দ্বারা ঘষলে কোনটি কোন আধানে আহিত হয়?

    A
    উভয়ই ধনাত্মক আধানে

    B
    উভয়ই ঋণাত্মক আধানে

    C
    রেশম ধনাত্মক এবং কাচদন্ড ঋণাত্মক আধানে

    D
    রেশম ঋণাত্মক এবং কাচদন্ড ধনাত্মক আধানে

    Note: Not available
    1. Report
  6. Question: কোনো তড়িৎগ্রস্ত বস্তুতে কী ধরনের আধান আছে তা জানতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে কী করতে হবে?

    A
    ধনাত্মক আধানে আহিত করতে হবে

    B
    ঋণাত্মক আধানে আহিত করতে হবে

    C
    ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে হবে

    D
    অনাহিত করতে হবে

    Note: Not available
    1. Report
  7. Question: তড়িৎবীক্ষণ যন্ত্রকে ধনাত্মক আধানে আহিত করতে হলে যন্ত্রের চাকতিতে কী করতে হবে?

    A
    একটি অনাহিত দন্ডকে স্পর্শ করতে হবে

    B
    একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে

    C
    একটি ঋণাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে

    D
    ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত বস্তুকে স্পর্শ করাতে হবে

    Note: Not available
    1. Report
  8. Question: একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে ঋণাত্মক আধানে আহিত তড়িৎবীক্ষণ যন্ত্রের চাকতির সংস্পর্শে আনলে পাতদ্বয়ের অবস্থা কীরূপ হবে?

    A
    ফাঁক বৃদ্ধি পাবে

    B
    ফাঁক হ্রাস পাবে

    C
    ফাঁক অপরিবর্তিত থাকবে

    D
    ফাঁক হ্রাস বা স্থির থাকবে

    Note: Not available
    1. Report
  9. Question: তড়িৎগ্রস্ত বস্তুকে পরীক্ষায় জন্য তড়িৎবীক্ষণ যন্ত্রকে কোন আধানে আহিত করা আবশ্যক?

    A
    ধনাত্মক

    B
    ঋণাত্মক

    C
    ঋনাত্মক বা ধনাত্মক

    D
    নিরপেক্ষ

    Note: কোনো তড়িৎগ্রস্ত বস্তুতে কী ধরনের আধান আছে তা জানতে হলে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করতে হয়।
    1. Report
  10. Question: কুলম্বের সূত্রকে কোন সূত্রের সাথে তুলনা করা যায়?

    A
    নিউটনের গতির সূত্র

    B
    নিউটনের মাহকর্ষ সূত্র

    C
    গ্যালিলিওর পড়ন্ত বস্তুর সূত্র

    D
    কেপলার সূত্র

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd