পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: ঝড়বৃষ্টির সময় গাছের নিচে থাকা বিপজ্জনক কারণ-

    A
    তড়িৎ সবসময় সংক্ষিপ্ত পথে চলে

    B
    গাছের ডাল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে

    C
    তড়িৎ উচু বস্তু মধ্য দিয়ে পৃথিবীতে আসতে হয়

    Note: Not available
    1. Report
  2. Question: 2 `Omega`, 3`Omega` ও 4 `Omega` মানের তিনটি রোধ শ্রেণি সমবায়ে সংযুক্ত থাকলে তুল্য রোধের মান হবে-

    A
    8`Omega`

    B
    7`Omega`

    C
    9`Omega`

    D
    20`Omega`

    Note: - শ্রেণিতে সংযুক্ত রোধসমূহের মান সন্নিবেশে অন্তর্ভূক্ত রোধসমূহের- যোগফলের সমান। - শ্রেণিতে সংযুক্ত রোধসমূহের মধ্য দিয়ে- সমান তড়িৎ প্রবাহিত হয়। - শ্রেণি সন্নিবেশে রোধের মান আলাদা আলাদা প্রত্যেকটি- রোধের মানের চেয়ে বড়।
    1. Report
  3. Question: কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থ 100V এবং তড়িৎ প্রবাহ মাত্রা 10A হলে এর রোধ কত?

    A
    1000`Omega`

    B
    0.1`Omega`

    C
    10`Omega`

    D
    কোনটিই নয়

    Note: - রোধকে বিভব পার্থক্য এবং তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতরূপে প্রকাশ করা যায়- ওহমের সূত্রানুসারে। - 1 `Omega` = `1 VA^(-1)` - কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহের মান এবং রোধের মানের গুণফল পরিবাহীর দুপ্রান্তের- বিভব পার্থক্যের সমান হয়।
    1. Report
  4. Question: বর্তনীতে বৈদ্যুতিক অবস্থা পরিমাপের জন্য ব্যবহার করা হয়-

    A
    ভোল্টমিটার

    B
    অ্যামিটার

    C
    জেনারেটর

    Note: - বর্তনীর যেকোনো দুই বিন্দুর মধ্যমকার বিভব পার্থক্য পরিমাপ করা যায়- ভোল্টমিটার দিয়ে।
    1. Report
  5. Question: একটি 100W-220V বাল্বের রোধ কত?

    A
    0.48`Omega`

    B
    4.84`Omega`

    C
    48.40`Omega`

    D
    484`Omega`

    Note: Not available
    1. Report
  6. Question: 2`Omega` এবং 3`Omega` মানের দুটি রোধ সমান্তরালে যুক্ত থাকলে এদের তুল্যরোধ কত হবে?

    A
    1.2`Omega`

    B
    5`Omega`

    C
    6`Omega`

    D
    3`Omega`

    Note: Not available
    1. Report
  7. Question: পরিবাহকত্বের একক কোনটি?

    A
    `Omega`m

    B
    `Omega`m^(-1)`

    C
    `Omega`

    D
    `Omega^(-1)`

    Note: Not available
    1. Report
  8. Question: একটি পরিবাহীর রোধ 20`Omega` এবং প্রবাহমাত্রা 0.5A হলে এর দুই প্রান্তের বিভ পার্থক্য কত হবে?

    A
    10 volt

    B
    20 volt

    C
    30 volt

    D
    40 volt

    Note: Not available
    1. Report
  9. Question: কোন পরিবাহীর মধ্য দিয়ে Q পরিমাণ আধান স্থানান্তরের ফলে ব্যয়িত তড়িৎ শক্তি W এবং বিভব পার্থক্য V হলে-

    A
    V = WQ

    B
    W = VQ

    C
    Q = W/V

    Note: Not available
    1. Report
  10. Question: বিভবের একক একটি?

    A
    volt

    B
    `JC^(-1)`

    C
    A`Omega`

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd