পদার্থ বিজ্ঞান-নবম-দশম
 
  1. Question: ফটোকপিয়ারে থাকে-

    A
    ঘূর্ণায়মান ড্রাম

    B
    কার্বনের পাউডার বালি

    C
    হালকা সোনার দন্ড

    Note: Not available
    1. Report
  2. Question: গাড়ি রং করার ক্ষেত্রে-

    A
    স্প্রে গানের সূচালো প্রান্তটি জেনারেটরের এক প্রান্তে লাগানো থাকে

    B
    গাড়িতে জেনারেটরের অপর প্রান্তে লাগানো হয়

    C
    স্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর চলে

    Note: গাড়ি, সাইকেল আলমারি বা অন্যান্য ধাতব জিনিস রং করার জন্য ইদানিং রং এর স্প্রে ব্যবহার করা হয়। রং করার সময় স্প্রে গানের িএক প্রান্ত জেনারেটরের এক প্রান্তে এবং গাড়িকে জেনারেটরের অপরপ্রান্তে লাগানো হয়। স্প্রে গান নিঃসৃত কণাগুলো তড়িৎ বলরেখা বরাবর ক্রিয়া করে।
    1. Report
  3. Question: ফটোকপিয়ার মেশিনে-

    A
    যে পৃষ্ঠ ফটোকপি করা হবে তার প্রতিফলিত আলো ড্রামে কেন্দ্রিভূত হয়

    B
    ড্রামের কেবল অন্ধকার অংশই ঋণাত্মক আধানে আহিত

    C
    ধনাত্মক ভাবে আহিত সাদা কাগজকে ড্রামের সাথে চেপে রাখা হয়

    Note: Not available
    1. Report
  4. Question: বিক্ষেপনের বিস্ফোরণ ঠেকাতে-

    A
    বিমানের চাকা পরিবাহক রাবার দ্বারা তৈরি থাকে

    B
    বিমানের অবতলের সাথে সাথে জ্বালানি ভরতে হবে

    C
    বিমান অবতরনের সাথে সাথে পরিবাহক দ্বারা ভূ-সংযোজিত করতে হবে

    Note: Not available
    1. Report
  5. Question: স্থির তড়িতের বিপদ হতে পারে-

    A
    কাপড় পাল্টানোর সময় শক খাওয়া

    B
    বজ্রপাতে আক্রান্ত হওয়া

    C
    বিমানে জ্বালানি ভরতে গেলে বিস্ফোরণ হওয়া

    Note: Not available
    1. Report
  6. Question: স্থির তড়িতের কারণে-

    A
    টিভির পর্দায় ময়লা জমে

    B
    প্যারাসুট ব্যবহার করে নেমে আসা সম্ভব হয়

    C
    সরাসরি সংযুক্ত ধাতব খুঁটি তড়িৎ স্পৃষ্ট করে

    Note: Not available
    1. Report
  7. Question: বজ্রপাতের সময়-

    A
    দুটি তড়িতাহিত মেঘ কাছাকাছি এলে বিরাট অগ্নিস্ফলিংগ হয়

    B
    সৃষ্ট তাড়িৎ তড়িৎক্ষরণের মাধ্যমে পৃথিবীতে চলে আসে

    C
    বজ্রনাদে প্রচন্ড শব্দ হয়

    Note: Not available
    1. Report
  8. Question: বজ্র নিরোধক দন্ড-

    A
    ভোঁতা মুখ বিশিষ্ট

    B
    বজ্রপাতের সম্ভাবনা কমিয়ে দেয়

    C
    মাটির সাথে সংযুক্ত থাকে

    Note: Not available
    1. Report
  9. Question: ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান-

    A
    গাছের নিচে

    B
    ছাতার নিচে

    C
    তড়িৎ পরিবাহী ধাতুর কাছে

    Note: Not available
    1. Report
  10. Question: পেট্রোলবাহী ট্রাকে-

    A
    অগ্নিকান্ড ঘটার সম্ভাবনা থাকে

    B
    স্থির তড়িৎ সংক্রান্ত বিপদের ঝুঁকি রয়েছে

    C
    ধাতব শিকল ঝুলানো থাকে

    Note: Not available
    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd