পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: ভোল্টমিটারের ক্ষেত্রে-

    A
    বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত

    B
    এর প্রতীক -V-

    C
    বর্তনীয় রোধ সরাসরি ভোল্ট এককে পরিমাপ করে

    Note: যে যন্ত্রের সাহায্যে বর্তনীর যেকোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে ভোল্টমিটার বলে। - বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভোল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল যুক্ত করতে হয়।
    1. Report
  2. Question: পরিবাহী পদার্থে-

    A
    তড়িৎ সহজে প্রবাহিত হয়

    B
    প্রচুর মুক্ত প্রোটন থাকে

    C
    প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে

    Note: Not available
    1. Report
  3. Question: পরিবাহী পদার্থ-

    A
    তামা

    B
    রূপা

    C
    অ্যালুমিনিয়াম

    Note: Not available
    1. Report
  4. Question: তড়িৎ প্রবাহ-

    A
    সিলিকনের মধ্য দিয়ে খুব সহজে চলে যেতে পারে

    B
    ধ:াতব তারের মধ্যে ইলেক্ট্রন দ্বারা পরিবাহিত হয়

    C
    প্লাস্টিক জাতীয় পদার্থের মধ্য দিয়ে যেতে পারে না

    Note: Not available
    1. Report
  5. Question: অপরিবাহী হচ্ছে তারা যাদের-

    A
    মধ্যে কক্ষ তাপমাত্রায় মুক্ত ইলেকট্রন থাকে

    B
    মধ্যে সুবিধামত ভেজাল মেশানো যায়

    C
    পরিবাহিতা তাপমাত্রা বৃদ্ধির সাথে বাড়ে

    Note: Not available
    1. Report
  6. Question: অর্ধপরিবাহীর ক্ষেত্রে-

    A
    পরিবাহকত্ব অপরিবাহী ও পরিবাহী পদার্থের মাঝামাঝি

    B
    প্লায়ার তারের হাতল হিসেবে ব্যবহৃত হয়

    C
    তড়িৎ পরিবাহকত্ব বাড়ানো যায়

    Note: Not available
    1. Report
  7. Question: অপরিবাহী পদার্থ হচ্ছে-

    A
    রাবার

    B
    সিলিকন

    C
    কাঠ

    Note: Not available
    1. Report
  8. Question: অর্ধপরিবাহী হচ্ছে-

    A
    জার্মেনিয়াম

    B
    সিলিকন

    C
    কাঁচ

    Note: যে সকল পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী পদার্থের মাঝামাঝি সে সকল পদার্থকে অর্ধপরিবাহী বলে। - জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি অর্ধপরিবাহী। - তামা, রূপা, অ্যালুমিনিয়াম ইত্যাদি সুপরিবাহী পদার্থ। - প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ ইত্যাদি অপরিবাহী।
    1. Report
  9. Question: বৈশিষ্ট্যের বিচারে-

    A
    কুপরিবাহীতে মুক্ত ইলেকট্রন থাকে না

    B
    অপরিবাহী পদার্থ অর্ধপরিবাহীর চেয়ে কম বিদ্যুৎ পরিবহন করে

    C
    অর্ধপরিবাহী পদার্থ অন্য পদার্থগুলোর তুলনায় সবচেয়ে বেশি বিদ্যুৎ পরিবহন করে

    Note: Not available
    1. Report
  10. Question: তড়িৎ প্রবাহের মান নির্ভর করে-

    A
    বিভব পার্থক্যের ওপর

    B
    পরিবাহীর আকৃতির ওপর

    C
    তাপমাত্রার ওপর

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd